টুকরো খবর |
যুবকের খণ্ডিত দেহাংশ মিলল |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
শিলচর শহরের শঙ্করদিঘির পাড়ে পড়েছিল দুই উরু ও দুই হাতের কাঁধ থেকে কনুই পর্যন্ত। ১৬-১৭ কিলোমিটার দূরে সোনাবাড়িঘাটে মিলল মুন্ডু ও হাত-পায়ের নীচের অংশ। পায়ের পাতা আর বুক উদ্ধার হয় শহরেরই লোচন বৈরাগী রোডে। এখনও পেট-সহ অন্যান্য প্রত্যঙ্গের হদিশ মেলেনি। খুনের পর টুকরো টুকরো করে এখানে-ওখানে ফেলার মতো নৃশংস ঘটনা এর আগে বরাকে আর কখনও ঘটেনি। মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিভিন্ন সংস্থা-সংগঠন। রবিবার প্রথম হাত-পায়ের চার টুকরো উদ্ধার হলেও পুলিশ এখনও খুন হওয়া ব্যক্তি সম্পর্কে সরকারি ভাবে তথ্য দিতে পারছে না। তবে বেসরকারি সূত্রে খবর, শিলচরের অম্বিকাপট্টির যুবক, বিমাকর্মী জয়ন্ত সাহাই খুন হয়েছেন। শুক্রবার থেকে নিখোঁজ তিনি। কেন সরকারি ও বেসরকারি ভাষ্যে এমন অমিল? কাছাড়ের অতিরিক্ত এসপি জয়ন্ত চৌধুরী বলেন, “কাটা মুন্ডু পরিবারকে দেখানো যাচ্ছে না। তাই উদ্ধার হওয়া হাতের আংটি ও রুপোর চেন নিয়ে যাওয়া হয়েছিল। যা দেখে বাবা যাদব সাহা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতারা আজ ডিআইজি বিনোদ কুমারের সঙ্গে দেখা করেন। তাঁদের কথায়, দুষ্কৃতীরা কতটা নিরাপদ বোধ করলে এক জায়গায় খুন করে মৃতদেহ টুকরো টুকরো করে ১৬-১৭ কিলোমিটার জুড়ে বিভিন্ন জায়গায় ফেলতে পারে! এক-দেড় বছরের নানা ঘটনার উদাহরণ টেনে তাঁরা কাছাড়ের এসপি দিগন্ত বরার বদলি দাবি করেন। বিনোদ কুমার মন্তব্য করতে না চাইলেও তিনি বিজেপি নেতাদের আশ্বস্ত করেন, এই খুনে জড়িত দোষীদের গ্রেফতারে পুলিশ সক্রিয়।
|
চানু ফের অনশন মঞ্চে |
সংবাদসংস্থা • গুয়াহাটি |
জন্মদিনের ঠিক দু’দিন আগে, বন্দিদশা থেকে মুক্তি পেলেন ইরম শর্মিলা চানু। অনশন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ২০০০ সাল থেকেই প্রতি বছর তাঁকে গ্রেফতার করা হয়। এক বছর কারাবাসের মেয়াদ কাটিয়ে জেল হাজত (বর্তমানে ইম্ফলের জওহরলাল নেহরু হাসপাতাল) থেকে মুক্তি পান চানু। ফের আফস্পা প্রত্যাহারের দাবিতে শুরু করেন অনশন। মুক্তির একদিন পরেই ফের তাঁকে ৩০৯ ধারায় বন্দি হতে হয়। মঙ্গলবার একাদশবার কারামুক্তির পরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি এবং অন্য মন্ত্রীরা টাকা ও পেশিশক্তির সাহায্যে ক্ষমতায় আসা ঠিকাদারমাত্র। ওদের পক্ষে সাধারণ মানুষের মন বোঝা সম্ভব নয়। আমি রাজ্য সরকারের কাছে কিছুই প্রত্যাশা করি না। জনতা আমার পাশে আছে। তাঁদের জোরেই আন্দোলন চালিয়ে যাব।” হাসপাতাল থেকে বেরিয়ে আফস্পা বিরোধী অনশন মঞ্চে যোগ দেন চানু। ‘সেভ ডেমোক্র্যাসি, রিপিল আফস্পা’ স্লোগানের মধ্যে মঞ্চে আসেন তিনি। শর্মিলার সঙ্গে অনশনে যোগ দেন ফৈজল খান, অরবিন্দ মূর্তি ও দীপক যোশি নামে দিল্লি, উত্তরপ্রদেশ ও গুজরাতের তিন মানবাধিকার কর্মী।
