টুকরো খবর |
গুদাম সিল করল প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সরকারি হিসাবে অসঙ্গতির অভিযোগে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের একটি গুদাম সিল করে দিল প্রশাসন। বুধবার ফাঁসিদেওয়ার লিউসিপাকুরিতে। এগত ১২ মার্চ এলাকার অন্য দুটি গুদামও সিল করেছিল প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, শিলিগুড়ির সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারের জন্য ফাঁসিদেওয়ায় গুদামগুলি রয়েছে। নিয়ম অনুসারে বিভাগের ব্লক দফতরের ১০ কিলোমিটারের মধ্যে গুদামগুলি রাখা কথা থাকলেও নকশালবাড়ি এবং খড়িবাড়ির ক্ষেত্রে তা মানা হয়নি। তার পরে মহকুমার অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে চাল, ডাল, তেল, নুন ঠিক পৌঁছলেও গুদামে মাল সঠিকভাবে রাখা হয় না বলে অভিযোগ পায় প্রশাসন। তদন্তে নামেন মহকুমাশাসক রচনা ভকত। তদন্তে দেখা যায় ফাঁসিদেওয়ার এক ব্যক্তি মহকুমার ওই মালপত্রের স্টোরিং এজেন্ট হিসাবে কাজ করছেন। গুদামে মালপত্র, খাতা ঠিকভাবে রাখা হচ্ছে না বলে অভিযোগ। এ দিন মহকুমাশাসকের নির্দেশে ফের হানা দেন ফাঁসিদেওয়ার বিডিও বীরুপাক্ষ মিত্র।
|
দেহ উদ্ধারে খুনের মামলা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে মাটিগাড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন চাঁদমনি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম সুনীল মাহাতো (৪১)। বাড়ি প্রধাননগরের কাজিনগর এলাকায়। পুলিশ সূত্রের খবর, চাঁদমনিতে বেশ কয়েকদিন ধরে শিব পুজোর মেলা বসেছে। সেখানে দুই বন্ধুর সঙ্গে যৌথ ভাবে তেলে ভাজার দোকান দিয়েছিল ওই যুবক। তাঁর স্ত্রী মঞ্জুদেবীও তাঁকে সাহায্য করতেন। এদিন রাতে মঞ্জুদেবী সন্ধ্যা রাতেই বাড়ি ফিরে যান। সারা রাত সুনীলবাবু বাড়িতে না ফেরায় সকালে খুঁজতে বের হন। বাসিন্দারা সুনীলবাবুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা দায়ের করে তাঁর দুই বন্ধুকে খুঁজছে। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
|
আত্মহত্যায় প্ররোচণা, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক দৃষ্টিহীন যুবতীর আত্মহত্যার ঘটনায় তাঁর দাদা সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটে প্রধাননগর থানার গুরুঙ্গ বস্তিতে। পুলিশ জানায়, মৃতার নাম সঞ্জু শর্মা (৩০)। এ দিন বাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধর্মেন্দ্র শর্মা ও সুনীতা শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মেন্দ্র মৃতার দাদা ও সুনীতা তাঁর আরেক দাদার স্ত্রী। মৃতার আরেক বোন মুন্নি পুলিশকে অভিযোগ করেছেন, তাঁর দুই দাদা এবং তাঁদের স্ত্রীরা সঞ্জুকে ভাল ভাবে দেখাশোনা করতেন না। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “অভিযুক্তদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
|
প্রতিবাদে অনশন |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিউ পেনশন স্কিম বাতিলের দাবিতে অনশন করল এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। বুধবার সকাল থেকে শিলিগুড়ি জংশন এবং এনজেপিতে এরিয়া ম্যানজারের অফিসের সামনে মঞ্চ তৈরি করে অনশড় করেন তারা। দিনভর অনশন চলে। সংগঠনের শিলিগুড়ি জংশন শাখার যুগ্ম সম্পাদক তনুজ দে জানান, ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। সংগঠনের এনজেপির নেতা ভাস্কর তর বলেন, “এই স্কিম বাতিলের দাবিতে সই সংগ্রহ অভিযান চলছে। সমস্ত জায়গা থেকে সই সংগ্রহের পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।”
|
লজে দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
লজ থেকে উদ্ধার হল মৃতদেহ। বুধবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃত কৌশিক বন্দ্যোপাধ্যায় (৪১)-এর বাড়ি কলকাতার কসবা এলাকায়। তিনি বেসরকারি সংস্থার কর্মী। মঙ্গলবার সংস্থার কাজ নিয়ে শিলিগুড়িতে পৌঁছে ওই লজে ওঠেন তিনি। এ দিন সকালে তিনি ঘর না খোলায় কর্মীদের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে কৌশিকবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
শামুকতলায় ছাত্রের দেহ |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
নবম শ্রেণির এক ছাত্রের গলায় মাফলারের ফাঁস লাগানো দেহ উদ্ধার করল পুলিশ। শামুকতলা থানার ময়নাবাড়ি গ্রামের খরবন্দি লাইনে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোবিন্দ শর্মা (১৪)। লোকনাথপুর হাইস্কুলের ছাত্র গোবিন্দ। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার নয়। শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান জানিয়েছেন, শোওয়ার ঘরের মাফলারের ফাঁস লাগানো অবস্থায় ছটফট করতে দেখে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে শামুকতলা হাসপাতালে নিয়ে যান।
|
প্রতিবাদে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উচ্ছেদ নোটিশের প্রতিবাদে এডিআরএম’কে স্মারকলিপি দিল তৃণমূল। বুধবার শিলিগুড়ি জংশনে স্টেশন ম্যানেজারের মাধ্যমে মাল্লাগুড়ির রতনলাল বস্তির বাসিন্দারা স্মারকলিপি দেন। ওই এলাকা দিয়ে নতুন লাইন নিয়ে যাওয়ার জন্য উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হয়। তৃণমূলের দাবি, তাঁদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা ঠিক হবে না।
|
বিরোধিতা, অনশন |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রেল মন্ত্রকের নতুন পেনশন প্রকল্পের বিরোধিতা করে অনশন আন্দোলন করলেন রেল কর্মীরা। বুধবার সকালে আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসের সামনে কয়েকশো কর্মী ওই আন্দোলনে যোগ দেন।
|
পাট্টা বিলি |
২৩৩ জন ভূমিহীনকে খাসজমির পাট্টা দেওয়া হল। বুধবার জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের উদ্যোগে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নৃপেন্দ্রনাথ সরকার বলেন, “চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে।” |
|