বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত আন্তঃ বিভাগ ক্রীড়ায় চ্যাম্পিয়ন হল ইতিহাস বিভাগ। রানার আপ হয়েছে দর্শন বিভাগ। মেয়েদের বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হলেন গনজ্ঞাপন বিভাগের পায়েল চৌধুরী। তিনি ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন। ছেলেদের বিভাগে শীর্ষস্থান পান বাণিজ্য বিভাগের সাবির হোসেন। তিনি ৪০০ মিটার দৌড়ে প্রথম ও লং জাম্পে ও ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছেন। স্থানীয় মনোহরবাগান মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ৪০০ প্রতিযোগী ২২টি ইভেন্টে যোগ দেন। |
বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্রদের ক্রিকেটে ২০১১-১২ বর্ষ ৫০ রানে হারাল ২০১২-১৩ বর্ষকে। প্রথমে ব্যাট করে বিজয়ী দল ১৬ ওভারে ১৯১ রান করে। দলের সোহম বেরা ১০২ ও অমিত তরফদার ৩৫ রান করেন। পরাজিত দল ১৬ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে। |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে বুধবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জিতল হরিপুর সিএ। তারা সেল আইএসপিকে ১৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সব উইকেট হারিয়ে ১৯০ রান করে। সেল ১৭৭ রানের বেশি তুলতে পারেনি।
|
|
দুর্গাপুরের এমএএমসি মাঠে হল সুপার ডিভিশন ক্রিকেট ম্যাচ। |
|