টুকরো খবর
পেঙ্গুইনের দেশে গন্ডার সংরক্ষণের বার্তা

পিছনে সারি সারি পেঙ্গুইন। দক্ষিণ মেরুতে গন্ডার সংরক্ষণের বার্তা নিয়ে অসমের ঋতুরাজ ফুকন।
পিছনে পেঙ্গুইনের সারি। সামনে গন্ডার সংরক্ষণের বার্তা-সহ অসমের পরিবেশপ্রেমী ঋতুরাজ ফুকন। গন্ডার বাঁচাবার বার্তা নিয়ে দক্ষিণ মেরুতে হাজির হয়েছেন রাজ্যের পরিবেশকর্মী তথা গ্রিন গার্ড সংগঠনের প্রধান সচিব ঋতুরাজ। বিশ্ব-উষ্ণায়ন, মেরু প্রদেশে বরফ গলা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে রবার্ট সোয়ান প্রতিষ্ঠিত ‘২০৪১’ সংস্থা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা পরিবেশকর্মীদের দক্ষিণ মেরু নিয়ে যায়। সোয়ান দুই মেরুতে একাধিকবার অভিযান চালানো পরিবেশবিদ। প্রকৃতির প্রতিকূলতার প্রভাব ও দুর্লভ বণ্যপ্রাণীদের টিঁকে থাকার লড়াই সরেজমিনে দেখা ও বিভিন্ন দেশে বিপন্ন প্রাণীদের সংরক্ষণ সম্পর্কে অভিজ্ঞতা ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করার উদ্দেশেই এই অভিযানের আয়োজন। এ বছর বিশ্বের তিরিশ জন বাছাই বিজ্ঞানী, পরিবেশবিদের দলে নগাঁও জেলার ঋতুরাজ স্থান পেয়েছেন। দলে আছেন আরও ৭ ভারতীয়। ৩ মার্চ আর্জেন্তিনার ‘বিগল চ্যানেল’ থেকে তাঁদের ‘সি-স্পিরিট’ জাহাজ যাত্রা শুরু করে। রবিবার তাঁরা দক্ষিণ মেরুতে পা রাখেন। সেখানেই ঋতুরাজ অসমের একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের বার্তা বাকি ভারতীয় প্রতিনিধি ও রবার্ট সোয়ানের সঙ্গে ভাগ করে নিলেন।

গণপ্রহারে ফের নিহত চিতাবাঘ
পুলিশ ও বন বিভাগের চোখের সামনেই, কুপিয়ে হত্যা করা হল একটি চিতাবাঘকে। গত কাল বিকেলের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, শিবসাগর জেলার গেলেকিতে টিফুক চা বাগানে একটি অসুস্থ চিতাবাঘ ঢুকে পড়ে। চিতাবাঘের আচরণে অস্বাভাবিকতা ছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পুলিশকে চিতাবাঘের কথা জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, বাঘটি যখন-তখন লাফ দিচ্ছে, কখনও ধুঁকছে। পুলিশের সন্দেহ, সম্ভবত বিষক্রিয়ার ফলেই চিতাবাঘটি অস্বাভাবিক ব্যবহার করছিল। এরপর বনরক্ষীরা ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে চা-বাগানের শ্রমিকরা চিতাবাঘ দেখতে ভিড় করেছে। মুষ্টিমেয় পুলিশ ও বনরক্ষীর বাধা না মেনে কয়েকজন চিতাবাঘ দেখতে তার কাছাকাছি যায়। তখনই চিতাবাঘের থাবায় এক পুরুষ ও এক মহিলা বাগান কর্মী জখম হয়। মহিলার জখম গুরুতর। এরপরেই বাগান কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। বনরক্ষীরা জানায়, সন্ধ্যায় কাজিরাঙা থেকে পশু উদ্ধার কেন্দ্রের প্রতিনিধিরা এলাকায় পৌঁছন। তাঁরা চিতাবাঘটিকে ঘুম পাড়াবার আগেই সশস্ত্র শ্রমিকরা দা, কুড়ুলের আঘাতে তাকে হত্যা করে। পশু চিকিৎসক অভিজিৎ ভাওয়াল বলেন, “পুলিশ ও বনরক্ষীরা জনতাকে সামলাতে পারেনি।”

বরাহনগরের ঝিল পরিদর্শন
বরাহনগর পুরসভার এক প্রতিনিধি দল মঙ্গলবার ১১ নম্বর ওয়ার্ডের ঝিল পরিদর্শনে যান। ঝিল ভরাট করে কোনও প্রোমোটিং হবে না বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই বরাহনগর পুরসভা কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। চেয়ারম্যান কাউন্সিল সদস্য ব্রজেন মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল জায়গাটি পরিদর্শন করে। তাঁরা দেখেন, ভরাট জমিতে পাঁচিল দেওয়ার জন্য মাটি খোঁড়া হয়েছে। পুর-প্রধান অপর্ণা মৌলিকের অভিযোগ, “বেআইনি নির্মাণ যা হওয়ার সবই বামেদের আমলে হয়েছে। নতুন করে কিছু হয়নি।” তা হলে নতুন করে প্রোমোটার চক্র সক্রিয় হল কী করে? এই প্রশ্ন তুলে স্থানীয় সিপিএম নেতা কাউন্সিলর সুকান্ত পাল বলেন, “সিপিএমের খারাপ কাজ সংশোধন করার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল। তা হলে কেন ফ্লাই-অ্যাশ তুলে ফেলে ঝিলটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পুরসভা সচেষ্ট হচ্ছে না? খাস জলা জমির কথা জেনেও কেন মিউটেশন দেওয়ার চেষ্টা হচ্ছে?” তাঁর আরও অভিযোগ, “প্রোমোটার চক্র স্থানীয় দত্ত পুকুরের একাংশেও প্রোমোটিং-এর চেষ্টা করছে।” এর বিরুদ্ধে অভিযোগ তুলে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আলপনা নাহা বলেন, “জলা ভরাট করে কোনও নির্মাণ কাজ করলে দলমত নির্বিশেষে মানুষ বাধা দেবে।” এ দিন তিনটি ওয়ার্ডের পাঁচশো মানুষের স্বাক্ষর সমেত অভিযোগপত্র পুরসভায় জমা পড়েছে।

