টুকরো খবর
ক্যারাটে শেখাচ্ছে পানমণিরা
স্কুলের মাঠে ক্যারাটে পাঠ। ছবি: দেবরাজ ঘোষ।
পঞ্চাশ জন কিশোরী। প্রত্যেকের চোখে মুখে আত্মপ্রত্যয়ের ছাপ। পাঁচ দিনের ক্যারাটে প্রশিক্ষণ-পর্ব শেষে পানমণি হেমব্রম, মোনালিসা সরেন, পুতুল সিংহ, দেবিকা খিলাড়িদের মতো অষ্টম শ্রেণির ওই পড়ুয়ারাই ভবিষ্যতের ‘প্রশিক্ষক’। স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাকি ৩৪৫ জন ছাত্রীকে এ বার ক্যারাটে প্রশিক্ষণ দেবে মোনালিসারা। পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া ব্লকের তপসিয়া জুনিয়র হাইস্কুল ফর গার্লস্-এর অষ্টম শ্রেণির বাছাই করা পঞ্চাশ জন ছাত্রীকে গত পাঁচ দিন ধরে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হল। সোমবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। শিবিরটির উদ্যোক্তা ছিল পশ্চিম মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশন। মেদিনীপুরের একটি ক্যারাটে সংস্থার তিন জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে পানমণিরা গত পাঁচ দিন ধরে তালিম নিয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিন্দিতা কুণ্ডু বলেন, “প্রত্যন্ত এলাকার ছাত্রীরা কয়েক কিলোমিটার পথ উজিয়ে স্কুলে আসে। এই প্রশিক্ষণ আত্মরক্ষার পাশাপাশি মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীরা স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাকি ছাত্রীদেরও প্রশিক্ষণ দেবে।” প্রসঙ্গত, সর্বশিক্ষা মিশনের অর্থানুকুল্যে পশ্চিম মেদিনীপুরের ১৫টি স্কুলের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নানা প্রতিযোগিতায় সফলদের পুরস্কার
সর্বশিক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
স্বাস্থ্য বিধান সপ্তাহে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হয়েছিল প্রতিযোগিতা। তাতে সফল ছাত্রছাত্রীদের হাতে সোমবার পুরস্কার তুলে দেওয়া হল। জেলা পরিষদের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে এই পুরস্কার বিতরণ হয়। সর্বশিক্ষা অভিযান প্রকল্পে গত বছর ৭-১৩ এপ্রিল নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল। তাতে জেলার দু’টি স্কুল ‘শিশু মিত্র’ পুরস্কার পায়। এ বছরও সেই রূপনারায়ণ ও ধাপড়া প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেওয়া হয়। অঙ্কন প্রতিযোগিতায় ৫টি স্কুলের ২০ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতা চক্র থেকে রাজ্য স্তর পর্যন্ত ধাপে ধাপে হয়েছিল। পশ্চিম মেদিনীপুরে ৬৯টি চক্র রয়েছে। প্রতিটি চক্রেই একটি করে স্কুল নির্মল বিদ্যালয় বা শিশু মিত্র হিসাবে প্রথম হয়েছে। সেই স্কুলগুলিকে চলতি মাসেই ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করা হয়। প্রতিটি চক্রে আলাদা করে পুরস্কার বিতরণ হবে। সর্বশিক্ষার জেলা প্রকল্প আধিকারিক শাশ্বতী দাস জানান, জেলা স্তরে বিভিন্ন প্রতিযোগিতা ও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।

নামেই প্রকল্প, লোধারা তিমিরে
লোধা-শবরদের উন্নয়নের দাবিতে সোমবার জামবনির বিডিও দীপ ভাদুড়িকে স্মারকলিপি দিল মেদিনীপুর লোধা-শবর কল্যাণ সমিতি’র ঝাড়গ্রাম মহকুমা শাখা। সংগঠনের অভিযোগ, অনগ্রসর আদিম জনগোষ্ঠীর জঙ্গলজীবী লোধা-শবর সম্প্রদায়ের জন্য সরকারি উন্নয়ন প্রকল্পগুলি যথাযথ ভাবে রূপায়িত হচ্ছে না। জামবনি ব্লকে লোধা উন্নয়ন খাতে প্রায় ১১ লক্ষ টাকা বেশ কয়েক বছর ধরে পড়ে রয়েছে। ওই টাকা লোধাদের কল্যাণে অবিলম্বে খরচ করার দাবি জানানো হয়েছে। লোধাদের জন্য বাড়ি তৈরির কাজও সে ভাবে এগোচ্ছে না বলে অভিযোগ। ২০০৯ সালে জামবনি ব্লকে ৪৪টি লোধা পরিবারের জন্য পাকা বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়। প্রতিটি বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। অধিকাংশ বাড়ি তৈরির কাজ এখনও বাকি রয়েছে। এ ছাড়া দরিদ্র লোধা-শবরদের জন্য আগের সরকারের চালু করা ‘জনশ্রী বিমা যোজনা’টি পুনর্নবীকরণ করার দাবি জানিয়েছেন তারাপদবাবুরা। ২০০৪ সালে বেলপাহাড়ির আমলাশোলে অনাহার ও অপুষ্টিতে চার শবর-সহ পাঁচ জনের মৃত্যুর পরে ২০০৫-০৬ সালে কেবলমাত্র লোধা-শবরদের জন্য জনশ্রী বিমা যোজনা চালু করা হয়েছিল। ওই বিমার মেয়াদ ছিল পাঁচ বছর। মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর বিমা প্রকল্পটি চালু করা হয়নি। এ দিন সংগঠনের ঝাড়গ্রাম মহকুমা সম্পাদক তারাপদ মল্লিক, জামবনি ব্লক সম্পাদক কার্তিক শবর ও ব্লক সভাপতি বুদ্ধদেব শবরের নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়।