|
আফজলের দেহ |
সংবাদসংস্থা • শ্রীনগর |
আফজল গুরুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য যথেষ্ট উদ্যোগী ওমর আবদুল্লা সরকার। মঙ্গলবার এ কথা জানালেন জম্মু ও কাশ্মীরের আইন, বিচার এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মির সইফুল্লা। তিনি জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ব্যক্তিগত ভাবে কেন্দ্রকে চিঠিও লিখেছেন। ২০০১ সংসদ হামলায় অন্যতম অভিযুক্ত আফজল গুরুকে ৯ ফেব্রুয়ারি তিহাড় জেলে ফাঁসি দেওয়া হয় তাঁর পরিবারকে না জানিয়েই। তার পর জেল চত্বরেই কবর দেওয়া হয় তাঁর দেহ।
|
ফেরার জওয়ান ধৃত শিলঙে |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
টিএসআর ক্যাম্পে দু’জন সহকর্মীকে খুন করে পালিয়ে গিয়েছিল বিজয় দেববর্মা নামে যে জওয়ান, শিলং থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ছামনু এলাকার চৌধুরীপাড়া টিএসআর শিবির থেকে জানুয়ারির এক সন্ধ্যায় সহকর্মীদের নিজের সার্ভিস রিভলবার থেকে সে গুলি করে। ঘটনাস্থলেই টিএসআর অষ্টম ব্যাটেলিয়নের জওয়ান উৎপল দত্ত এবং দশম বাটেলিয়নের জওয়ান ইউ লখসমইয়ার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও তিন জন। অভিযুক্ত টিএসআর জওয়ান, রাইফেলম্যান বিজয় দেববর্মা একটি আগ্নেয়াস্ত্র-সহ সে দিন থেকেই গা ঢাকা দেয়। ত্রিপুরা পুলিশ আজ শিলং থেকে তাকে গ্রেফতার করেছে।
|
অগ্নিদগ্ধ হয়ে বরপেটায় মৃত মা ও চার সন্তান |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাতে আগুন লেগে একই পরিবারের চার সন্তান-সহ এক মহিলার মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে অসমের বরপেটা জেলার কাছুমারিতে। পুলিশ জানায়, গত কাল রাতে কোনও ভাবে গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। রাতে ওই অঞ্চলে জোরে জোরে হাওয়া বইছিল। ফলে আগুন দ্রুত ছড়াতে থাকে। দু’টি পরিবারের মোট ৬টি বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। গ্রামবাসীরা ঘুম ভেঙে যতক্ষণে আগুন নেভানোর কাজে হাত লাগান, ততক্ষণে নিজের ঘরেই পুড়ে মারা গিয়েছেন জরিফুলন্নেসা (৫৫)। মারা যায় তাঁর তিন ছেলে ও এক মেয়ে--জিয়াদ আলি (১৬), রফিকুল ইসলাম (৫), সফিকুল ইসলাম (৩) ও সরিফুন্নেসা (৮)। আগুনে পুড়ে ১৪টি গরু ও ৭টি ছাগলও মারা গিয়েছে। সকালে পুলিশ ঘটনাস্থলে আসে। অগ্নিদগ্ধ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, পুলিশ তদন্তের কাজও শুরু করেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
|
