টুকরো খবর
অ্যাডমিট কার্ড না পেয়ে বিক্ষোভ
উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ১৩ মার্চ। পরীক্ষার মাত্র একদিন বাকি। কিন্তু এখনও অন্যামিট কার্ড হাতে না পেয়ে সোমবার দুপুরে স্কুলে বিক্ষোভ দেখাল ৯ জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার হাইস্কুলে। স্কুলসূত্রে জানা গিয়েছে, এ বার বিদ্যালয় থেকে মোট ২৬০ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। আট জন ছাত্র ও একজন ছাত্রী বাদে বাকি সব ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড এসে গিয়েছে। এই অবস্থায় তাঁরা কী ভাবে পরীক্ষা দেবেন তা নিয়ে উদ্বিগ্ন ওই ন’জন ছাত্রছাত্রী এ দিন অ্যাডমিট কার্ডের দাবিতে প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখান। পরে অবশ্য প্রধান শিক্ষকের কাছে আশ্বাস পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান। প্রধান শিক্ষক অশোক দাসের বক্তব্য, “ওই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডের বিষয়ে মঙ্গলবার কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গিয়েছেন। তাই পরীক্ষায় বসতে ওঁদের অসুবিধা হবে না।” কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, ওই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড না পাওয়ার ব্যাপারে প্রধানশিক্ষককে ডেকে পাঠানো হয়েছে।

ডাকাতির চেষ্টা সোনার দোকানে, রুখল পুলিশ
সোনার দোকানে ডাকাতির চেষ্টা করল পুলিশ। রবিবার রাতে ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়ার অভিযোগে মিনাখাঁ থানার নেরুলি বাজার থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনের নাম আলিম মীর, হিপি মীর ওরফে সাজেদ আলি ও লাইসেল মোল্লা। আলিম ও হিপির বাড়ি সন্দেশখালির নলকোড়া গ্রামে। লাইসেলের বাড়ি কালীনগর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জেলা পুলিশ সুপার সুগত সেনের নির্দেশে বিভিন্ন থানার আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করে রাতে তল্লাশি চালানো হচ্ছে। রবিবার রাত ১টা নাগাদ একটি সোনার দোকানের সামনে কয়েকজনকে জটলা করতে দেখতে পায় তল্লাশিকারী দলটি। পুলিশ দেখে কিছু দুষ্কৃতী পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তিনজন। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও দোকান ভাঙার লোহার সামগ্রী আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও বহু ডাকাতির অভিযোগ রয়েছে। নন্দীগ্রামে একটি ডাকাতির ঘটনায় জেলও খেটেছে ধৃত হিপি মির।

প্রৌঢ়ের অপমৃত্যু বসিরহাটে
এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে বসিরহাটের পশ্চিম শীতলিয়া গ্রামের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি আনসার আলি মোল্লা (৫২) নামে ওই প্রৌঢ় কাজ সেরে বারাসত থেকে হাসনাবাদ লোকালে বাড়ি ফিরছিলেন। পূর্ব রেলের শিয়ালদহ-হাসনাবাদ শাখার কাঁকড়া-মির্জানগর এবং মালতিপুর স্টেশনের মধ্যে একটি গাছের ধার থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর সঙ্গীরা পুলিশকে জানিয়েছেন, আনসারের কাছে টিকিট ছিল না। ট্রেনে টিকিট পরীক্ষককে দেখে ভয়ে তিনি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। একটি গাছে তাঁর ধাক্কা লাগে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, তাঁকে ট্রেন থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হিঙ্গলগঞ্জের এক নম্বর সামসেরনগরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুধাংশু মণ্ডল (৫৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুধাংশুবাবুর ছেলে এ দিন দুপুরে যখন উনুনে রান্না করছিলেন তখন উনুন থেকে আগুন লেগে যায় বাড়িতে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি বাড়িতে। নিজের ঘরে ঘুমাচ্ছিলেন সুধাংশুবাবু। পাশেই রয়েছে বিএসএফের ক্যাম্প। সেখান থেকে জওয়ানরা ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। সুধাংশুবাবুকে যখন উদ্ধার করা হয় তখন শরীরের বেশিরভাগই পুড়ে গিয়েছে।

