শিবরাত্রির দিন এখানেই প্রায় পঞ্চাশ হাজার মানুষের ভিড় হয়েছিল। তিন দিন ধরে চলেছিল উৎসব। বিশাল একটি ঝিল, পাশে ১০৮ ফুট উঁচু শিবের মূর্তি আর কিছু ছোট-বড় মন্দির। প্রায় দু’শো বছর আগে সাড়ে চার লক্ষ ভারতীয় শ্রমিককে আনা হয়েছিল এখানে। তখন থেকেই ভারতীয় বংশোদ্ভূতরা এই ঝিলকে ঘিরে পূজার্চনা করেন, নাম দিয়েছেন ‘গঙ্গা তালাও’। তাঁদের আবেগের কথা ভেবেই এক ঘটি গঙ্গাজল এনেছিলেন প্রণব মুখোপাধ্যায়। বুধবার তা গঙ্গা তালাওয়ে ঢেলে দিলেন তিনি। মন্দিরের পুরোহিতের কথায়, “শিবের জটা থেকে গঙ্গার সৃষ্টির সময় জলের ছিটে নাকি পড়েছিল এখানে। আজ দুই গঙ্গা মিশে গেল।”
|
মরিশাসের ভারতীয় বংশোদ্ভূতদের অধিকাংশেরই পূর্বপুরুষ এসেছিলেন বিহার থেকে। প্রেসিডেন্ট রাজকেশর কৈলাশ পূর্য়াগ ও প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের শিকড়ও বিহারে। সে কথা মাথায় রেখেই বিহারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশপ্রসাদ সিংহকে এ বার পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির প্রতিনিধি দলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিংহের নির্বাচনী কেন্দ্রেও ভোজপুরী-ভাষীদের সংখ্যা কম নয়। মরিশাস পৌঁছে প্রণব মুখোপাধ্যায় হেসে বললেন, “রঘুবংশবাবু আপনি কিন্তু ভোজপুরীতেই কথা বলবেন। আর পি এন, তুমিও তাই করো।”
|
মরিশাসে এক সময়ে বলিউডের বহু শ্যুটিং হলেও এখন আর ততটা হয় না। অথচ এ দেশের মানুষ বলিউড বলতে পাগল। মরিশাসের এক কূটনীতিক খেদ জানিয়ে বলেন, “আমরা ভেবেছি হিন্দি সিনেমার শ্যুটিংয়ের জন্য কিছু আর্থিক ছাড়ের ব্যবস্থা করব।তা হলে
ফের বলিউডের শ্যুটিং শুরু হবে এখানে।” |