দুই বন্ধুর দুই ভূমিকা! কোচের বন্ধু এএফসি ম্যাচ পকেটে পোরার টোটকা হাতে তুলে দিয়েও ম্যাচে থাকছেন না। আর ফুটবলারদের কলকাতায় থাকা সতীর্থ পেন-ওপারাদের কানে বাজিয়ে দিলেন বড় ম্যাচের দুন্দুভি।
ফল হো চি মিন-এর দেশেও এএফসি কাপের আসরে ইস্টবেঙ্গল শিবিরে ঢুকে পড়ল শিল্ড সেমিফাইনালের ডার্বি। অর্থাৎ রবিবারের আসন্ন মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ।
মালয়েশিয়ার সেলাঙ্গর এফসি-কে ঘরের মাঠে হারিয়ে এএফসি কাপে অভিযান শুরু করেছিল ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গল। বুধবার পেন-ওপারাদের প্রতিপক্ষ ভিয়েতনামের সায়গন জুয়ান থান এফসি।
সায়গনের বিরুদ্ধে মাঠে নামার আগে হোমওয়ার্ক প্রায় সারা লাল-হলুদ কোচের। কিন্তু যার সহায়তায় প্রতিপক্ষকে মেপে নিয়েছেন মর্গ্যান, সেই বন্ধু স্টিভ ডার্বি অবশ্য মাঠে থাকছেন না। ভিয়েতনাম থেকে আনন্দবাজারকে ই-মেল বার্তায় তা জানানোর পাশাপাশি মর্গ্যানের সোজাসাপটা প্রতিক্রিয়া, “দলে কোনও চোট-আঘাত নেই। ছেলেরা জানে এএফসি ম্যাচের গুরুত্ব। তাই আলাদা করে মোটিভেশন জোগানোর কোনও প্রশ্ন নেই।” তবে মর্গ্যান খুশি মাঠ দেখে। মঙ্গলবার সকালে হালকা অনুশীলন হয়েছে। বাকি সময়টা হোটেলেই বিশ্রাম নিয়েছে দল।
কিন্তু বুধবারের এএফসি ম্যাচ খেলে কলকাতায় পা দেওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যেই তো ফের বড় ম্যাচ। ফুটবল মগজের লড়াই মোহন কোচ করিম বেঞ্চারিফার সঙ্গে। ইস্টবেঙ্গল কোচ কোনও প্রতিক্রিয়া না জানালেও চিডি, সঞ্জুরা বলছেন, “সায়গন ম্যাচের পর ভাবা যাবে।”
ভিয়েতনামে থাকলেও শিল্ড সেমিফাইনালে প্রতিপক্ষ কে, তা জানতে মেহতাব-ওপারাদের মন কিন্তু পড়েছিল শহরেই। বিকেলেই কলকাতায় থাকা সতীর্থ অ্যালভিটো ডি’কুনহার কাছে চলে আসে উগা ওপারার ফোন। দলের রক্ষণের স্তম্ভকে অ্যালভিটো জানিয়ে দেন, রবিবার শিল্ড সেমিফাইনাল মোহনবাগানের বিরুদ্ধে। সঙ্গে সতর্ক বার্তা, “সায়গনের বিরুদ্ধে যেন কেউ চোট না পায়।” যদিও শিলিগুড়িতে শিল্ডের গ্রুপ-এ সেরা হয়ে ভিয়েতনাম উড়ে যাওয়ার আগেই সেমিফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে মোহনবাগানকেই ধরেছিলেন ওপারা-পেন-মেহতাবরা। তাই দরজায় বড় ম্যাচ কড়া নাড়ার মুহূর্তে ভিয়েতনাম থেকে ওপারার প্রতিক্রিয়া, “আগে সায়গন ম্যাচ জিতে ফিরি। তার পর ওডাফাদের নিয়ে ভাবা যাবে।”
ইস্টবেঙ্গল কোচও বড় ম্যাচের আগে গুরুত্ব দিচ্ছেন সায়গন জুয়ান থানকে। ভিয়েতনামে সাংবাদিকদের তিনি বলেছেন, “এএফসি কাপেও ভাল ফল করতে মরিয়া ছেলেরা।” দু’বছর আগে ভিয়েতনামের দলের বিরুদ্ধে বিটিভি কাপে ইস্টবেঙ্গল কোচ হিসাবে লড়াই হেরেছিলেন মর্গ্যান। সে কথা ভোলেননি। বলছেন, “সায়গন জুয়ান থানও প্রথম ম্যাচ জিতেছে। সিঙ্গাপুরের তাম্পাইন্স রোভার্সের বিরুদ্ধে। তবে আমরাও তিন পয়েন্টের জন্যই মাঠে নামব।”
মর্গ্যানের মতোই বিপক্ষ সম্পর্কে অল্প স্বল্প তথ্য রয়েছে সায়গনের দলটির কোচ লু দিন তুয়ানের। গ্রুপ ‘এইচ’-এ তিন পয়েন্ট সংগ্রহ দু’দলেরই। পরের রাউন্ডে যেতে তাই জয়ের জন্য ঝাঁপাবে দু’দলই।
|
বুধবার
এএফসি কাপ:
ইস্টবেঙ্গল : সায়গন জুয়ান থান
(হো চি মিন সিটি, ভারতীয় সময় বিকেল ৫-০০) |