ছুরিতে হত স্ত্রী, স্বামী পলাতক
চলছিল স্বামী-স্ত্রীর ঝগড়া। তার মধ্যেই ছুরির আঘাতে মৃত্যু হল স্ত্রীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে টিটাগড়ের একটি বস্তিতে। পুলিশ জানায়, মৃতার নাম রুকসানা খাতুন (৪২)। তাঁর স্বামী মমতাজ আলি ঘটনার পর থেকে পলাতক। পুলিশ তাঁকে খুঁজছে। পুলিশি সূত্রের খবর, দিনমজুর মমতাজের সংসারে অভাব-অনটন লেগেই ছিল। দাম্পত্য অশান্তিও নিত্যদিনের ঘটনা। এ দিন সন্ধ্যাতেও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মমতাজের। তখনকার মতো ঝগড়া থামিয়ে দেন মমতাজের মা খাদিজা বিবি। রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে যান মমতাজ। আবার বাড়িতে ঢোকেন রাত সওয়া ৯টা নাগাদ। পুরনো ঝগড়ার জেরে রুকসানার সঙ্গে বচসা শুরু হয় তাঁর। ফের তুঙ্গে ওঠে ঝগড়া। অভিযোগ, ঝগড়ার মধ্যেই মমতাজ হঠাৎ ছুরি বার করে স্ত্রীর পেটে চালিয়ে দেন। গুরুতর আহত রুকসানা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। বেগতিক দেখে পালিয়ে যান মমতাজ। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় রুকসানাকে নিয়ে যান ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল বাসন্তী হাইস্কুলে। শনিবার এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন জয়নগরের সাংসদ তরুণ মণ্ডল। প্রশিক্ষণ কেন্দ্রের জন্য নিজের সাংসদ তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর, মহকুমাশাসক শেখর সেন প্রমুখ।

জমির পাট্টা বিলি
হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে সোমবার স্থানীয় পুকুরিয়া, লেবুখালি, ভান্ডারখালি ও মাধবকাটি মৌজার ১৭০ জন গরিব মানুষকে জমির পাট্টা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও বিশাখ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি, বন ও ভূমি কমার্ধ্যক্ষ ব্যোমশঙ্কর গাইন প্রমুখ।

গোসাবায় স্কুলে চুরি
শনিবার রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে গোসাবার দক্ষিণ রাধানগর শ্রীগৌরাঙ্গ হাইস্কুলে। পুলিশ জানায়, আলমারি ভেঙে নগদ ৪২ হাজার টাকা, ব্যাঙ্কের সই করা চেকবই ও পাশবই নিয়ে গিয়েছে চোরেরা।

বিএসএফ–এর উদ্যোগ
শুধু সীমান্ত পাহারা দেওয়াই নয়, সমাজের ভাল কাজেও তাঁরা উদ্যোগী তার প্রমাণ দিলেন বিএসএফ জওয়ানেরা। রবিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দু’টি স্কুলের প্রায় ৪০০ ছাত্রছাত্রীর হাতে খেলার সরঞ্জাম, বই-খাতা-পেন ও মিষ্টি তুলে দিয়ে বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট অফিসার মুকুল কিশপুট্টা এ কথা জানান।
—নিজস্ব চিত্র।
সুন্দরবন এলাকার প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা যাতে আর্সেনিক মুক্ত পানীয় জল খেতে পারে, সে জন্য বিএসএফের পক্ষ থেকে ১০টি জল পরিশোধন যন্ত্র (ওয়াটার পিউরিফায়ার) এবং ২ হাজার লিটার জল রাখার ড্রাম দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের টুআইসি বিক্রম শর্মা, কোম্পানি কমান্ডার অশ্বিনী কুমার, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি, স্থানীয় নাগরিক কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.