লাঠি দিয়ে পিটিয়ে ব্লেড দিয়ে স্ত্রীর হাত কেটে দেওয়ার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ধূপগুড়ি থানার নেতাজি পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে জখম অবস্থায় চিকিৎসার জন্য ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, পূর্ব মল্লিকপাড়া হাই স্কুলের রাষ্ট্র বিজ্ঞানের ওই শিক্ষকের নাম মহাদেব কুইলা। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর-সহ তিনটি ধারায় মামলা করেছে পুলিশ। ওই শিক্ষকের বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। কর্মসূত্রে তিনি ধূপগুড়ি শহরের নেতাজি পাড়ার এক বাড়িতে ভাড়া থাকতেন। দুই বছর আগে পূর্ব মেদিনীপুরে সোমাদেবীর সঙ্গে মহাদেববাবুর বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর সোমাদেবী স্বামীর সঙ্গে তাঁর বৌদির সম্পর্কের কথা জানতে পারেন। এর প্রতিবাদ করার পর থেকে অভিযুক্ত শিক্ষক স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। পটাশপুর থানায় দু দফায় সালিসি সভাও হয়। সোমাদেবীর অভিযোগ, “এর আগে ব্লেড দিয়ে হাত কেটে দিয়েছিল। সম্প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় স্কুলের শিক্ষকদের বিষয়টি জানাই।” পূর্ব মল্লিক পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার দে এই প্রসঙ্গে বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল চলছিল। তা মিটিয়ে নেওয়ার জন্য দুই জনকেই বলা হয়।” ধৃত শিক্ষক মহাদেববাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুলিশের কাছে অস্বীকার করেছেন। তাঁর দাবি করেছেন, “মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে।” জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ধৃত শিক্ষককে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে।”
|
আলিপুরদুয়ার ২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দরপত্র ডাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সিপিএম ও ঠিকাদারদের একাংশ। অভিযোগ, দুর্নীতি বন্ধের দাবিতে বিডিও, মহকুমা শাসক, জেলাশাসককে জানানো হয়। গোপনে পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার-২ বিডিও সজল তামাং বলেছেন, “অভিযোগ খতিয়ে দেখে শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার টাকায় রাস্তায় বালি পাথর বিছানোর ১১টি কাজের দরপত্র ডাকা হয়। সেখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধান মাখন বর্মন বলেন, “দুর্নীতির কোনও ব্যাপার নেই। ভুয়ো অভিযোগ করা হয়েছে।”
|
খেলাধূলায় বিশেষ অবদানের জন্য এ বছর ১৭ জনকে ‘ইউনিভার্সিটি ব্লুজ’ দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের তরফে ওই সম্মান তাদের হাতে তুলে দেওয়া হয়। যাঁর মধ্যে শিলিগুড়ি কলেজের পড়ুয়া তথা টেবল টেনিস তারকা অঙ্কিতা দাস এবং সৌম্যজিৎ ঘোষও রয়েছেন। টেবল টনিসে এ দিন মোট পাঁচ জনকে ব্লুজ দেওয়া হয়। বাকিদের মধ্যে রয়েছেন খোখো খেলোয়াড়রা। |