টুকরো খবর |
ঋণ শুধতে না পেরে পিংলায় ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ শোধ না করা এবং ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পিংলার জামনা এলাকার। ধৃত শঙ্কর রাউতকে বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল ১২ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে খবর, একটি মেশিন কিনতে ওই যুবক ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ নেন। দীর্ঘদিন তা শোধ করেননি। এখন শঙ্করের কাছে ব্যাঙ্কের প্রাপ্য ২ লক্ষ ২৭ হাজার টাকা। মঙ্গলবার শঙ্করের সঙ্গে কথা বলতে ব্যাঙ্ক কর্মীরা তাঁর বাড়িতে যান। অভিযোগ, শঙ্কর তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর পিংলা থানায় অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে জামনা গ্রাম থেকেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় এক মোটর ভ্যান চালকের মৃত্যু হল। মৃতের নাম রঞ্জিত সিংহ (৩৮)। বাড়ি নারায়ণগড় থানার গোপীনাথপুরে। মঙ্গলবার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন রঞ্জিত। সেই সময় বেলদার দিক থেকে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের।
|
বৈঠকে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার রাতে বৈঠক করলেন খড়্গপুর শহরের তৃণমূল কাউন্সিলররা। পুরসভার ওই বৈঠকে ছিলেন শহর নেতৃত্বও। ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরী বলেন, “নানা বিষয়ে আলোচনা করতেই বৈঠকটি হয়।” |
|