কট্টরদের হুমকি, চট্টগ্রামে বাতিল শাহবাগের সভা
রাজাকারদের ফাঁসি ও জামাতে ইসলামিকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে কাল চট্টগ্রামে জনসমাবেশ ডেকেছিল শাহবাগের প্রজন্ম চত্বরের তরুণরা। কিন্তু লাগাতার সন্ত্রাস ও হুমকির কারণে সে কর্মসূচি বাতিল করা হয়েছে। এমনকী মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করার সময়েও মৌলবাদীরা পরপর বোমা ফাটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বাইরে।
শাহবাগের তরুণদের ‘ইসলাম-বিরোধী ও নাস্তিক’ আখ্যা দিয়ে যে কোনও মূল্যে এই গণজাগরণ সমাবেশ বানচাল করার ডাক দিয়েছিল হেফাজত-এ ইসলাম নামে একটি কট্টর মৌলবাদী সংগঠন। ১৪৪ ধারা অমান্য করে আজ তারা একটি মিছিল করে। কাল হরতালও ডেকেছে। পুলিশ প্রেস ক্লাবের সামনে শাহবাগের তরুণদের সমাবেশ করার অনুমতি দিয়েছিল। সেখানে একই সময়ে সমাবেশ করার হুমকি দেয় হেফাজত-এ ইসলাম। প্রধান বিরোধী দল বিএনপি মৌলবাদীদের সমর্থন জানানোয় তাদের শক্তি আরও বেড়ে যায়।
বিএনপি-র ডাকা হরতালে আজ দেশের কোনও জায়গায় বিশেষ সাড়া মেলেনি। ঢাকায় আজ দু’জায়গায় দু’টি বাসে আগুন দেওয়া হয়। সন্ত্রাস ছড়াতে সকাল সকাল কয়েকটি বোমাও ফাটানো হয়। কিন্তু রাস্তাঘাটে মানুষ ও যানবাহন ছিল স্বাভাবিক। শুধু দুরপাল্লার বাস ছাড়া ট্রেন ও লঞ্চ পরিষেবা ছিল স্বাভাবিক। স্কুল-কলেজ, অফিস-আদালত, শেয়ার বাজার ছিল আর পাঁচ দিনের মতোই খোলা। সোমবার ঢাকার সমাবেশে বোমা ফাটিয়ে অরাজকতা সৃষ্টির পরে পুলিশ বিএনপি-র সদর দফতরে অভিযান চালিয়ে প্রায় দেড়শো নেতা-কর্মীকে গ্রেফতার করে। বেশ কয়েকটি বোমাও উদ্ধার হয়। আজ আদালতে তোলার পরে প্রায় সব প্রধান নেতাকেই মুক্তি দেওয়া হয়। শুধু জয়নুল আবেদিন ফারুখ ও রুহুল কবির রিজভিকে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে আটক করা হয়েছে। আটক নেতাদের মুক্তি না দিলে ফের হরতাল ডাকার হুমকি দিয়েছে বিএনপি।
ফেব্রুয়ারির ২২ তারিখে হেফাজত-এ ইসলাম সংগঠনের কর্মীরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে। তারা জাতীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়, প্রেস ক্লাবেও ভাঙচুর করে। কয়েক জন সাংবাদিক হামলায় আহত হন। দ্বিতীয় পর্যায়ে শাহবাগের আন্দোলনকে দেশের অন্যত্র ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছেন তরুণ বিক্ষোভকারীরা। গত পরশু ঢাকার উপকণ্ঠে উত্তরার পরে আগামিকাল চট্টগ্রামে গণজাগরণ সমাবেশটি ডাকা হয়েছিল প্রেস ক্লাবের সামনেই। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও একটি সভা করার কথা। কিন্তু সংঘর্ষ এড়াতে পুলিশ কাল বন্দরনগরীর সর্বত্র পাঁচ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে গণজাগরণ মঞ্চের সংগঠকরা কালকের সমাবেশ স্থগিত করে দেওয়ার ঘোষণা করে। এমনকী তাদের এই ঘোষণার সময়েও প্রেস ক্লাবের বাইরে পরপর চার-পাঁচটি বোমা ছোড়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.