পঞ্চায়েত অফিসের গেটের ও পঞ্চায়েত সেক্রেটারির ঘরের তালা ভেঙে এবং তার ঘরের লকার ভেঙে কয়েক হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার মছলন্দপুর-২ গ্রাম পঞ্চায়েত অফিসে। লণ্ডভণ্ড করা বয়েছে বহু নথিপত্র। সোমবার সকালবেলা স্থানীয় এক মহিলা ঝাড় দিতে এসে দরজার তালা ভাঙা দেখে খবর দেন স্থানীয় লোকজনকে। পঞ্চায়েত প্রধান তৃণমূলের পার্থ বসু জানান, প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ওই একই রাতে লুঠপাটের চেষ্টা করা হয় বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠের অফিস ঘরে এবং স্থানীয় সলুয়া-নাণ্ডলা প্রাথমিক বিদ্যালয়েও। যদিও সেখান থেকে কিছু খোয়া যায়নি বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
খুনের ঘটনার এক মাসের মাথায় বনগাঁর শিকদার পল্লীর বাসিন্দা বিজন বিশ্বাস ওরফে মোটা বাপি খুনের ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। সোমবার দুপুরে দীঘার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ধীমান রায় ওরফে বুদ্ধ ও দেবব্রত ওরফে দেব টিকাদার। ধৃতদের বাড়ি গাইঘাটার শালবাগান ও স্থানীয় ঢাকুরিয়া এলাকায়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা খুনের কথা স্বীকার করেছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে ধারালো অস্ত্র দিয়ে বিজনকে খুন করা হয়। গত শুক্রবার সকালে গাইঘাটার ধানকুনি এলাকায় একটি শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে বিজনবাবুর পচগলা মৃতদেহ উদ্ধার করা হয়। বিজনবাবুও অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তদন্তকারী অফিসারেরা। তাঁদের দাবি, পুরনো শক্রতার জেরেই এই খুন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
আগুনে ভস্মীভূত তিনটি দোকান |
আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দিঘরা বাজারে। স্থানীয় বাসিন্দারা প্রথমে চেষ্টা করলেও পরে বারাসত থেকে একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছিল আগুন। |