গজলডোবায় হাতির অস্বাভাবিক মৃত্যু
ছবি: দীপঙ্কর ঘটক
বছর পাঁচেকের এক হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বৈকন্ঠপুর ডিভিশনের গজলডোবা বিটে হাতিটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। জঙ্গল লাগোয়া গজল়ডোবা ৭নম্বর এলাকার আলুর খেতের সামনে। সোমবার রাত ৩টে নাগাদ ৯-১০টি হাতি হানা দেয় আলু খেতে। খেতের পাশে চাষিদের একাংশ বিদ্যুতের তার লাগিয়ে দেন। তাতে তড়িদাহত হয়ে হাতিটির মৃত্যু হয় বলে সন্দেহ পরিবেশপ্রেমীদের। বনপাল পি টি ভুটিয়া, বৈকন্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই ঘটনাস্থলে যান। পি টি ভুটিয়া বলেন, “এটি একটি স্ত্রী হাতি। কী ভাবে এটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তে বোঝা যাবে।” এর আগে ২০০৮ সালে গজলডোবা সংলগ্ন ধুমসিগাড়ায় বিদ্যুতে ফেন্সিং-এ একটি হাতির মৃতদেহ উদ্ধার করেছিল বন দফতর। ওদলাবাড়ির পরিবেশপ্রেমী নাফসার আলি, সুজিত দাস জানান, বন্যপ্রাণ নিয়ে সার্বিক সচেতনতা না বাড়লে এই সমস্যার সমাধান করা যাবে না।

ট্রাক আটক, গ্রেফতার ৩
চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করল রাইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হল ট্রাকের চালক-সহ তিন জনকে। উদ্ধার হল লক্ষাধিক টাকার শাল, আম, আকাশমণি কাঠ। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রাইপুর নববাজার এলাকা থেকে ওই চোরাই কাঠবোঝাই ট্রাকটি ধরা হয়। ধৃতেরা হলেন ট্রাক চালক বিষ্ণুপুরের সোনাডাঙা গ্রামের সাবির মণ্ডল, রাইপুরের ধানাড়া গ্রামের অজিত মণ্ডল এবং ওন্দার পুনিশোলের জুমবার আলি দালাল। রাইপুর থানার আইসি দেবাশিস নাথের দাবি, ওই চোরাই কাঠ ধানাড়া থেকে ওন্দার পুনিশোলে পাচার করা হচ্ছিল। শাল, আম, আকাশমণি গাছের ৯৫টি বিভিন্ন মাপের কাঠের টুকরো উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হয়।

কুকুর মারার অভিযোগ
পড়শির কুকুরকে গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সিউড়ির পুরন্দরপুর গ্রামে ঘটনাটি ঘটে। কুকুরের মালিক জয়রাম মাহারা থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, পশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জয়রামবাবুর অভিযোগ, “অন্য দিনের মতো এ দিনও সকালে কুকুরটিকে বিস্কুট খাওয়ানো হয়। বিস্কুট খেয়ে সে আমাদেরই বাগানে গিয়েছিল। তখনই তাকে গুলি করে মেরে ফেলেন মধুসূদন মণ্ডল।” মধুসূদনবাবু অবশ্য দাবি করেছেন, “ওটা বাড়ির পোষা কুকুর, তা জানতাম না। সোমবার একটা রাস্তার কুকুর এসে আমার বড়ির মুরগি ধরে নিয়ে যায়। মঙ্গলবারও আমার মুরগির ঘরে ঢুকলে আমি ভয় দেখাতে গুলি চালাই। দুর্ভাগ্যবশত গুলিটা কুকুটার গায়ে লেগে যায়।”

কাঠ উদ্ধার
পিক আপ ভ্যান আটক করে ২ লক্ষ টাকার শাল কাঠ উদ্ধার করল বন বিভাগ। একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়েও ১ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠও উদ্ধার হয়। দুটি ঘটনাই ঘটেছে গত সোমবার রাতে। পিকআপ ভ্যানটি বনকর্মীদের তাড়ায় পালানোর চেষ্টা করলে চালসার বনকর্মীরা গাড়ি ধরে ফেলেন। নাগরাকাটার শুল্কাপাড়ায় ছোট গাড়িটি আটক করে বন বিভাগ।

উদ্ধার বাক্সবন্দি ময়াল
বাক্সবন্দি একটি ময়াল সাপ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে, বারুইপুর বাইপাস এলাকা থেকে। পুলিশ জানায়, রাস্তার পাশে একটি বাক্স পড়ে থাকতে দেখে বারুইপুর থানায় খবর দেন এলাকাবাসীরা। পুলিশ বাক্সটি খুলে দেখে প্রায় সাড়ে পাঁচ ফুটের একটি ময়াল সাপ রয়েছে তার মধ্যে। পাশে একটি লোহার বালতিতে মেলে একটি চন্দ্রবোড়া সাপও। সাপ দু’টি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.