টুকরো খবর |
ক্ষতিপূরণ মিলবে কবে, স্পষ্ট হয়নি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বারবিশার জমিদাতাদের ক্ষতিপূরণ কবে মিলবে স্পষ্ট হল না। মঙ্গলবার বারবিশা ব্যবসায়ী সমিতির হলঘরে ওই বৈঠক হয়। সেখানে মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্যবসায়ীরা জানিয়ে দেন, ৩১ মার্চের মধ্যে টাকা না পেলে তাঁরা লাগাতার আন্দোলনে নামবেন। ব্যবসায়ী সমিতি সম্পাদক কার্তিক সাহা বলেন, “৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু না হলে অবস্থান অবরোধ, ধর্না, অনশন সহ লাগাতার আন্দোলনে নামা হবে।” মহাসড়ক নির্মানের কাজে বারবিশা এলাকায় ৩১ সি জাতীয় সড়কের দু’পাশে জমি অধিগ্রহন হয়। জমিদাতা ক্ষতিপূরণের টাকা না পাওয়ার অভিযোগ তুলে গত শনিবার বারবিশা এলাকায় ওই সড়ক নির্মাণের কাজ বন্ধ করেন। মহকরণ থেকে প্রশাসনের কাছে বার্তা পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচানায় বসতে বলা হয়। সোমবার বারবিশায় মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়।
|
ধর্ষণের নালিশ খতিয়ে দেখার আশ্বাস বিচারকের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতারের আগে তরুণীকে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখবেন দার্জিলিং জেলার দায়রা জজ তথা আইনি সহায়তা কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে কাপরি। সোমবার ঘটনার তথ্য জানিয়ে তাঁকে চিঠি দেয় দার্জিলিং জেলার একটি আইনি সহায়তা সংগঠন। তাদের দাবি, শীঘ্রই সংশোধনাগারে ওই তরুণীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। রাজ্য মহিলা কমিশনের সদস্যা জ্যোৎস্না অগ্রবাল জানান, ১৮ মার্চ সোমবার জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের চেয়ারম্যান-সহ একটি দলের শিলিগুড়ি সংশোধনাগারে যাওয়ার কথা। গত বৃহস্পতিবার সংশোধনাগারে নারীদিবসের অনুষ্ঠানে এক তরুণী কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যা শেফালি বাগচি’কে অভিযোগ করেন, আড়াই বছর আগে অনুপ্রবেশকারী হিসেবে তাকে গ্রেফতার করার আগে এক যুবক তাকে ধর্ষণ করে। পুলিশ ওই ঘটনায় একটি মামলা দায়ের করে। তার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
ত্রিপুরা থেকে প্রতিনিধি দল ঘুরল বাগানে
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ত্রিপুরার ক্ষুদ্র চা চাষিদের দশ জনের প্রতিনিধি দল উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ ঘুরে দেখলেন। রবিবার থেকে দলটি উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলার ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার ময়নাগুড়ির রামসাই, পদমতি এলাকায় ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠীর চা তৈরির কারখানা ঘুরে দেখেন। ওই দলে ছিলেন আগরতলা চা পর্ষদের সহকারী অধিকর্তা কমল বৈশ্য, ত্রিপুরা ক্ষুদ্র চা চাষি সংগঠনের সম্পাদক হরিশঙ্কর দেবনাথ। ত্রিপুরায় ৭ হাজার ক্ষুদ্র চা চাষি রয়েছেন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সংগঠন সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, “প্রতিনিধি দলটি উত্তরবঙ্গে ক্ষুদ্র চা চাষিদের কাজ দেখে খুশি।”
|
শাখা চালু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের ৩টি শাখা তালু হল আলিপুরদুয়ার এহং বারবিশায়। সোমবার এগুলি উদ্বোধন করেন মহকুমাশাসক। আলিপুরদুয়ার শোভাগঞ্জ শাখার ম্যানেজার রনজিৎ কুমার রায় জানান, শোভাগঞ্জ, বাদল নগর ও বারবিশা চৌপথী এলাকায় শাখাগুলি খোলা হয়। হাজির ছিলেন মহকুমাশাসক অমলকান্তি রায় ও ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ কুমার।
|
দমকল কেন্দ্রের উদ্বোধনে মমতা
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
বুধবার ময়নাগুড়ি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালসায় এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রায় ৮৫ লক্ষ টাকা খরচ করে ময়নাগুড়ি শহর সংলগ্ন দোমহনি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় দমকল কেন্দ্রের ভবন তৈরি করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ।
|
পঞ্চমে ভর্তিতে হয়রানির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চম শ্রেণিতে ভর্তিতে হয়রানির অভিযোগে শিলিগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা ছাত্র পরিষদ। শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুল ও হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে সমস্যা জটিলহয়েছে বলে সংগঠনের তরফে শুভঙ্কর সাহা জানান। তিনি জানান, ছাত্রীদের অভিভাবকদের হয়রানি করা হচ্ছে। এতে অনেক ছাত্রীর স্কুলে পড়ার ইচ্ছা নষ্ট হয়ে যেতে পারে বলে ছাত্র পরিষদের আশঙ্কা। অভিযোগ দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শক দফতরের অফিসারেরা।
|
পুড়ে ছাই দোকান
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আগুন লেগে একটি উপহার সামগ্রীর দোকান পুড়ে গেল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার নিউটাউন এলাকায়। দমকলের ৩ ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দমকলের আধিকারিক প্রদীপ সরকার জানিয়েছেন, আগুন লাগার কোনও কারণ জানা যায়নি।
|
দুর্ঘটনায় মৃত |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কৃষকের। মঙ্গলবার ভোর ছ’টা নাগাদ ফালাকাটার পাঁচ মাইল গ্রামের পাশে ফালাকাটা-মাদারিহাট পূর্ত সড়কের উপর ঘটনাটি ঘটে। মৃত কৃষকের নাম ভাবন দাস (৪৮)।
|
ধৃত ২ |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর জেরে তাঁর স্বামী ও শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার রায়কতপাড়ায়। মৃতার নাম তনুকা রায় (২৮)। এ দিন সকালে তনুকার দগ্ধ দেহ মেলে। |
|