মাওবাদী পরিচয় দিয়ে টাকা চেয়ে রেশন ডিলারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মানবাজারে। মঙ্গলবার এলাকার রেশন ডিলারদের একাংশ এ ব্যাপারে থানায় লিখিত ভাবে জানিয়েছেন। মানপুর গ্রামের বাসিন্দা রেশন ডিলার গুনধর বাউরির অভিযোগ, “এক সপ্তাহ আগে একদিন রাতে হঠাৎ আমার ফোনে মাওবাদী পরিচয় দিয়ে এক ব্যাক্তি ৫০ হাজার টাকা দাবি করে। আমি প্রথম দিকে তেমন আমল দিইনি। পরে ফোনে হুমকি দেওয়ায় ওই নম্বর থেকে ফোন এলে ধরিনি। শনিবার রাতে কয়েক জন বাড়ির দরজায় ধাক্কা মারে। ভয়ে দরজা খুলিনি। তখন ওরা দরজার ওপার থেকে, টাকা না পেলে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।” তিনি বলেন, “চিৎকার করতে ওরা পালিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে দেখি, দু’টি মোটরবাইকে চার জন যুবক এসেছিল মুখ ঢাকা ছিল। এর পরেও ওরা নম্বর পাল্টে আমাকে কয়েক বার, পুলিশের কাছে গেলে পরিণতি ভাল হবে না বলে হুমকি দেয়। সেই সব নম্বর পুলিশকে দিয়েছি।” বিসরি পঞ্চায়েতের প্রধান বনমালি বাউরি বলেন, “উনি একা আসতে ভরসা পাচ্ছিলেন না। সে কারণে মঙ্গলবার তাঁর সঙ্গে আমিও থানায় গিয়েছিলাম।”
গুনধরবাবুর দাবি, এলাকার আরও কয়েক জন রেশন ডিলার এমন হুমকি পেয়েছেন। তাঁরা তা স্বীকার না করলেও গ্রাম সূত্রে জানা গিয়েছে, দু’এক জন টাকাও দিয়েছেন। মচড়াজোড় গ্রামের বাসিন্দা ডিলার সত্য মাঝি বলেন, “আমার বাড়িতেও রাতে কয়েক জন আমার খোঁজে এসেছিল। ওই রাতে আমি বাড়িতে ছিলাম না। ভীষণ ভয়ে আছি।” পুলিশ জানায়, মাওবাদী পরিচয় দিয়ে কারা এ সব কাণ্ড করছে খোঁজ নেওয়া হচ্ছে। ফোনের সূত্র ধরে দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। |