চড়-কাণ্ডে ক্ষমা চাইলেন তৃণমূল সদস্য |
চাপান-উতোরের পরে পঞ্চায়েত সচিবের কাছে ক্ষমা চাইলেন চড়-কাণ্ডে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম হান্নান নবি। বুধবার দুপুরে তৃণমূল নেতাদের একাংশ তাঁকে জয়কৃষ্ণপুর গ্রামের দখলবাটি পঞ্চায়েতে নিয়ে যান। সেখানেই পঞ্চায়েত সচিব রাজকুমার মাঝির কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। এ দিন তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ না করা গেলেও ঘটনার দিন তিনি দাবি করেছিলেন, “আমি কিছুই করিনি।” ছেলের ট্রেড লাইসেন্সের জন্য পঞ্চায়েত সমিতির ওই তৃণমূল সদস্য পঞ্চায়েত সচিবকে চড় মেরে বলেছিলেন বলে অভিযোগ উঠেছিল সোমবার। পঞ্চায়েত সচিব রাজকুমার মাঝি পরবর্তীতে বিডিও এবং পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এই চড় মারাকে কেন্দ্র করে প্রকাশ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বিডিও এবং পঞ্চায়েত প্রধানের মধ্যে। রাজকুমারবাবু বলেন, “এক জন পঞ্চায়েত সমিতির সদস্য এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। আর এলাকার মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হয়। পঞ্চায়েত সমিতির সদস্য যখন তাঁর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন, তখন তাঁকে ক্ষমা করে দেওয়াটাই বাঞ্চনীয়।” তিনি জানান, আজ বৃহস্পতিবার ব্লক অফিসে পঞ্চায়েত কর্মীদের মাঝে বিষয়টির সমাধান করা হবে। সেখানে ৯টি পঞ্চায়েতের কর্মীরা থাকবেন। রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান বলেন, “প্রধানের সামনেই ঘটনাটি ঘটেছে। উচিত ছিল তাঁরই ব্যবস্থা নেওয়া। যাই হোক বিষয়টি নিয়ে আজ আলোচনা হবে।” পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মণ্ডল বলেন, “এ দিন কী হয়েছে জানি না।”
|
দলীয় একটি মিছিলে যোগ দিতে যাওয়ার সময়ে সিপিএমের জেলা কমিটির সদস্য ও এক পার্টি সদস্যকে মারধর, মোটরবাইক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের সিউড়ি জোনাল কমিটির সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায়ের দাবি, “মঙ্গলবার বিকেলে দলের জেলা কমিটির সদস্য তুলসী লাহা ও পার্টি সদস্য উত্তম বায়েন বাইকে করে পুরন্দরপুরে একটি মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তাঁদের তৃণমূল কর্মীরা মারধর করে ও তাঁদের বাইক ভেঙে দেয়।” তৃণমূলের সিউড়ি ২ ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, “অভিযোগ মিথ্যা। তাঁদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতে তাঁদের আঘাত লেগেছে বলে শুনেছি।” পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু |
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল ট্রাক্টরের ধাক্কায় জখম এক বালকের। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে রাজনগরের মাধাইপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম প্রিয়তম বাগদি (১১)। ওই গ্রামেই তার বাড়ি। অন্য দিকে, এ দিন সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার কলিঠা গ্রাম সংলগ্ন এলাকায় পর্যটকদের একটি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ২০ জন। পর্যটকদের বাসটি মালদহ যাচ্ছিল। জখম যাত্রীদের অধিকাংশের বাড়ি মালদহের মানিকচক এলাকায়।
|
রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার নলহাটি-মুরারই রাস্তার ধারে মুরারই থানার চাতরা হাসপাতাল সংলগ্ন এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। |