কিশোরী খুনে রঘুনাথগঞ্জে গ্রেফতার ‘প্রেমিক’ সামাউল
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
কিশোরী খুনের ঘটনায় বুধবার তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ফরাক্কায় গোপালনগরের একটি ফিডার ক্যানেল থেকে এ দিনই ওই কিশোরীর দেহ মেলে। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। পেশায় গাড়ি চালক ধৃত যুবক সামাউল শেখের বাড়ি সমশেরগঞ্জের বাবুপুরে।পুলিশ জানায়, সমশেরগঞ্জের হাউসনগরের বাসিন্দা ওই কিশোরীর প্রেম ছিল পড়শি গ্রামের সামাউনের সঙ্গে। সোমবার সন্ধ্যায় প্রেমিকের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্থানীয় হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। পরের দিন পুলিশে অভিযোগও দায়ের করে মৃতার বাড়ির লোকজন। বুধবার বিকেলে ফিডার ক্যানেল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সামাউলের মারুতি ভ্যানেরও হদিশ মেলে। এ দিন রাতেই ফরাক্কা থানার পুলিশ গ্রেফতার করে সামাউলকে। পুলিশের ধারনা, ধৃত যুবক ওই কিশোরীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তা শোধ করার জন্য চাপ দিতেই তাকে খুন করা হয়। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ঘটনার তদন্ত চলছে।”
|
ছাত্র নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বহরমপুরের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নিখোঁজ ছাত্রের নাম শাহবুদ্দিন শেখ। তাঁর বাড়ি বহরমপুর থানার শাহজাদপুর পঞ্চায়েতের জগন্নাথপুরে। গত ১১ মার্চ দুপুরে বহরমপুরের দিকে রওনা হন ওই ছাত্র। তার পর থেকেই তিনি নিখোঁজ। এ ব্যাপারে বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার পর থেকে শাহবুদ্দিনের মোবাইল বন্ধ। এ ব্যাপারে পুলিশের নিষ্ক্রীয়তার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। ছাত্রের বাবা আবুল হোসেনের অভিযোগ, “ওই নিখোঁজ হওয়ার ঘটনায় কোনও রহস্য আছে কিনা পুলিশ তদন্ত করে দেখুক। থানায় নিখোঁজের ডায়েরি করা সত্ত্বেও পুলিশ এখনও তদন্তে বাড়িতেও আসেনি। এমনকী মোবাইলের সূত্র ধরেও প্রকৃত ঘটনা জানা সম্ভব। কিন্তু তিন দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ছেলের কোনও সন্ধান দিতে পারেনি পুলিশ।”
|
উত্তরপত্র উধাও
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
উত্তরপত্র জমা না দেওয়ার অভিযোগ উঠল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার প্রথম দিনে ছিল বাংলা পরীক্ষা। মহালন্দির জিসি হাই স্কুলের ইদ্রিস আলির পরীক্ষাকেন্দ্র ছিল কান্দির গোকর্ণ প্রসন্নময়ী উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, শৌচাগারে যাওয়ার নাম করে ইদ্রিস উত্তরপত্র নিয়ে পালায়। এ দিন রাতে প্রধান শিক্ষক বিমল দলাই ওই ছাত্রের নামে কান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন। মহকুমা স্কুল পরিদর্শক মৃনাল ভট্টাচার্য বলেন, “বিষয়টি শুনেছি। যা ব্যবস্থা নেওয়ার কাউন্সিলই নেবে।”
|
নতুন সভাপতি
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
বৃহস্পতিবার বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন কংগ্রেসের রোকেয়া বিবি। দলত্যাগ করায় গত ১১ জানুয়ারি তৎকালীন সভাপতি বিলকিস বেগমের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। তিনি অপসারিত হন। এ দিন কংগ্রেসের ১২ জন সদস্যের সমর্থনে নতুন সভাপতি নির্বাচিত হন। বাম ও তৃণমূল সদস্যরা অনুপস্থিত ছিলেন। বেলডাঙা-২ এর বিডিও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, “নিয়ম মেনেই নতুন সভাপতি হয়েছেন।”
|
এক মহিলাকে অভিযোগ উঠল তাঁরই আত্মীয়দের বিরুদ্ধে। নিহত উজারণ বিবি (৪০) চাপড়ার পশ্চিমপাড়া এলাকায়। তাঁর স্বামী আবছুদ্দিন শেখ ও তাঁর ছেলের বিরুদ্ধে খুনের নালিশ করেছেন। অভিযুক্তেরা পলাতক।
|