ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের ঘটনায় দ্রুত চার্জ গঠন করে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে কাটোয়ার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল সিপিআই (এমএল ) লিবারেশন। মঙ্গলবার দুপুরে এই স্মারকলিপি দিয়ে তারা অভিযোগ জানায়, ঘটনার পরে এক বছর পেরিয়ে গিয়েছে। পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিয়েছে। তা সত্ত্বেও চার্জ গঠন হয়নি।
২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি কাটোয়া -আমোদপুর ন্যারোগেজ লাইনে ট্রেন থেকে নামিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত আট জনের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চার জনকে অভিযোগকারিণী ও তাঁর ছোট মেয়ে চিহ্নিতও করেছেন। সিপিআই (এমএল )-এর রাজ্য কমিটির সদস্য মারী পাল বলেন, “ওই মহিলার সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।”
সিপিআই (এমএল )-এর তরফে আরও জানানো হয়, ওই ঘটনার কিছু দিন পরেই কাটোয়ার চরসাহাপুর থেকে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সংগঠনের কাটোয়া লোকাল সম্পাদক অশোক চৌধুরীর অভিযোগ, “ঘটনার পর থেকে চরসাহাপুরের ছাত্রীটি স্কুলে যেতে পারছে না।” মহকুমাশাসকের কাছে তাঁদের দাবি, পড়াশোনা থেকে মেয়েটি যাতে বঞ্চিত না হয়, তার ব্যবস্থা করতে হবে। মহকুমাশাসক আর অর্জুন বলেন, “দু’টি ব্যাপারেই সবিস্তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” |