সামাজিক দায় মেনেই চার্চের শীর্ষে
ত তাড়াতাড়ি যে সিদ্ধান্ত নিয়ে নেবেন কার্ডিনালরা, ভাবেননি সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া অগণিত ক্যাথলিক। হঠাৎ সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে গলগল করে সাদা ধোঁয়া। কিছু পরেই সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় এসে দাঁড়ালেন আর্জেন্তিনীয় কার্ডিনাল হোর্গে মারিও বের্গোগলিও। রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম প্রধান। নীচে পঞ্চাশ হাজার মানুষের চিৎকার ‘হাবেমুস পাপাম’। আমরা আমাদের পোপকে পেয়ে গিয়েছি।
চার্চের এক হাজার বছরের ইতিহাসে ৭৬ বছর বয়সি কার্ডিনাল বের্গোগলিও-ই প্রথম পোপ, যিনি লাতিন আমেরিকা থেকে নির্বাচিত হলেন। সারা দুনিয়া তাঁকে চিনবে ‘পোপ ফ্রান্সিস’ নামে। পোপ-নির্বাচনের জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া কার্ডিনালদের ধন্যবাদ জানিয়ে নতুন পোপ বলেন, “আপনারা অনেক দূর দেশের এক মানুষকে বেছে নিলেন।” বের্গোগলিওকে পোপ হিসেবে নির্বাচন করে কার্ডিনালদের স্পষ্ট বার্তা রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ বলে দেবে দক্ষিণের দেশগুলি। সারা পৃথিবীর ১২০ কোটি ক্যাথলিকের অধিকাংশেরই বাস দক্ষিণ গোলার্ধে। লাতিন আমেরিকাতেই থাকেন পৃথিবীর ৪০ শতাংশ ক্যাথলিক।
পোপ ফ্রান্সিস। ঘোষণার পরে। ছবি: এএফপি
বুয়েনোস এয়ারেসের প্রধান কার্ডিনাল থাকাকালীনই ‘প্রগতিশীল’ তকমা কুড়িয়েছিলেন বের্গোগলিও। শুধু ধর্মের কচকচি নয়, এক জন যাজকের প্রধান কাজ যে সামাজিক দায়বদ্ধতা পালন করা, তা নিজের জীবনযাপন দিয়েই স্পষ্ট করে দেন তিনি। গাড়ির চালক রাখেননি, বাসেও চড়তেন। রাঁধতেন নিজেই। আর বুয়েনোস এয়ারেসের চারপাশে অগণিত বস্তিতে মাঝেমধ্যেই চলে যেতেন। অতীতের স্বৈরাচারী রাষ্ট্রনায়ক থেকে হালের প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্শনার, তাঁর নিন্দার মুখে পড়েছেন অনেকেই। বের্গোগলিওর জীবনীকার সের্গিও রুবিনের কথায়, “চার্চের চার দেওয়ালের ভিতরে হোক বা বাইরে, নানা ‘বৈপ্লবিক’ কথা বললেও আসল মানুষটা অসম্ভব সাদামাঠা। যখনই কার্ডিনালদের বৈঠক হত, উনি এসে বসতেন পিছনের সারিতে। এই ধরনের বিনয় যে ভ্যাটিকানে অত্যন্ত সমাদৃত হবে, তা বলাই বাহুল্য।”
আট বছর পোপ থাকার পরে গত ২৮ ফেব্রুয়ারি ভগ্ন স্বাস্থ্যের কারণে হঠাৎ অবসর নেন পোপ ষোড়শ বেনেডিক্ট। উত্তরাধিকার হিসেবে রেখে যান, নানা সমস্যায় জর্জরিত এক রোমান ক্যাথলিক চার্চ। ৫৯৮ বছরে বেনেডিক্টই প্রথম পোপ যিনি পদত্যাগ করলেন। তাঁর নিজের নির্বাচনের সময়ে ভ্যাটিকান যতটা সময় নিয়েছিল, বা পোপ নির্বাচন সাধারণত যতটা ধীর লয়ে হয়, তার থেকে অনেক দ্রুত হয়ে গেল পোপ ফ্রান্সিসের নির্বাচন। ‘অন্য ধরনের’ পোপের জন্য এ এক ‘অন্য ধরনের’ সূচনা।

এখনও কালো ধোঁয়া ভ্যাটিকানে
সিসটিন চ্যাপেলের চিমনি থেকে এখনও বেরোচ্ছে কালো ধোঁয়া। যার অর্থ, এখনও পর্যন্ত নির্বাচিত হননি সপ্তদশ পোপ। প্রসঙ্গত উল্লেখ্য ভ্যাটিকান সিটিতে জড়ো হওয়া দেশ বিদেশের নানা কার্ডিনালের মধ্যে পাঁচ জন হলেন ভারতীয়। পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচনে তাঁদেরও থাকছে সমান ভূমিকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.