একই দিনের সভা বাতিল, নীতীশকে সৌজন্য মোদীর
নুরোধ নীতীশ কুমারের। রাখলেন নরেন্দ্র মোদী।
দুই নেতার দ্বন্দ্বের আবহে ঘটে গেল এই বিরল ঘটনাটিও।
রবিবার দিল্লিতে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে রামলীলা ময়দানে জনসভা করছেন নীতীশ। আর একই দিনে মহারাষ্ট্রে সভা করার কথা ছিল মোদীর। এমনিতেই দু’জনের বিরোধ নিয়ে দুই শিবিরে চাপানউতোর রয়েছে। তার উপর তাঁরা একই দিনে দুই শহরে সভা করলে পরিস্থিতি জটিল হতে পারে বলে মনে করছিলেন দু’তরফের নেতারাই। আশঙ্কা ছিল, সে ক্ষেত্রে শুধু মোদী বা শুধু নীতীশের সভা নিয়ে চর্চার বদলে শুরু হয়ে যেত তুল্যমূল্য বিচার কে কাকে টেক্কা দিলেন।
বিজেপি সূত্রের দাবি, নীতীশ এই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই ওই দিন মোদীর সভা বাতিলের জন্য রাজনাথ সিংহকে অনুরোধ করেন। রাজনাথ এ নিয়ে আলোচনা করেন মোদীর সঙ্গে। শেষ পর্যন্ত মোদীর সভা বাতিলের সিদ্ধান্ত হয়।
মহারাষ্ট্রের নেতা প্রকাশ জাভড়েকর অবশ্য বলেছেন, “মোদীর সভা বাতিলের কারণ রাজ্যের খরা পরিস্থিতি। তৃতীয় বার জয়ের পর তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের শোচনীয় খরা পরিস্থিতির কথা মাথায় রেখেই সভা বাতিল করা হচ্ছে।” খরা পরিস্থিতিতে মহারাষ্ট্রে মোদীর সংবর্ধনা হলে ভুল বার্তা যেতে পারে বলে আশঙ্কা ছিল নিতিন গডকড়ীর। রাজ্যে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা গোপীনাথ মুণ্ডের উদ্যোগে মোদীর সভার আয়োজন করা হচ্ছিল। তাঁদের বিরোধও ওই সভা বাতিলের অন্যতম কারণ বলে নেতাদের একাংশের দাবি।
কিন্তু ব্যক্তিগত ভাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন, খরা, গডকড়ী-মুণ্ডে বিরোধ এ সব রয়েছে ঠিকই। কিন্তু মনে রাখতে হবে, মুম্বইয়ে জাতীয় কর্মসমিতির বৈঠকের সময়েও মহারাষ্ট্রে খরা চলছিল, এবং তখনও মোদী বক্তৃতা দিয়েছিলেন। বাস্তবটা হল এ বার নীতীশের অনুরোধ রাখলেন মোদী। বিহারের মুখ্যমন্ত্রী এখন মোদী-প্রশ্নে বিজেপির সঙ্গে বিবাদে নেমে পড়তে চাইছেন না। তিনি এনডিএ-তে থাকবেন না ছাড়বেন, তা বলার সময়ও আসেনি। এখন এক সন্ধিক্ষণ চলছে। নীতীশ যখন ইতিবাচক পদক্ষেপই করছেন, তখন তাঁর ডাকে সাড়া দেওয়া উচিত। তা ছাড়া, শরিক হারানোও কোনও কাজের কথা নয়।
মোদীকে এখনও প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা না হলেও জনমত টানতে তাঁর ভারত সফরের তোড়জোড় করছে বিজেপি। তাই মোদী চাইছেন নীতীশের কাছেও গ্রহণযোগ্যতা বাড়াতে। সম্প্রতি বিজেপির পরিষদের বৈঠকে বিহারের উন্নয়নের উল্লেখ করেছিলেন তিনি। সেই কারণে নীতীশের অনুরোধে সাড়া দিয়ে এক পা পিছোলেন তিনি। প্রাক্তন রেলমন্ত্রী নীতীশও বহু দিন পরে দিল্লিতে সভা করছেন। বিজেপির এক নেতার কথায়, “মোদীর নামে নীতীশ কড়া অবস্থান নিলেও তাঁর দলেরই অনেক নেতা মনে করেন, মোদীই একমাত্র বিকল্প। মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য যজ্ঞ করছেন নীতীশের দলেরই সাংসদ। ফলে তাঁর উপরেও চাপ রয়েছে। বিজেপির দিক থেকেও তাঁকে নানা ভাবে বোঝানো হচ্ছে।” ফলে শুরু হয়েছে অন্য চর্চা বরফ কি গলছে?


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.