টুকরো খবর
আশুলিয়ায় সমাবেশ
বাধা বিপত্তির তোয়াক্কা না করেই আশুলিয়ায় মহাসমাবেশ করলেন শাহবাগের গণ জাগরণ মঞ্চের সংগঠকেরা। তবে এ দিনও সমাবেশ স্থলের কিছু দূরে বোমা ফাটিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে কট্টরপন্থীরা। তবে তাতে ওই সমাবেশে ভিড় আটকানো যায়নি। ১৩ মার্চ চট্টগ্রামে তাদের একটি সমাবেশ করার কথা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তার খাতিরে তা বাতিল হয়ে যায়।

শেষ সুরের সন্ধান
টাইটানিকের ডুবে যাওয়ার মুহূর্তে শেষ বার বেজেছিল যে বেহালা এ বার তা উঠতে চলেছে নিলামে। বেহালাটির গায়ের কাঠে বড় বড় দু’টি চিড় ধরেছে। সুরও বেরোয় না সেটি থেকে। তবু নিলামের আয়োজকদের আশা, অন্তত ৪ লক্ষ পাউন্ড দাম তো উঠবেই বাদ্যযন্ত্রটির। ২০০৬ সালে হঠাৎই প্রকাশ্যে আসে বেহালাটি। তার পর বছর সাতেক ধরে গবেষণা করে এখন বিশেষজ্ঞরা নিশ্চিত এই বেহালাটিই টাইটানিকের ডোবার মুহূর্তে বাজান ওয়ালেস হার্টলে নামের এক শিল্পী।

লন্ডনের রাজপথের নীচে মিলল গণকবর
ছবি: এএফপি
মধ্য লন্ডনের ব্যস্ত রাজপথের নীচে মিলল এই গণকবর। নতুন রেলপথ তৈরির জন্য নির্মাণসংস্থার কর্মীরা রাস্তা খুঁড়ছিলেন। এ সময় তাঁরা ফ্যারিংডন এবং বার্বিকান টিউব স্টেশনের মাঝে একটা জায়গায় জমি থেকে ৮ ফুট নীচে কঙ্কালগুলি খুঁজে পান। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, ১৩৪৮ সালে ‘ব্ল্যাক ডেথ’-এ ইউরোপের যে কয়েক কোটি মানুষ মারা গিয়েছিলেন, কঙ্কালগুলি তাঁদেরই। বহুল প্রচলিত তথ্য অনুযায়ী, এই গণমৃত্যুর কারণ প্লেগ। যার সূত্রপাত হয়েছিল চিন অথবা মধ্য এশিয়ার কোনও দেশ থেকে। এর পর ক্রিমিয়া হয়ে পৌঁছয় ইউরোপ। গবেষকরা জানাচ্ছেন, ডিএনএ পরীক্ষা করে দেখা হবে কঙ্কালগুলি আদৌ ওই সময়ের কি না।


প্রবল তুষারপাত। বার্লিনে। ছবি: এএফপি



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.