আরব সফর নয় |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হতে চলেছিল একটি ঐতিহাসিক সফর। কিন্তু পুনর্বিবেচনার পর প্রধানমন্ত্রীর দফতর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সংযুক্ত আরব আমিরশাহি যাবেন না মনমোহন সিংহ। দক্ষিণ আফ্রিকায় আগামী ২৬ ও ২৭ মার্চ বসছে ‘ব্রিকস’ দেশগুলির বৈঠক। ঠিক ছিল সেখানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে যাবেন প্রধানমন্ত্রী। ইন্দিরা গাঁধীর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গত ৩২ বছরে সে দেশে সফর করেননি। কিন্তু গত মাসে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা আমিরশাহি সফর করে এসে জানান, প্রধানমন্ত্রীর আলাদা ভাবে এ দেশ সফরে যাওয়া দরকার। কারণ সেখান থেকে বড়সড় লগ্নি হতে পারে এ দেশে। এর পরে স্থির হয়, উপযুক্ত প্রস্তুতি নিয়ে তবেই যাবেন প্রধানমন্ত্রী।
|
সহানুভূতিতে কি জুটবে ভোট, সংশয়ে সিপিএম |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মানুষের সহানুভূতি পেলেও আগামীতে ভোটের বাক্সে তার প্রতিফলন কতটা ঘটবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে সিপিএম নেতৃত্বেরই মনে। দলের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি আজ এ কথা কবুল করেছেন। লোকসভা ভোটের আগে মানুষের কাছে সিপিএমের বিকল্প নীতি তুলে ধরতে গোটা দেশ জুড়ে ‘সংঘর্ষ সন্দেশ জাঠা’-র আয়োজন করেছে সিপিএম। দেশের চারদিক থেকে চারটি জাঠা এসে পৌঁছচ্ছে দিল্লিতে। পশ্চিম ভারতের জাঠার নেতৃত্বে রয়েছেন ইয়েচুরি। মুম্বই থেকে যাত্রা শুরু করে দিল্লিতে এসেছেন ইয়েচুরি। কেমন সাড়া মিলছে জাঠায়? ইয়েচুরির জবাব, “মানুষ চাইছেন, এমন একটা সরকার আসুক, যারা বিকল্প নীতি নিয়ে চলবে। তাই মানুষের সহানুভূতি আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু সেই সহানুভূতি আর তাঁদের আমাদের পক্ষে ভোট দেওয়ার মধ্যে অনেকখানি দূরত্ব।” তবে গোটা দেশে র আগে দলের যে পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানো প্রয়োজন, সেটাও মানছেন সিপিএমের নেতারা।
|
বিতর্কে জয়া |
সংবাদসংস্থা • দেওরিয়া |
সাংবাদিককে চড় মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিনেত্রী এবং রাজনীতিক জয়া প্রদার বিরুদ্ধে। সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে চান ওই সাংবাদিক। সপা থেকে বহিষ্কৃত হওয়ার পরেও এই প্রশ্নের মুখোমুখি হওয়ায় মেজাজ হারান তিনি।
|
ধৃত |
জাল নোট পাচারে একজন বাংলাদেশিকে বিএসএফ গ্রেফতার করে। মঙ্গলবার ভোরে ধুবুরি জেলার সুখচর থানার বাংলাদেশ লাগোয়া খাগ্রারচর গ্রামে ঘটনাটি ঘটে। উদ্ধার করা হয়েছে ২ লক্ষ ৯৮ হাজার টাকার ভারতীয় জাল নোট। পুলিশ জানায়, ধৃতের নাম গোলাম মুস্তাফা। বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।
|
জখম এক |
জঙ্গি গ্রেনেডে জখম হলেন এক ব্যক্তি। পুলিশ জানায়, গত কাল রাতে চান্ডেল স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান লুংকোসেই জৌয়ের বাড়ি লক্ষ্য করে কুকি জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। স্প্লিন্টারের আঘাতে জৌয়ের শ্যালক জখম হন। |
|