টুকরো খবর
পার্ক স্ট্রিট কাণ্ডে নিগৃহীতার সাক্ষ্য
পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে আদালতে সাক্ষ্য দিলেন ওই মামলার অভিযোগকারিণী। বুধবার বিচার ভবনে তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মধুছন্দা বসুর এজলাসে হাজিরা দেন তিনি। বৃহস্পতিবার ফের আদালতে সাক্ষ্য নেওয়া হবে তাঁর। বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ ব্যাঙ্কশাল আদালত চত্বরে পৌঁছন গণধর্ষণ-কাণ্ডের অভিযোগকারিণী। দুপুর ২টো থেকে রুদ্ধদ্বার এজলাসে (ইন-ক্যামেরা ট্রায়াল) প্রায় পৌনে এক ঘণ্টা তাঁর সাক্ষ্যগ্রহণ হয়। তবে বিচারের খুঁটিনাটি নিয়ে দু’পক্ষের আইনজীবী এজলাসের বাইরে কোনও মন্তব্য করেননি। পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডের এক বছর পরে ২ মার্চ ওই মামলার বিচার শুরু হয়। ঘটনায় মূল অভিযুক্ত কাদের খান এবং আলিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের বিরুদ্ধে চার্জও গঠন করা যায়নি।

বিধায়কের চিকিৎসা রিপোর্ট কোর্টে
এসএসকেএম হাসপাতালের সার্জেন সুপার বুধবার সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের চিকিৎসার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন। গৌরাঙ্গবাবু বিধানসভায় আক্রান্ত হন। তিনি মামলা করে বলেন, তাঁর উপরে আক্রমণের পরে স্পিকার ব্যবস্থা নেননি। পিজি-কর্তৃপক্ষও যথাযথ চিকিৎসা না-করেই তাঁকে ছেড়ে দেন। পরে বেসরকারি হাসপাতালের পরীক্ষায় তাঁর কপালের হাড়ে চিড় ধরা পড়ে। তিনি বেসরকারি হাসপাতালের রিপোর্টও আদালতে জমা দেন। অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় বলেন, পিজিতে গৌরাঙ্গবাবুর চিকিৎসা হয়েছিল। আবেদনকারী চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেননি, বলেছেন, যথাযথ চিকিৎসা হয়নি। তাঁর বক্তব্য, দু’টি রিপোর্টে ফারাক থাকতে পারে। কিন্তু কোন রিপোর্টটি ঠিক, হাইকোর্ট তা নির্ধারণ করতে পারে না। আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, চিকিৎসার জন্য গৌরাঙ্গবাবুকে এইমসে নিয়ে যাওয়া হয়েছে। সেই রিপোর্টও জমা দেওয়া হবে।

বিধাননগরে ‘গুলি’
বিধাননগরের মহিষবাথানে একটি স্কুল সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে গুলি চলেছে, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিধাননগর পুলিশ কমিশনারেট অবশ্য বিষয়টি স্বীকার করেনি। বাসিন্দারা জানান, মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মহিলারা জড়ো হন। অভিযোগ, অনুষ্ঠান বানচাল করতে রাতে স্থানীয় কিছু যুবক ঝামেলা করার চেষ্টা করছিল। তখন দু’রাউন্ড গুলি চলে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ করেনি। স্থানীয় কাউন্সিলর তৃণমূলের চামেলি নস্করও বাসিন্দাদের অভিযোগ সমর্থন করেছেন। বাসিন্দাদের অভিযোগ, বুধবারও দিনভর ওই যুবকেরা এলাকাতে ঘুরেছে।

কৌঁসুলির নামে মামলা খারিজ
আইনজীবী অরুণাভ ঘোষের বিরুদ্ধে এক তৃণমূল-সমর্থকের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বাণীব্রত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি মামলা করে বলেন, অরুণাভবাবু বিভিন্ন সভা ও টিভিতে তৃণমূল এবং ওই দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। আবেদনকারী জানান, তিনি বিধাননগর পশ্চিম থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ এফআইআর করেনি। শুনানিতে দেখা যায়, বিধাননগর কমিশনারেট তদন্ত করেছে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ ব্যবস্থা নিয়েছে। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ টেকে না।

ঘরের ঝগড়ায় মহিলা খুন
দেওর ও জায়ের ঝগড়া ঠেকাতে গিয়ে প্রাণ গেল এক মহিলার। পুলিশ জানায়, নিহতের নাম কুসুমাদেবী বাল্মীকি (৫০)। বুধবার বিকেলে লেনিন সরণিতে নিজেদের বাড়িতে কুসুমাদেবীর দেওর বাবুলাল এবং তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। থামাতে যান কুসুমাদেবী ও তাঁর স্বামী নেত্রপাল। মানসিক ভারসাম্যহীন বাবুলাল ছুরি দিয়ে কুসুমাদেবী ও নিজের স্ত্রীকে আঘাত করেন বলে অভিযোগ। নীলরতন সরকার হাসপাতালে রাতে মারা যান কুসুমাদেবী। তাঁর মাথায় ভারী জিনিসের আঘাতের চিহ্নও ছিল। বাবুলালের বাড়ির লোকজন প্রথমে পুলিশকে জানান, ধারালো জিনিসের উপরে পড়ে জখম হন কুসুমাদেবী। পরে জেরায় আসল ঘটনার কথা জানা যায়।

চরস-সহ ধৃত ১
সাত কিলোগ্রাম চরস-সহ এক যুবককে গ্রেফতার করা হল। মঙ্গলবার একবালপুর থেকে ধরা হয় তাকে। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ নাসিম (২৮)। সে একবালপুর থানা এলাকার মোমিনপুর রোডের বাসিন্দা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.