সম্প্রতি উত্তরপাড়ার মাখলা সিঞ্জিনি-র উদ্যোগে নৃত্য ও সঙ্গীত উৎসব হয়ে গেল। সংস্থার ২৭ তম বর্ষ উদ্যাপন উপলক্ষে ওই অনুষ্ঠান হয় উত্তরপাড়া গণভবনে। কত্থক, ওড়িশি, কথাকলি নৃত্যের পাশাপাশি শ্রীখোল, সরোদ, তবলা-লহরা বা সন্তুর শ্রোতাদের মুগ্ধ করে। এ ছাড়াও পরিবেশিত হয় উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত, বাউল। কত্থক, ওড়িশি এবং ভরতনাট্টমের প্রতিযোগিতাও হয়।
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবশর্ষ উপলক্ষে সম্প্রতি উত্তরপাড়ার দোলতলায় সমাজসেবী প্রতিষ্ঠান ‘নিবেদন’-এর উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভদ্রকালী মন্দির-সংলগ্ন স্থানে আয়োজিত ওই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা হয় স্কুল পড়ুয়াদের নিয়ে। স্বামীজির জীবন ও বাণী সম্বলিত স্থিরচিত্র প্রদর্শিত হয়। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের হাতে বই তুলে দেওয়া হয়।
|
রাঢ়বঙ্গ ও লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক শঙ্কর দোলই। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী, অমিতাভ সরকার-সহ বিশিষ্টেরা। ঘাটালের মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য জানান, এই উৎসবে রাঢ় বাংলার ছ’টি জেলা থেকে আটটি বিভিন্ন আঙ্গিকের লোক শিল্পে ১০৫ জন শিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীরা এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রায়বেঁশে, ছৌ, বাউল, বেঁণীপুতুল নৃত্য, ভাঁড় যাত্রা, রণ পা, পাইক-সহ বিভিন্ন লোকসংস্কৃতি আঙ্গিক পরিবেশন করেন। |