শিশু -সহ এক মহিলাকে রাস্তায় দেখতে পেয়ে তাদের পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মেমারির ঘটনা। পুলিশ জানায়, বর্ধমানের ঝাপানতলার শুলিপুকুর পাড়ের বাসিন্দা পুষ্প সিংহ এ দিন সকালে পারিবারিক সমস্যার জেরে বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিল দু’মাসের শিশুটিও। খিদেয় শিশুটি কাঁদতে থাকলেও পুষ্পদেবী তাকে দেখেন না বলে জানা গিয়েছে। পরে মেমারি থানার সম্প্রতি মা হওয়া এক মহিলা কনস্টেবল সুমনা নায়েক শিশুটিকে স্তন্যপান করান। এর পরে সে শান্ত হয়। মহিলা কনস্টেবলকে এই মানবিক কাজের জন্য পুরস্কৃতও করা হয়েছে। তবে ওই মহিলা তার স্বামী বা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। পুলিশ বর্ধমানের চাইল্ড লাইন সদস্যদের খবর দেন এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শুভদীপ দে’কেও খবর দেন।
|
দুর্ঘটনায় জখম মহিলা, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ম্যাটাডরের ধাক্কায় জখম হলেন এক মহিলা। সোমবার কালনার দুর্গাপুর লেভেল ক্রসিংয়ের ঘটনা। বাসিন্দারা জানান, লেভেল ক্রসিংয়ে এ দিন যানবাহন পরীক্ষা করছিল পুলিশ। তখনই একটি ম্যাটাডর দ্রুত পিছু হটতে থাকে। তখনই লক্ষ্মী দাস নামে ওই মহিলাকে ধাক্কা মারে। তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করানো হয়। ক্ষুব্ধ বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করেন। পুলিশ বিক্ষোভ থামায়।
|
সাহেদুল্লাহ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রথম বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ মহম্মদ সাহেদুল্লাহের জন্মশতবার্ষিকী পালন করল সিপিএম। মঙ্গলবার বর্ধমানের লোক সংস্কৃতি মঞ্চের এই অনুষ্ঠানে ছিলেন সিপিএম নেতা বিনয় কোঙার, নিরুপম সেন, হাসিম আব্দুল হালিম, মহম্মদ আমিন, মদন ঘোষ প্রমুখ। দলীয় সভাও হয় এ দিন। সভায় বিনয়বাবু বলেন, “দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই সঙ্কট নতুন নয়। আগেও দল ঘুরে দাঁড়িয়েছিল। আবারও তা করব।” |