এখনও আসেনি অ্যাডমিট, উদ্বেগ |
নিজস্ব সংবাদদতা • শিলিগুড়ি
|
আগামী বুধবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অথচ এখনও অনেকের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে উদ্বিগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওই সমস্ত পরীক্ষার্থীরা। এ বছর উত্তরবঙ্গে ১ লক্ষ ৬৯ হাজার ৩১৩ জন পরীক্ষা দিচ্ছেন। যাঁদের মধ্যে ৮৩ হাজার ৪৭৮ জন ছাত্রী রয়েছেন। তবে অ্যাডমিট কার্ড এখন বেশ কিছু পরীক্ষার্থীর হাতে না পৌঁছনোয় বিব্রত কর্তৃপক্ষ। তারা ওই সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড দ্রুত বিলি করার চেষ্টা করছেন। অ্যাডমিট কার্ড পৌঁছতে দরি হওয়ার কারণ কী? সংসদেরই একটি সূত্র জানিয়েছে, প্রক্রিয়া মেনে স্কুলের তরফে নাম পাঠাতে অনেক ক্ষেত্রে দেরি করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে অবশ্য গাফিলতি রয়েছে সংসদেরও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ কার্যালয়ের উপসচিব উৎপল কুমার বিশ্বাস বলেন, “মঙ্গলবার সমস্ত পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সোমবারও অনেকের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড না পাওয়ার জেরে কোনও পরীক্ষার্থী যাতে পরীক্ষায় বসতে সমস্যায় না পড়েন সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গিয়েছে, দুশোর কাছাকাছি পরীক্ষার্থী এখনও অ্যাডমিট কার্ড পাননি। তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের একটি স্কুলেরই ৯৩ জন পরীক্ষার্থী রয়েছে। বাকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কয়েকটি স্কুলে কিছু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাননি। যে সমস্ত পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড এখনও পাননি তাদের অভিভাবক বা আত্মীয় পরিজনরা যোগাযোগ করলে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট স্কুলগুলিতে তা পাঠিয়ে পরীক্ষার্থীদের পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার পরেও কারও কাছে অ্যাডমিট কার্ড না পৌঁছলে পরীক্ষার্থী যে কেন্দ্রে পরীক্ষা দেবেন সেখানেও তাঁর অ্যাডমিট কার্ডের ব্যবস্থা কী করে করা যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে। সংসদের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট ৪২২ টি কেন্দ্র করা হয়েছে উত্তরবঙ্গের ৬টি জেলায়। তার মধ্যে ৯২টি মূল কেন্দ্র রয়েছে। যেখান থেকে প্রশ্নপত্র অন্যান্য পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার পর পরীক্ষার্থীদের খাতা জমা করা-সহ পরীক্ষা পরিচালনার অন্যান্য কাজ নিয়ন্ত্রণ করা হবে। মূল কেন্দ্র ছাড়া ৩৩০টি উপকেন্দ্র রয়েছে। ১৩-২৬ মার্চ পর্যন্ত পরীক্ষা। বেলা ১০ টা থেকে ১ টা পর্যন্ত কেন্দ্রগুলির চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় জেরক্সের দোকান বন্ধ রাখতে বলা হয়। |