টুকরো খবর
কলেজের দুই কর্মীকে মারধর
অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতীর লাঠির আঘাতে জখম হলেন মানকর কলেজের দুই কর্মী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে কলেজ থেকে কিছুটা দূরে। আহতদের মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়। তাঁরা পুলিশে অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বিনোদ চৌধুরী ও বিজয় মুখোপাধ্যায় নামে ওই দু’জন কর্মী কলেজ থেকে বেরোন। কিছুটা দূরে মানকর ট্যাক্সি স্ট্যান্ডের কাছে দুই যুবক হঠাত্‌ লাঠি নিয়ে বিনোদবাবুর উপরে চড়াও হয় বলে অভিযোগ। বিনোদবাবুকে বেধড়ক মারধর শুরু করে। তাঁকে বাঁচাতে গিয়ে প্রহৃত হন বিজয়বাবুও। আশপাশের লোকজন ছুটে এলে ওই যুবকেরা চম্পট দেয়।স্থানীয় বাসিন্দারা বিনোদবাবু ও বিজয়বাবুকে মানকর গ্রামীণ হাসপাতালে পাঠান। তাঁদের দু’জনেরই মাথায় চোট লেগেছে। কলেজের অধ্যক্ষ দুলাল গাঁধী জানান, বিনোদবাবু কলেজের হিসাবরক্ষকের কাজ করেন। বিজয়বাবু চতুর্থ শ্রেণির কর্মী। অধ্যক্ষ বলেন, “কেন এমন ঘটল, আমরা বুঝতে পারছি না। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

সাম্মানিকের দাবি, বিক্ষোভ
কাজ করেও সাম্মানিক না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন জনগণনা কর্মীরা। মঙ্গলবার দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয়ের সামনে ২৮৪ জন জনগণনা কর্মী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত পুরসভার ৪৩টি ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে কাজ করেছেন তাঁরা। বলা হয়েছিল কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই প্রত্যেকে গড়ে ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। অথচ এখনও সেই টাকা মেলেনি। বিক্ষোভকারীদের পক্ষে সৌগত দাশগুপ্ত জানান, ৫ মার্চ মহকুমাশাসককে লিখিত ভাবে সমস্যার কথা জানানো হয়েছিল। কিন্তু কোনও ফল না মেলায় এ দিন বিক্ষোভ দেখানো হয়। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

পানীয় জলের দাবি, বিক্ষোভ
পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিপিএল কলোনি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার এলাকার কাউন্সিলর দীপালি মণ্ডলের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচী হয়। দীপালিদেবী জানান, এলাকায় শতাধিক পরিবার রয়েছে। অথচ কল মাত্র একটি। ফলে স্থানীয় বাসিন্দারা পর্যাপ্ত জল পাচ্ছেন না। একমাস আগে থেকেই দিনে দু’বালতি জল জোগাড় করতেও হিমসিম খেতে হচ্ছে বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, বহুবার এলাকায় একাধিক কল বসিয়ে স্থায়ী সমাধানের আবেদন জানান তাঁরা। মেয়রকেও একাধিকবার সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু ফল মেলেনি। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় বিষয়টি দ্রুত নিস্পত্তির আশ্বাস দিয়েছেন।

লরি ছিনতাইয়ে ধৃত
একটি লোহা বোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার বেলবাঁধ এলাকা থেকে দুই ব্যক্তিকে ধরল জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম অচিন্ত্য মণ্ডল ও মনোজ সামন্ত। পুলিশ জানায়, লরিটি দুর্গাপুর থেকে লোহা নিয়ে যাওয়ার পথে ছিনতাই হয়েছিল। লরির মালিক, আসানসোলের বাসিন্দা মহম্মদ তেহয়ার থানায় অভিযোগ করার পর পুলিশ এই দু’জনকে ধরে। লোহাসমেত লরিটিও উদ্ধার হয়েছে।

স্কুলে প্রশিক্ষণ
আসানসোল পুরসভার অন্তর্গত তিনটি শিশু শ্রমিক স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সেন্ট্রাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন। তিনদিনের এই প্রশিক্ষণ শেষ হবে বুধবার। প্রশিক্ষণ দিচ্ছেন সংগঠনের অফিসার শিবাশিস ভট্টাচার্য। শিশু শ্রমিকেরা কাজ ও পঠনপাঠন কীভাবে একইসঙ্গে চালিয়ে যেতে পারবে ও তাদের সঙ্গে কী ধরণের ব্যবহার অভিভাবকদের করা উচিত সে সমস্ত বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মারধরের অভিযোগ
এক এআইটিইউসির কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিদুলিতে। মঙ্গলবার দশটা নাগাদ এআইটিইউসি কর্মী রামাশ্রয় পাসোয়ান কয়েকজন খনিকর্মীর কাজ চেয়ে সিদুলি কোলিয়ারি কার্যালয়ে যান। সেখানে রাহুল সিংহের নেতৃত্বে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্ডাল থানায় রাহুল সিংহ-সহ একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রামাশ্রয়বাবু। অভিযোগ মানেন নি রাহুল সিংহ।

টাকা চেয়ে বিক্ষোভ
কাজ করেও সাম্মানিক না পাওয়ায় বিক্ষোভ দেখালেন জনগণনা কর্মীরা। মঙ্গলবার দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয়ের সামনে ২৮৪ জন জনগণনা কর্মী বিক্ষোভ দেখান। অভিযোগ, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পুরসভার ৪৩টি ওয়ার্ড ঘুরে কাজ করেছেন তাঁরা। বলা হয়েছিল কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যে প্রত্যেকে ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। অথচ টাকা মেলেনি। মহকুমাশাসক আয়েষারানী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বধূ নির্যাতন, ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে মঙ্গলবার আসানসোলের সূর্যনগর থেকে সোমনাথ চৌধুরী নামে এক ব্যক্তিকে ধরল হিরাপুর থানার পুলিশ। ধৃতের স্ত্রীর অভিযোগ, ২০০৩ সালে তাঁর সঙ্গে সূর্যনগরের বাসিন্দা সোমনাথের বিয়ে হয়। মাসখানেক আগে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

দোকানে আগুন
ভস্মীভূত হয়ে গেল দু’টি দোকান। সোমবার গভীর রাতে পানাগড় বাজারে একটি দোকানে বেশ কিছু বাজি-পটকা থাকায় তা ফেটে আগুন ছড়িয়ে পড়ে। কাঁকসা থেকে দমকলের দু’টি ইঞ্জিন ও দুর্গাপুর থেকে একটি ইঞ্জিন গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

জিতল সিএলএ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল সিএলএ। তারা হরিপুর এসসিকে ৪৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে সিএলএ ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। জবাবে ১১৫ রানের বেশি তুলতে পারেনি হরিপুর। সর্বোচ্চ ৭৫ রান করেন অভিজিত্‌ ভকত।

হারল বাঁশড়া
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হয় ন্যাশনাল এসসি রানিগঞ্জ। রনাই মাঠে তারা বাঁশড়া ইয়ং স্টারকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বাঁশড়া ১০৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ন্যাশনাল। খেলার সেরা বিজয়ী দলের রিঙ্কু খান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.