|
|
|
|
রাজ্যপাল বদলে ক্ষুব্ধ মানিক |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
তাঁর সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই ত্রিপুরায় রাজ্যপাল বদলির ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি ক্ষোভ গোপন রাখেননি। আজ আগরতলায় সাংবাদিকদের সামনেই মানিকবাবু বলেন, “কেন্দ্র যেভাবে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন তা যেমন অবাঞ্ছিত, তেমনই অন্যায়।” উল্লেখ্য, হঠাৎ করেই ত্রিপুরার রাজ্যপাল পদ থেকে ডি ওয়াই পাটিলকে সরিয়ে বিহারের রাজ্যপাল দেবানন্দ কোঁয়ারকে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার কার্যত জানতে পেরেছে। এরপরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্দেকে।
মানিকবাবু বলেন, “সম্ভবত গত ৭ মার্চ শিন্দে আমায় ফোন করেন। নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়ে বলেন। আমি বলি, গত কালই নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। আগামী ১৫ মার্চ সদ্য গঠিত বিধানসভা প্রথম বসবে। বাজেট অধিবেশন। সেদিন রাজ্যপালের ভাষণ। সেই ভাষণও কার্যত তৈরি হচ্ছে। তার উপর রাজ্যপাল এই মুহূর্তে রাজ্যে নেই। সুতরাং এখনই রাজ্যপাল পরিবর্তন করাটা ঠিক হবে না।” মানিকবাবুর বক্তব্য, “এর পরে দিল্লিতে রাজ্যে রেসিডেন্ট কমিশনার গত ৯ মার্চ যখন রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে আমাদের জানায়, আমি স্তম্ভিত হয়ে যাই। কেন্দ্র তাদের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।” মানিকবাবু মুখ্যমন্ত্রী পদে এই নিয়ে চার বার। তাঁর আগের অভিজ্ঞতার নিরিখে তিনি সাংবাদিকদের বলেন, “১৫ বছর ধরে দেখছি, রাজ্যপাল নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপর কয়েকটি নাম রাজ্যের বিবেচনার জন্য পাঠানো হয়। রাজ্য তাদের পছন্দ কেন্দ্রকে জানায়। কেন্দ্রীয় সরকার তাঁকেই রাজ্যপাল হিসেবে সেই রাজ্যে নিযোগ করে। এটাই প্রথা।” মানিকবাবু না বললেও, রাজনৈতিক স্তরে বিষয়টি নিয়ে সিপিএম দিল্লিতে, বিশেষ করে সংসদে প্রতিবাদ জানাবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। |
|
|
|
|
|