হয়রানির অভিযোগ
নিজস্ব সংদদাতা • ইসলামপুর |
পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতারের নামে সাধারণ বাসিন্দাদের উপরে জুলুমবাজির অভিযোগ তুলে মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হলেন মহিলারা। সোমবার মিলনপল্লি এলাকার মহিলারা তাঁর দফতরে গিয়ে জুলুমের লিখিত অভিযোগ জানায়। মহিলাদের অভিযোগ, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে পুলিশ তল্লাশির নামে মদ্যপ অবস্থায় নানা বাড়িতে হামলা চালাচ্ছে। বেশিরভাগ পুরুষ ভয়ে এলাকা ছাড়া হয়েছে। এসডিপিও সুবিমল পাল বলেন, “অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ ইসলামপুর শহরের মিলনপল্লি এলাকায় সাইকেল নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মারা যান ত্রিনাথ মল্লিক নামে এক ব্যাক্তি। ঘটনার পরে উত্তেজিত জনতা বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি বাসে আগুন দেয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক বাসেও আগুন দেয়। অন্তত সাতটি বাসে ভাঙচুর চালায়। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বাসিন্দাদের খন্ডযুদ্ধ বাধে। ওই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। শুরু হয় তল্লাশি। স্থানীয় এক মহিলা বলেন, “আমার ছেলে সে দিন বাড়িতে না থাকলেও পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। ও ইসলামপুর কলেজে প্রথম বর্ষের পরীক্ষার্থী। ভয়ে বাড়িতে আসছে না। কী করে পরীক্ষা দেবে বুঝছি না।” |
মেলা শুরু ভালুকায়
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
শতাব্দী প্রাচীন শিব চতুর্দশী মেলা শুরু হল মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকায়। সোমবার মেলা শুরু হয়েছে। চলবে দু’সপ্তাহ। মিশ্র পরিবারের উদ্যোগে এক সময় ওই পুজো ও মেলা শুরু হলেও এখন আয়োজন করেন স্থানীয় মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা বলে পরিচিত। মালদহ ছাড়া লাগোয়া ঝাড়খন্ড থেকে বহু মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলায় হাজির হন। মেলা উন্নয়ন সমিতি সম্পাদক কৈলাশ মাঝি জানান, মিষ্টি ছাড়া কাঠের তৈরি আসবাবের জন্য মেলার কদর আছে। |
পাচারকারী সন্দেহে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থানার সোনাপুর এলাকা থেকে পুলিশ ওই ব্যক্তিকে ধরে। ছোট গাড়িও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আকবর। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। রবিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। |
মাইনরিটি সোসাইটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পে মাদ্রাসা ছাত্রীদের সাইকেল দেওয়া হল। সোমবার চাঁচল থাহাঘাঁটি হাইমাদ্রাসার নবম, দশম, একাদশের ৫৯৪ ছাত্রীকে সাইকেল দেওয়া হয়। চাঁচল-১ পঞ্চায়েত সমিতি সভাপতি ইনতাজ হোসেন জানান, চাঁচলে মাদ্রাসার ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। |