টুকরো খবর
বালি খুঁড়ে মিলল দেহ
নদীর চরে বালি খুঁড়ে এক বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে পাড়া থানার শাঁকড়া গ্রাম থেকে কিছুটা দূরে হাড়াই নদীর চর থেকে ওই দেহ উদ্ধার হয়। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “নিহতের নাম অঞ্জনা বাউরি (৭) ওরফে লক্ষ্মী। শাঁকড়া গ্রামেই তার বাড়ি। খুন করার অভিযোগে তার কাকা পবিত্র বাউরিকে গ্রেফতার করা হয়েছে। কেন তিনি অঞ্জনাকে ধারাল অস্ত্র দিয়ে খুন করেন, তা জানতে চাওয়া হবে।” ওই বালিকার দাদু ভগবত বাউরি এ দিন দুপুরে পুলিশের কাছে অভিযোগ করেন, পবিত্র শনিবার অঞ্জনাকে বাড়িতেই কোনও ধারাল অস্ত্রে আঘাত করে। পুলিশ তদন্তে জানচে পেরেছে, শনিবার সকালে মেয়েটি জখম হওয়ার পরে বাড়ির লোকজন তাকে প্রথমে পুরুলিয়া সদর হাসপাতলে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মেয়েটিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। এরপর বাড়ির লোকেরা গ্রামে ফিরে নদীর চরায় দেহটি পুঁতে দেন। পুলিশ জানিয়েছে, পরিবারের বাকি লোকেরা কেন দেহটি পুলিশের কাছে না নিয়ে গিয়ে পুঁতে দিল তাও খতিয়ে দেখা হচ্ছে। অঞ্জনার গালে, মাথায়, বুকের কাছে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। রঘুনাথপুর মহকুমার ম্যাজিস্ট্রেট জিগীষেন্দ্র সিংহ, পাড়া থানার ওসি সুজিত পতির উপস্থিতিতে বালি খুঁড়ে অঞ্জনার দেহ তোলা হয়। তারপর ময়না তদন্তে পাঠানো হয়।

এটিএম থেকে টাকা উধাও
এটিএম থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পুঞ্চায়। পুঞ্চার বাসিন্দা তথা স্থানীয় এক তৃণমূল নেতা মঙ্গলবার মানবাজার থানায় অভিযোগ জানিয়েছেন, পুঞ্চায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর একাউন্ট আছে। তিনি দাবি করেছেন, এক বছর আগে এটিএম কার্ড করলেও তিনি তা ব্যবহার করেননি। গত ২১ ফেব্রুয়ারি একাউন্ট আপডেট করাতে এসে দেখেন ৮ হাজার টাকা কম রয়েছে। তার আগের দিন সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ এটিএম থেকে টাকা তোলা হয়েছে বলে ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয়। ব্যাঙ্কের শাখা প্রবন্ধক নবীন কুমার পুলিশকে জানিয়েছেন, এটিএমে রাখা ওই সময়ের ভিডিও ফুটেজ দেওয়া হবে।

কৃষি সামগ্রী বিলি
কৃষকদের সার ও কৃষি সরঞ্জাম বিলি করলেন কোবরা বাহিনীর জওয়ানেরা। মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের অদূরে ঘাটবেড়া-কেরোয়া বিদ্যালয় সংলগ্ন মাঠে বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া, গেঁড়ুয়া ও বলরামপুর-- এই তিনটি পঞ্চায়েত এলাকার ৩৮০ জন কৃষককে সাহায্য করেন সিআরপির ২০৭ ব্যাটেলিয়নের কোবরা জওয়ানেরা। উপস্থিত ছিলেন সিআরপির ডিআইজি (মেদিনীপুর) টি এন খুঁটিয়া, ওই ব্যটেলিয়নের কমান্ডান্ট দীপক তুষার বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়ার এসপি সি সুধাকর।

পুড়ল পালুই
আগুনে পুড়ে ভস্মীভূত হল পাঁচটি খড়ের পালুই। সোমবার রাতে বারিকুলের সমরপচা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাঁকুড়া থেকে দমকল এসে আগুন নেভায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.