টুকরো খবর
কিডনি প্রতিস্থাপন নিয়ে
কিডনি দান সম্পর্কে এখনও ভ্রান্ত ধারণার শিকার অধিকাংশ মানুষ। তাই কোনও প্রিয়জনের কিডনি প্রতিস্থাপন জরুরি হলেও কেউ এগিয়ে আসতে চান না। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সচেতনতার এই অভাবের কথা তুলে ধরেন এক বেসরকারি হাসপাতালের প্রধান ইউরোলজিস্ট শিবাজী বসু। বৃহস্পতিবার, ১৪ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। শিবাজীবাবু বলেন, “কিডনি দানের আগে দাতার শরীরের নানারকম পরীক্ষানিরীক্ষা করে সুস্থতা যাচাই করে নেওয়া হয়। তাই দানের পরে শরীর খারাপ হওয়ার আশঙ্কা নেই।” হাসপাতালের প্রধান নেফ্রোলজিস্ট অরূপরতন দত্ত বলেন, “কিডনির রোগ দ্রুত বাড়ছে। ডায়াবিটিস, স্থূলতা, হাইপারটেনশনের মতো অসুখের বাড়বাড়ন্তও এর অন্যতম কারণ। প্রতিস্থাপনের সংখ্যা বাড়লে বহু জীবন রক্ষা পায়।” এ দিনের অনুষ্ঠানে প্রতিস্থাপন-পরবর্তী জীবনের অভিজ্ঞতার কথা জানান বেশ কয়েকজন কিডনি রোগী।

ওষুধ পাচার চক্রে ধৃত আট
এফেড্রিন জাতীয় ওষুধ পাচারের অভিযোগে ধৃত সেনাকর্তা, উড়ান সংস্থার নিরাপত্তা আধিকারিক ও অন্য ছয় ব্যক্তিকে ২২ মার্চ অবধি জেল হাজতে রাখার নির্দেশ দিল আদালত। ২৪ ফেব্রুয়ারি পালেলে, মণিপুর পুলিশ কম্যান্ডোদের হাতে ধরা পড়েন ৫৭ মাউন্টেন ডিভিশনের মুখপাত্র কর্নেল অজয় চৌধুরি। তাঁর ও তাঁর কনভয়ে থাকা অন্য গাড়িগুলি থেকে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ওষুধ মেলে। গতকাল ধৃতদের মণিপুরের বিশেষ এনডিপিএস আদালতে তোলা হয়। চৌধুরি বিচারককে জানান, কনভয়ে ভুয়ো নম্বরপ্লেট থাকা বা ওষুধ থাকার কথা তিনি জানতেন না। বিচারক অবশ্য জবাবে বলেন, “একজন কর্নেল হয়ে, নিজের দায়িত্বে থাকা কনভয়ে, ভুয়ো নম্বরপ্লেটসহ গাড়ি বা পাচারের জন্য ওষুধ নেওয়া হচ্ছে তা আপনি জানতেন না এটা বিশ্বাসযোগ্য নয়।” কেবল ফেব্রুয়ারির পাচার নয়, পুলিশ আদালতে অভিযোগ করেছে, কর্নেল চৌধুরি, ইন্ডিগোর নিরাপত্তা আধিকারিক এন ব্রজেন্দ্র ও বিধায়কপুত্র এল হাওকিপ গত বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেও একইভাবে ওষুধ পাচার করেছিলেন। পুলিশের দাবি, সেক্ষেত্রেও চৌধুরির সরকারি জিপসি ও একটি বোলেরো ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি নিয়ে পৃথকভাবে তদন্ত শুরু করা হয়েছে। বিচারক অভিযুক্তদের ২২ মার্চ অবধি ফের জেল হাজতে পাঠান।

অ্যাম্বুল্যান্স দান
বোলপুরে তোলা নিজস্ব চিত্র।
মূল সমস্যা ও সমাধানের সূত্র খুঁজে বের করে স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও আইনের শাসনের প্রতিষ্ঠা করতে হবে জনপ্রতিনিধিদের। সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি স্তরে উদ্যোগও প্রয়োজন। বুধবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখার উদ্যোগে চিত্রা মোড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। জেলা পুলিশকে সাইকেল প্রদান ও ভারত সেবাশ্রম সঙ্ঘের বোলপুর শাখার হাতে অ্যাম্বুল্যান্স তুলে দেন সোমনাথবাবু।

স্বাস্থ্যকর্মীদের দাবি
বেতন বাড়ানোর দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে স্মারকলিপি দিলেন গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের তরফে জেলা পরিষদের সহ-সভাধিপতিকে স্মারকলিপি দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.