টুকরো খবর |
পিটিয়ে ধৃত স্কুলশিক্ষক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ছাত্রদের পিটিয়ে গ্রেফতার হলেন এক স্কুলশিক্ষক। মঙ্গলবার বিকেলে কাঁথি-৩ ব্লকের দেবেন্দ্র বিদ্যাসাগর হাইস্কুলে অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রকে মারধর করেন ইতিহাসের পার্শ্বশিক্ষক মিহিরশঙ্কর মান্না। খবর পেয়ে তাদের অভিভাবক ও পরিচিতেরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রহৃত চার ছাত্র অসীম গিরি, অতনু রায়, সৌরভ মাইতি ও নীলকমল গিরিকে চিকিৎসার জন্য স্থানীয় কুলবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান অভিভাবকেরা। সেখানে অবশ্য প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় তাদের। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষক, সহশিক্ষক ও পরিচালন সমিতির সদস্যরা বৈঠক বসেন। বৈঠকে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেও অভিভাবকরা তাঁকে গ্রেফতারের দাবিতে অনড় থাকেন। পরে সন্ধ্যায় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মারিশদা থানার পুলিশ স্কুল থেকেই মিহিরবাবুকে গ্রেফতার করে। প্রধান শিক্ষক আবদুল কালাম খান বলেন, “পড়া না পারায় কয়েকজন ছাত্রকে বেত দিয়ে মারধর করেন মিহিরবাবু। এর মধ্যে চার ছাত্রের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাদের ডেটল দিয়ে পরিচর্যা করা হয়। এরপর তারা টিফিনে মিড-ডে মিলের খাবার খায় ও পরে ক্লাস করে। ইতিমধ্যে অভিভাবকরা খবর পেয়ে স্কুলে চলে আসেন।”
|
ডুবে মৃত্যু দুই বোনের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল দুই বোনের। মঙ্গলবার বিকেলে মহিষাদলের আন্দুলিয়ার ভুঁইয়াসুরা গ্রামের একটি পুকুর থেকে দেহ দু’টি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতেরা হল সুপর্ণা মাইতি (১১) এবং সুস্মিতা মাইতি (৮)। সুপর্ণা স্থানীয় আন্দুলিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পঞ্চম শ্রেণি ও সুস্মিতা আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সুপর্ণা ও সুস্মিতা বাড়ির পুকুরে স্নান করতে গিয়েছিল। মা খুকুদেবী এবং বাবা শশাঙ্ক দাস কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে তাঁরা দেখেন সুপর্ণা ও সুস্মিতার স্কুলের ব্যাগ থাকলেও তারা বাড়িতে নেই। নানা জায়গায় খুঁজেও তাদের পাওয়া না গেলে পুকুরে জাল ফেলা হয়। সেখানেই দুই বোনের দেহ উদ্ধার হয়। অন্য দিকে, পুকুরে দেড় বছরের এক শিশুর দেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়াল মহিষাদলের পূর্ব শ্রীরামপুর গ্রামে। মৃতের নাম অরুণ দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে খাওয়ার পর ঘুম থেকে উঠে ছোট্ট অরুণ বাড়ির সকলের চোখ এড়িয়ে পুকুরে নেমে যায়। অনেকক্ষণ ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়।
|
মোটর বাইক থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হল। মঙ্গলবার বিকেলে বেলপাহাড়ির শিলদার কাছে বড়আড়ায় ঘটনাটি ঘটে। মৃত শিক্ষিকার নাম দীপালি সামন্ত (৩০)। তিনি বেলপাহাড়ির এঁটেলা জুনিয়র হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা ছিলেন। দীপালিদেবীর বাড়ি পূর্ব মেদিনীপুরের মেচেদায়। চাকরি সূত্রে শিলদায় ভাড়াবাড়িতে থাকতেন তিনি। এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ স্কুল ছুটির পর স্কুলেরই টিচার ইন-চার্জ যামিনীকান্ত মণ্ডলের মোটর সাইকেলের পিছনে চেপে শিলদার উদ্দেশে ফিরছিলেন দীপালিদেবী। ওই সময় বড়আড়া এলাকায় ছাগল নিয়ে এক বৃদ্ধা বাঁকুড়া-শিলদা রাজ্য সড়ক পার হচ্ছিলেন। ওই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল সমেত রাস্তার পাশে একটি গর্তে ঢুকে যান যামিনীকান্তবাবু। পিছনের সিটে থাকা দীপালিদেবী ছিটকে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। মোটর সাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধাও আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় দীপালিদেবীকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সোমবারি বাস্কে নামে বড়আড়া গ্রামের ওই বৃদ্ধাকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর যামিনীকান্তবাবুকে ছেড়ে দেওয়া হয়।
|
ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের ভাঙচুর-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেনে কাটা পড়ে মৃত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়ে অধিকর্তাকে ঘেরাও করল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। মঙ্গলবার বিকেল থেকে ঘেরাও চলে রাত আটটা পর্যন্ত। ঘেরাও চলাকালীন ছাত্ররা ভাঙচুরও চালায় বলে অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে অধিকর্তা ঘেরাও মুক্ত হন। গত শুক্রবার কলেজের চতুর্থ বর্ষের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের ছাত্র প্রমোদ কুমার কোলাঘাট ও মেচেদা স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে মারা যান। বিহারের সুলতানগঞ্জের বাসিন্দা প্রমোদ কুমারের পরিবারের অর্থিক অবস্থা ভাল নয়। তাই এডুকেশন লোন নিয়েছিলেন তিনি। ওই ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে এই দাবি তুলে এ দিন বিকালে তাঁর সহপাঠীরা কলেজের প্রশাসনিক ভবনে অধিকর্তাকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। কলেজের অধিকর্তা নরেন্দনাথ জানা ছাত্রের মৃত্যুতে সহানুভূতি জানিয়ে বলেন, “ছাত্রদের দাবি যুক্তিসঙ্গত। ওই পরিবারকে কী ভাবে সাহায্য করা যায়, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। তবে ছাত্ররা যে ভাবে ভাঙচুর চালিয়েছে তা সমর্থনযোগ্য নয়।”
