কখন বেরোবে? কী রঙের হবে? আপাতত এই দু’টি প্রশ্নই উত্তেজনা বাড়াচ্ছে তামাম ক্যাথলিক দুনিয়ার।
মঙ্গলবার থেকে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হল ভ্যাটিকান সিটিতে। নিয়ম অনুযায়ী, যদি প্রথম দিনে কোনও প্রার্থী নির্বাচকদের দুই-তৃতীয়াংশের ভোট না পান, তা হলে নির্বাচন প্রক্রিয়া চলতেই থাকবে। সে ক্ষেত্রে সঙ্কেত হিসেবে সিস্টিন চ্যাপেলের ছ’ফুটের চিমনি থেকে বেরোবে কালো ধোঁয়া। কিন্তু যখনই নতুন অভিভাবক নির্বাচন সেরে ফেলবে ভ্যাটিকান, সে মুহূর্তেই সাদা ধোঁয়ার সঙ্কেত পাঠানো হবে। আর তাই অধীর আগ্রহে চিমনির দিকে তাকিয়ে প্রায় ১২০ কোটি ক্যাথলিক।
গত মাসেই পোপের পদ থেকে পদত্যাগ করেন ষোড়শ বেনেডিক্ট। মূলত শারীরিক ও মানসিক অক্ষমতার কারণ দেখিয়েই গদি ছাড়েন তিনি। যা কি না ভ্যাটিকানের গত ছ’শো বছরের ইতিহাসে এক বিরল নজির। এর জেরে শুরু হয় বিতর্কও। একই সঙ্গে তুমুল অস্বস্তিতে পড়ে যায় ক্যাথলিক দুনিয়া। দুর্নীতি, শিশু নির্যাতন কিংবা গোপনীয়তা ভঙ্গের দায়ে বার বার অভিযুক্ত ভ্যাটিকানের কার্যভার এ বার কে নেবেন? বিশেষত, ইউরোপ বা আমেরিকায় যেখানে ধর্মনিরপেক্ষতা মূল জীবন-দর্শন হয়ে ওঠায় ক্যাথলিক রক্ষণশীলতা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সেখানে তাকে ফের স্বমহিমায় ফেরানোর দায়িত্ব কাকে দেওয়া যেতে পারে?
সোমবারই শেষ আলোচনাটি সারেন নানা দেশের কার্ডিনালরা। আপাতত যাঁদের বাসস্থান ভ্যাটিকান। এবং রুদ্ধদ্বার সেই আলোচনায় উঠে এসেছে চরম মতানৈক্যের ছবি। পোপ হিসেবে তাই কোনও এক জন প্রার্থীর নাম ভাবতে পারছে না ভ্যাটিকান। এমনকী আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচনের মেয়াদ নিয়েও। কারণ, কোনও প্রার্থী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পর্যন্ত প্রতি দিন নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে। প্রতি দিন চার বার করে ভোট করা হবে যত ক্ষণ না পর্যন্ত কোনও এক জন প্রার্থী নির্ধারিত সংখ্যক ভোট পান। তবে পুরো প্রক্রিয়াটিই হবে সম্পূর্ণ আড়ালে। তার তোড়জোড় শুরু হয়েছে মঙ্গলবারই।
|
মুক্ত ১১ ভারতীয়
সংবাদসংস্থা • লন্ডন |
দশ মাস আটকে রাখার পর গ্রিক-মালিকানাধীন এক তেলের ট্যাঙ্কারকে মুক্তি দিল সোমালি জলদস্যুরা। ট্যাঙ্কারের ২৬ জন সদস্যের মধ্যে রয়েছেন ১১ জন ভারতীয়ও। ট্যাঙ্কার সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, সব কর্মীই নিরাপদে আছেন। জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে বন্দরের উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। |