ঋণের বোঝা নিয়ে অসীম দায়ী করলেন কেন্দ্রকেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দায় কার?
রাজ্যের বিপুল ঋণের বোঝা নিয়ে আগের বাম সরকারকে প্রতিনিয়ত কাঠগড়ায় তুলে চলেছে তৃণমূল। সোমবার সেই দায় অস্বীকার করে কেন্দ্রীয় সরকারকেই এ জন্য দায়ী করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। কংগ্রেসের শরিক থাকার সময় কেন্দ্রীয় নীতির প্রতিবাদ না-করার জন্য বিঁধলেন তৃণমূলকেও।
|
আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক
বৈঠকে প্রাক্তন অর্থমন্ত্রী।
মঙ্গলবার। —নিজস্ব চিত্র |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় নিয়ম করে অভিযোগ করেন, আর্থিক নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বাম সরকার বাজার থেকে কোটি-কোটি টাকা ঋণ নিয়ে রাজ্য চালিয়েছে। সেই অনিয়ম বন্ধ না-করার জন্য কেন্দ্রীয় সরকারকেও দায়ী করেন তিনি। মঙ্গলবার আলিমুদ্দিনে এক সাংবাদিক বৈঠকে অসীমবাবু বলেন, এই অভিযোগ করাটা তৃণমূল নেতাদের ‘অনেকটা মুদ্রাদোষে’ পরিণত হয়েছে। তাঁর দাবি, তৃণমূল সরকারে আসার আগে পর্যন্ত রাজ্যের মোট ঋণ ছিল ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। যার মধ্যে ৭৯ হাজার কোটি টাকাই স্বল্পসঞ্চয় সম্পর্কিত ঋণ। অসীমবাবুর বক্তব্য, স্বল্প সঞ্চয় প্রকল্পে রাজ্যের মানুষ যে টাকা রেখেছেন তা থেকে তাঁদের ফেরতের অংশ বাদ দিয়ে যে টাকা থাকে তার ৮০ শতাংশ ঋণ হিসেবে নেওয়া বাধ্যতামূলক। এর জন্য চড়া সুদও গুনতে হয় রাজ্যকে। অসীমবাবুর অভিযোগ, এই নীতির জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। তাঁর কথায়, “এই নীতির পরিবর্তনের জন্য আমরা বার বার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছি। আমাদের দাবির যৌক্তিকতাও মেনেও নেওয়া হয়েছে।” কিন্তু তৃণমূল কখনও এই দাবির পক্ষে দাঁড়ায়নি বলে অসীমবাবুর অভিযোগ।
ঋণের জন্য বাম সরকারকে বিঁধলেও তৃণমূল নিজে লাগামছাড়া ঋণ নিয়ে সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেন অসীমবাবু। তাঁর বক্তব্য, তাঁদের আমলে শেষ অর্থবর্ষে বাম সরকার ঋণ নিয়েছিল সাড়ে ৯ হাজার কোটি টাকা। আর এখন পশ্চিমবঙ্গ ঋণ নেওয়ার ক্ষেত্রে সব রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। ফলে দেড় বছরে রাজ্যের ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। আগামী অর্থবর্ষে তা বেড়ে দাঁড়াবে ২ লক্ষ ৪৭ হাজার কোটি টাকায়। |