জয়গাঁয় আজ ছ’ঘণ্টা বনধ ডাকল কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • জয়গাঁ
|
ট্রাক টার্মিনালে জমি অধিগ্রহণের বিরোধিতা করে আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁয় বন্ধের ডাক দিল কংগ্রেস। আজ, মঙ্গলবার সকাল থেকে ৬ ঘণ্টা জয়গাঁ বন্ধ হবে বলে কংগ্রেস দাবি করেছে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল নেতা তথা জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মিহির গোস্বামী নিয়ম না-মেনেই জবরদস্তি জমি অধিগ্রহণের চেষ্টা করছেন। ঘটনাচক্রে, জলপাইগুড়ির প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন সরকারও ওই পর্ষদের সদস্য। তাঁর বক্তব্য, “এ ভাবে জমি নেওয়ার ব্যাপারে গোড়া থেকেই আপত্তি জানিয়েছি। তাতে কাজ হচ্ছে না। সে জন্য বনধ, আন্দোলন করতে বাধ্য হচ্ছি।” জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মিহিরবাবুর কথায়, “জমিতে একটি মাত্র দোকান ঘর রয়েছে। বাকি জমি ফাঁকা পড়ে। এলাকার উন্নয়নের জন্য সেখানে ট্রাক টার্মিনাল হবে। এ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস।”
আলিপুরদুয়ারে জয়গাঁ শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে হিমালিটোল খোকলাবস্তি এলাকার ১৫ বাসিন্দার দখলে রয়েছে ওই ২০ বিঘা। জমি আট বছর আগে ওই জমিতে চাষাবাদ করতেন। গোবরজ্যোতি নদীর বন্যার ফলে পাথর ও পলি জমে চাষাবাদ বন্ধ। বর্তমানে সেখানে একটি দোকান ঘর ও কোনও রকম সীমানা বেড়া ছাড়া পুরো জমি ফাঁকা পড়ে রয়েছে। সেখানে দু’বিঘা জমি রয়েছে স্থানীয় বাসিন্দা রসনা ছেত্রীর। |
এই নেই জমি। ছবি: নারায়ণ দে। |
তাঁর কথায়, “চাষাবাদ না করলেও জমি দীর্ঘ দিন ধরে আমাদের দখলে রয়েছে। বিনা নোটিসে কোনও জমি এ ভাবে কেড়ে নেওয়া যায় না।”
তবে এলাকার তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের পাট্টা দেওয়া নিয়ে এতদিন তেমনভাবে সরব হয়নি কংগ্রেস। তাই তা নিয়ে বন্ধ ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তবে কংগ্রেস নেতারা জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার ছয় ঘণ্টা বন্ধ ডাকলেও গাড়ি চলাচলের উফরে ছাড় দেওয়া হয়েছে। উপরন্তু, মঙ্গলবার জয়গাঁয় সাপ্তাহিক ব্যবসা বন্ধ থাকে। তাই কংগ্রেসের আন্দোলনের পেছনে জনসমর্থন কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। জলপাইগুড়ি জেলা পরিষদের বিরোধী দল নেতা তথা কালচিনি ব্লক কংগ্রেস সভাপতি মোহন শর্মা তার কথায়, “জয়গাঁর এক লক্ষ মানুষ দীর্ঘ দিন ধরে বসবাস করলেও সরকার তাদের পাট্টা দিচ্ছে না। আমরা বরাবর তাদের পাট্টা দেওয়ার দাবি করছি। সেটা না-করে এ ভাবে জমি নেওয়াটা মানতে পারব না।” জলপাইগুড়ির জেলা শাসক স্মারকি মহাপাত্র অবশ্য খাস জমি সরকার ঘিরে দেওয়াকে অধিগ্রহণ মানতে নারাজ। জেলাশাসক বলেছেন, “বাসিন্দাদের পাট্টা দেওয়ার বিষটি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।” জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির দাবি, ট্রাক টার্মিনাল ছাড়াও ১০ একর জায়গায় গুদাম তৈরি হবে। ৫ একরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হবে। প্রকল্পের কাজের জন্য অন্তত ৫ একর জমি দরকার খাস জমিতে ওই সব কাজ করার পরিকল্পনা হয়েছে। |