টুকরো খবর
বন্দি পেটাল রক্ষীরা, মামলা পুলিশের
চুঁচুড়ার হুগলি সংশোধনাগারে বন্দিদের মারধরের অভিযোগে বেশ কয়েক জন কারারক্ষীর বিরুদ্ধে মামলা রুজু করল হুগলি জেলা পুলিশ। আইজি (কারা) রণবীর কুমার বলেন, “এ ব্যাপারে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কোনও কারারক্ষীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।” বন্দিদের পরিবারের কাছ থেকে কারারক্ষীদের নিয়মিত টাকার জুলুমের অভিযোগ নতুন নয়। হুগলি জেলের রক্ষীদের বিরুদ্ধে এমনই কার্যকলাপের অভিযোগ বেশ কিছু দিন ধরেই পাচ্ছিল পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময়ে মোবাইল ফোন থেকে বিভিন্ন নেশার দ্রব্য অনায়াসেই হাতে পেয়ে যাচ্ছিলেন বন্দিরা। জেলে বসেই মোবাইলে তাদের অনেকেই বহাল তবিয়তে চালাচ্ছিল তোলাবাজির কারবার। আবার, পাল্টা অভিযোগও রয়েছে, সাধারণ বন্দিদের পরিবারের লোকজন দেখা করতে গেলেও রক্ষীদের দাবি মতো ‘তোলা’ দেওয়া ছিল আবশ্যক। না দিলে সে সুযোগও মিলত না। টাকা না পাওয়ায় বন্দির বাড়ির লোকজনকে মারধরের অভিযোগও ক্রমেই বাড়ছিল। তারই প্রতিবাদে বন্দিদের একাংশ হইচই বাধালে গত ১১ মার্চ হুগলি জেলে বন্দিদের বেধড়ক পেটায় কারা রক্ষীরা। জখম হন দুই বন্দি। আতঙ্কিত কারারক্ষীরা বেগতিক দেখে জেলের বিপদ-ঘণ্টা বাজিয়ে দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন জেলা পুলিশের কর্তারা। জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “জেলে সংঘর্ষের ঘটনা লঘু করে দেখা যায় না। এক বন্দির আঘাত ছিল বেশ গুরুতর। জেল হেফাজতে এই ধরনের ঘটনা মারাত্মক।”

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে জেল
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীর ছ’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল শ্রীরামপুর মহকুমা আদালত। বৃহস্পতিবার ওই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট) আশিসকুমার হাজরা কোন্নগরের বিদ্যাসাগর স্ট্রিটের বাসিন্দা প্রদীপ খান চট্টোপাধ্যায় ওরফে দোলনকে ওই সাজা শোনান। আদালত সূত্রের খবর, গত ২০০৮ সালের ৮ ডিসেম্বর প্রদীপবাবুর স্ত্রী বুলবুল খান চট্টোপাধ্যায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। মৃতার দাদা উদয়প্রকাশ ভার্সনে উত্তরপাড়া থানায় প্রদীপের বিরুদ্ধে বোনকে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। গ্রেফতার হয় প্রদীপ। সরকারি আইনজীবী মহম্মদ মুসা মল্লিক বলেন, “তদন্তে দু’টি অভিযোগই প্রমাণিত হয়। গত বুধবার বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রদীপকে দোষী সাব্যস্ত করেন। ৩০৬ ধারায় প্রদীপের ৬ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর জেলের সাজা শোনান বিচারক। ৪৯৮-এ ধারায় ৩ বছর জেলের হয়েছে প্রদীপের। দু’টি সাজাই এক সঙ্গে চলবে।

ধর্ষণের চেষ্টা, পলাতক যুবক
এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের মানসপুর লালবাবা আশ্রম এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শেখ রাজু। তার বাড়ি মুর্শিদাবাদে। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক কাজের জন্য ব্যান্ডেলে থাকে। অভিযোগ, রাত ১১টা নাগাদ স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে শেখ রাজু। ওই গৃহবধূ ও তাঁর ছেলেমেয়ের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় ওই যুবক। বৃহস্পতিবার বিকেলে চুঁচুড়া থানায় শেখ রাজুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।

ফাটল বোমা
থানা সংলগ্ন ঝুপড়ির পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল কয়েকটি তাজা বোমা। তার মধ্যে একটি কোনও ভাবে ফেটে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ায় জিটি রোডের পাশে শিবপুর থানার কাছে। পুলিশ জানায়, বোমা ফাটার পরেই পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন। থানা থেকে বেরিয়ে আসেন পুলিশ অফিসার ও কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে প্রশ্ন উঠেছে থানার পাশে এত বোমা এল কী ভাবে? আর তা ফাটলই বা কী ভাবে? এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝুপড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছাদ থেকে পড়ে মৃত্যু
বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মঙ্গলবার খানাকুলের ঠাকুরানিচকের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম শঙ্কর চোয়ান (৫২)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.