বাসভাড়া চাওয়া নিয়ে মিনিবাসের কন্ডাক্টরের সঙ্গে এক যাত্রীর বচসার জেরে উত্তেজনা ছড়াল আসানসোলের গোপালপুর এলাকায়। ওই কন্ডাক্টরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগে মঙ্গলবার প্রায় আধঘন্টা বাস চলাচলও বন্ধ করে দেন বাসকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।
আসানসোল থেকে বরাকরগামী একটি মিনিবাসের কন্ডাক্টর সুরেশ কুইরী আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগে জানান, বিকাল সাড়ে তিনটে নাগাদ ফতেপুরের কাছে জিটি রোডে বাসটি দাঁড়ানোর পরে এক যাত্রী সঠিক ভাড়া দিতে অস্বীকার করেন। ওই যাত্রী নিজেকে কলেজের ছাত্র বলে পরিচয় দেন। এরপর বাস কন্ডাক্টর তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চাইলে বচসা শুরু হয়ে যায়। কন্ডাক্টরের অভিযোগ, তাঁকে মারধরও করা হয়েছে। ঘটনার প্রতিবাদে তখনই রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে বাস দাঁড় করিয়ে জিটি রোডে যান চলাচল বন্ধ করে দেন বাস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন আসোনসোল দক্ষিণ থানার পুলিশ। ওই যাত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আচমকা পথ অবরোধ ও বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যান সাধারণ যাত্রীরা। একাধিক স্কুল ছাত্রছাত্রীদের বাসও মাঝপথে আটকে যায়। যাত্রীদের বক্তব্য, তাঁরা সঠিক ভাড়া দিয়েই বাসে যাতায়াত করেন। তাহলে দু’একজন যাত্রীর জন্য তাঁদের মাঝপথে আটকে থাকতে হবে কেন। ঘটনাস্থলে দাঁড়িয়েই বাস কর্মীদের এহেন আচরণ বন্ধ করার জন্য আবেদন জানান তাঁরা। ভাড়া নিয়ে বচসাকে কেন্দ্র করে কেনই বা অবরোধ শুরু হল সে নিয়েও প্রশ্ন তুলেছেন অন্যান্য যান চালকেরা। |