বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বিয়ের প্রস্তুতি সম্পন্ন। হাজির আত্মীয় স্বজনেরা। তৈরি ছাদনাতলা। শেষের মুখে রান্নাবান্নাও। বুধবার বিয়ের দিনেই বেলডাঙার শক্তিপুর এলাকায় নাবালিকা পাত্রীর বাড়িতে হাজির হয় পুলিশ-প্রশাসন। প্রশাসনের তৎপরতায় ভেস্তে যায় বিয়ে। বছর চৌদ্দর ওই নাবালিকার মা ডলি দাস বলেন, “আমরা জানতাম না। টানাটানির সংসার। তাই পাত্র পেয়েই মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। প্রশাসনের কাছ থেকে জানতে পারলাম ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া বেআইনি। এখন মেয়ের বিয়ে দেব না বলে লিখিত প্রতিশ্রুতিও দিয়েছি।” বেলডাঙা-২ ব্লকের বিডিও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, “খবর পেয়েই যুগ্ম বিডিও ও পুলিশকে পাঠিয়ে ওই নাবালিতার পরিবারের লোককে বুঝিয়ে বিয়ে রোখা গিয়েছে।”
|
ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
প্রতিবাদ করলেই বাবাকে খুন করা হবে। এই হুমকি দিয়ে দিনের পর দিন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সাগরদিঘির এক ঠিকাদারের বিরুদ্ধে। মঙ্গলবার ওই মহিলা এ ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছেন। তাঁর বাবা সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক জন পদস্থ কর্তা। ওই মহিলার বক্তব্য, “প্রভাবশালী ঠিকাদার হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনে যাতায়াত আছে ওই ঠিকাদারের। তার সুযোগ নিয়ে বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে গত এক বছর ধরে আমাকে একাধিকবার ধর্ষণ করে ওই ঠিকাদার।” ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমান মিলেছে। অভিযুক্ত সাগরদিঘির তেঘরি কয়ালপাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণের। নাম সেকেন্দ্রার শেখ (১৮)। বাড়ি রঘুনাথগঞ্জের উমরপুরে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতেই অ্যাসিড খেলে ওই তরুণকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রাতে তার মৃত্যু হয়।
|
সাসপেন্ড পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বুধবার সাসপেন্ড করা হল রেলপুলিশের আরও এক কনস্টেবল আশিস রায়কে। সোমবারের ঘটনার সময় তিনি বহরমপুর জিআরপি’র ‘ডিউটি অফিসার ছিলেন। শিয়ালদহ জিআরপি পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে বহরমপুর জিআরপি’র ওসি দীপককুমার পাইককে। সোমবার জিআরপি কনস্টেবল পরিতোষ বিশ্বাস দিলীপ ঘোষ নামে এক যাত্রীকে ঠেলে ফেলায় মারা যান তিনি।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। নাম পঙ্কজ মণ্ডল (৩৫)। বাড়ি খড়গ্রামের এড়োয়ালি গ্রামে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যাবেলা ওই ব্যক্তি বাড়ি থেকে পারুলিয়া বাজারে যাচ্ছিলেন। এড়োয়ালি মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়।
|
আত্মহত্যায় প্ররোচনা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সাগরদিঘির কান্ডনগর গ্রামের কৃষ্ণা সরকার (২৬) আত্মঘাতী হন।
|
মঙ্গলবার আহিরণ থেকে হেরোইন-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করেছে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫ কেজি সোডিয়াম ও ৯ লক্ষ ৭৬ হাজার টাকা।
|
ভাগীরথীর গোরাবাজার গাঁধী কলোনিতে বুধবার আগুন লাগে একটি বাড়িতে। তা পাশের বাড়িতে ছড়ায়। বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল পৌঁছনোর আগেই পুড়ে যায় তিনটি বাড়ি। |