|
|
|
|
তছরুপের দায়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান-সহ আট |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভুয়ো জব কার্ড দেখিয়ে একশো দিনের কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল প্রধান-সহ আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিডিও। গত ২৭ ফেব্রুয়ারি তমলুক ব্লকের বিডিও মধুমালা নন্দী শ্রীরামপুর ১ গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডল, পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, কিসমত পুতপুতিয়া গ্রামের দুই সংসদ সুপারভাইজার, সংসদের সচিব ও গ্রাম রোজগার সেবক-সহ ৮ জনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে খোদ শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ ওঠায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
তমলুক ব্লকের শ্রীরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের কিসমত ও গোপীনাথপুর গ্রামে একশো দিনের কাজে রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগে গত ২০১১ সালের জুলাই-এ স্থানীয় এক বাসিন্দা জেলা প্রশাসনের কাছে তহবিল তছরুপ-সহ দুর্নীতির অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে কাজের জেলা প্রকল্প আধিকারিকের দফতর তদন্ত শুরু করে। তদন্তে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের পাশপাশি প্রকল্পে যুক্ত সরকারী কর্মী, স্থানীয় বাসিন্দাদেরও ডাকা হয়। শেষমেশ প্রশাসনিক তদন্তের রিপোর্টে দেখা যায়, জব কার্ড নিয়ে বড় দুর্নীতি হয়েছে। যাঁদের নামে জব কার্ড ইস্যু দেখানো হয়েছে, বাস্তবে তাঁদের অনেকের হাতেই কার্ড পৌঁছয়নি। এমনকী প্রকল্পে যুক্ত শ্রমিকদের কাজের প্রকৃত তথ্য মাস্টার রোলে ও পরিমাপ খাতায় ঠিক মতো উল্লেখ করা হয়নি। সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ ৪৫ হাজার ৬৪৯ টাকার সরকারি তহবিল তছরুপ হয়েছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল মণ্ডল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। প্রয়োজনে আইনি পথে যাব।” |
|
|
|
|
|