চিত্র সংবাদ |
জিভে জল... তৃষ্ণার শান্তি। মঙ্গলবার, আলিপুর চিড়িয়াখানায়। ছবি: রণজিৎ নন্দী।
|
বনগাঁয় ইছামতী নদীর পাড়ে মঙ্গলবার
এই চন্দ্রবোড়া সাপটিকে ধরে এক যুবক।
পরে সেটিকে বন দফতরের হাতে
তুলে দেওয়া হয়।—নিজস্ব চিত্র। |
সোমবার রাতে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লি
এলাকায় একটি বাড়ির উঠোনে ঢুকে পড়ে এই
চন্দ্রবোড়া সাপটি। সাপটিকে উদ্ধার করে মিনি
চিড়িয়াখানায় রাখা হয়েছে। মঙ্গলবার নিজস্ব চিত্র। |
|
জল দূষণ। মেদিনীপুরের কংসাবতী নদীতে। ছবি: কিংশুক আইচ
|
বন দফতরের খাঁচায় গত ৪ মার্চ পিরখালি-১ জঙ্গল থেকে ধরা পড়েছিল এই বাঘিনিটি।
বন দফতর
সূত্রে জানা গিয়েছে, বনকর্মীরা লক্ষ্য করেন, বাঘিনিটি জঙ্গলের ধারে খুঁড়িয়ে খুঁড়িয়ে
চলাফেরা করছে। চিকিৎসা করার জন্য খাঁচা পেতে তাকে ধরা হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের
আধিকারিক সৌমিত্র দাশগুপ্ত বলেন, “বাঘিনিটির বাঁ পায়ে সমস্যা রয়েছে। ওর চিকিৎসা হচ্ছে
সজনেখালি রেঞ্জ অফিসে। চিকিৎসায় সাড়াও দিচ্ছে ও। কয়েক দিন পরেই
ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” ছবি: সামসুল হুদা। |
|