|
ট্রেন ছাড়তে দেরি, যাত্রীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভ দেখালেন যাত্রীরা। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে দিঘা ও রামনগর স্টেশনে। ক্ষুব্ধ জনতা স্টেশনে ভাঙচুরও চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রী বিক্ষোভের জেরে রেল কর্তৃপক্ষ হাওড়া থেকে দুপুরের দিঘাগামী ও দিঘা থেকে সন্ধ্যার হাওড়াগামী কাণ্ডারী এক্সপ্রেস বাতিল করতে বাধ্য হন। রেল পুলিশ সূত্রে খবর, সোমবার দিঘা স্টেশন থেকে বেলা ১১টায় হাওড়াগামী তাম্রলিপ্ত সুপার ফাস্ট ট্রেনটি ছাড়ার কথা ছিল। দুপুর ২টোতেও ট্রেন না ছাড়ায় ক্ষোভ ছড়ায়। দিঘা স্টেশন থেকে জানানো হয়, তমলুকের কাছে লাইনে কাজ চলছে। তমলুক স্টেশন থেকে বার্তা না পাওয়া ট্রেন ছাড়া অসম্ভব। এরপরই উত্তেজিত জনতা ভাঙচুর করে।
|
টোল কমানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সোনাপেতার টোলপ্লাজায় অচলাবস্থা চলছেই। এরই মধ্যে টোল ট্যাক্স কমানোর দাবিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাস মালিকরা। পূর্ব মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ দিন জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলাশাসক এ বিষয়ে টোল আদায়কারী সংস্থা ও বাস মালিক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হাই খান, সহ-সভাপতি দিলীপ মেটিয়ারা বলেন, হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে বাসের জন্য যে টোল ধার্য করা হয়েছে, তাতে বিভিন্ন রুটের বাস মালিকদের আর্থিক সমস্যায় পড়বেন। ওই টোলের পরিমাণ কমাতে আমরা জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছি। প্রসঙ্গত, গত শনিবার সকাল থেকে তমলুকের সোনাপেতায় বাসের টোল কমানোর দাবিতে বিক্ষোভ দেখায় বিভিন্ন বাস মালিক সংগঠন। বিক্ষোভের জেরে টোল আদায় বন্ধ হয়ে যায়। এখনও তা চালু হয়নি।
|
দুঃস্থ পড়ুয়াদের জন্য হোম
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
হোমের উদ্বোধনে মন্ত্রী। ছবি তুলেছেন দেবরাজ ঘোষ। |
‘দুধকুণ্ডি রাষ্ট্রীয় কল্যাণ আবাস’ নামে মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের রাজাবাসায় একটি সরকারি হোমের উদ্বোধন করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে তৈরি দুধকুণ্ডির ওই সরকারি হোমে অনাথ ও দুঃস্থ প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের রাখা হবে বলে মন্ত্রী জানান। প্রথম পর্যায়ে একশো জন থাকবে। আবাসিকদের থাকা-খাওয়া ও পড়াশুনোর দায়িত্ব বহন করবে জনশিক্ষা প্রসার দফতর। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জনশিক্ষা প্রসার দফতরের প্রধান সচিব রিনচেন টেম্পো ও সচিব রামপদ বিশ্বাস, জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ প্রমুখ।
|
মোটর বাইক চুরি চক্রে তিন দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মোটর বাইক চুরি চক্রে জড়িত অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। সোমবার রাতে মহিষাদলের গোপালপুর থেকে মোটর বাইক-সহ ওই তিন জনকে ধরা হয়। ধৃত সঞ্জিত হালদার, গণেশ গুছাইত ও মানস মান্না হলদিয়ার পদ্মপুকুরের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটর বাইক চুরি চক্রে জড়িত অভিযোগে দুষ্কৃতীদের বিষয়ে খবর ছিল পুলিশের কাছে। তাই সাদা পোশাকে মহিষাদল থানার পুলিশ আগেভাগেই হাজির ছিল মহিষাদলের গোপালপুর এলাকার একটি মদের দোকানে। কিছু সময় পর দু’টি মোটর বাইকে ছ’জন দুষ্কৃতী ওই দোকানে এলে তাঁদের পাকড়াও করে পুলিশ। তবে বাকি তিন জন পালিয়ে যায়। ধৃতদের থেকে একটি মোটর বাইক ও দু’টি ভোজালি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ির মধ্যেই গলায় শাড়ির ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে তমলুক শহরের বাড় পদুমবসান এলাকায়। মৃত যুবকের নাম আশিস সাউটিয়া (২৫)। আশিস মেচেদার একটি দোকানে কাজ করতেন। এ দিন সকালে বাড়ির অন্যেরা দেখতে পান ঘরের মধ্যে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে আশিসের দেহ। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন।
|
রামানুজন স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিশিষ্ট গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হল। এই উপলক্ষে গত রবিবার মেদিনীপুর কলেজে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিজ্ঞান মঞ্চের পক্ষে বাবুলাল শাসমল জানান, বছরভরই নানা অনুষ্ঠান হবে। |
|