উদ্যানবিদ্যা কর্মশালা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের পরিচালনায় উদ্যানবিদ্যা ও তার প্রয়োগ সংক্রান্ত এক কর্মশালার সুচনা হল সোমবার। কর্মশালায় উদ্যানবিদ্যা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও একটি নার্সারিতে কর্মশালায় যোগদানকারীদের হাতেকলমে প্রশিক্ষণও দেওয়া হবে। উদ্যোক্তাদের পক্ষে অধ্যাপক আশিসকুমার নন্দী জানান, ৩৫ জন কর্মশালায় যোগ দিয়েছেন। ছাত্র, গবেষক ছাড়াও রয়েছেন বেশ কিছু নার্সারির মালিকরা। ডিসস্ট্যান্ট এডুকেশান কাউন্সিলের আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মশালা চলবে আগামী শনিবার পর্যন্ত।

প্রশিক্ষণ শিবির
তফসিলি জাতি-উপজাতির বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে সিআইআই (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ)-এর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনে বৈঠক হল সোমবার। উপস্থিত ছিলেন সিআইআই-এর প্রতিনিধি গার্গী মিত্র, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ, জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ প্রমুখ। জেলা প্রশাসন সূত্রে খবর, সব মিলিয়ে ১০০ জন বেকার যুবক-যুবতীকে হসপিটালিটি ম্যানেজমেন্টে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে চলতি মাসের মধ্যেই ওই প্রশিক্ষণ শুরু হবে।

অ্যাডমিট কার্ড মেলেনি, ক্ষোভ
কাল, বুধবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখনও অ্যাডমিট কার্ড পেল না কোলাঘাটের সিদ্ধা শশী শ্রীপতি বিদ্যাভবনের ১২ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পরীক্ষার্থী বলেন, “সোমবার বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা গেলে জানানো হয় আমাদের কার্ড আসেনি। আমরা ফর্ম পূরণ করেছিলাম। তারপরেও কেন এমন হল জানি না।” পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “ওই বিদ্যালয়ের ১২ জন কম্পার্টমেন্টাল, কন্টিনিউইং ক্যান্ডিডেট (সিসি) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসেনি বলে অভিযোগ পেয়েছি। কার্ডের ব্যবস্থা করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে আর্জি জানিয়েছি।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন বন্দ্যোপাধ্যায় বলেন, “অফিসের বাইরে রয়েছি। এখনই কিছু বলতে পারব না।”

হাসপাতালে শ্লীলতাহানি
বকেয়া বেতন চাইতে ঠিকাদারের কাছে গিয়েছিলেন কাঁথি মহকুমা হাসপাতালে খাবার পরিবেশনের কাজে নিযুক্ত এক মহিলা ঠিকাকর্মী। অভিযোগ, তাঁকে শৌচাগারে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন ঠিকাদার কানাইলাল জানা। ওই মহিলার চিৎকারে হাসপাতালের লোকজন ছুটে আসেন। পেশায় স্কুলশিক্ষক কানাইবাবুকে বেধড়ক পেটানোর পরে বিবস্ত্র করে হাসপাতালের গেটে বসিয়ে রাখেন জনতা। পরে কাঁথি থানার পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। কানাইবাবু কাঁথি টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক হলেও বকলমে মহকুমা হাসপাতালে দীর্ঘ দিন ধরে রোগীদের খাবার পরিবেশনের কাজ সামলাচ্ছেন। কাঁথি থানার আই সি সোমনাথ দত্ত জানান, এর আগেও হাসপাতালের কাজে নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কানাইবাবুকে।

দিন-রাতের ক্রিকেট খেলা
দিন-রাতের ক্রিকেট প্রতিযোগিতা হল রামনগর-২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের হাতিশাল মাঠে। পরিচালনায় জনসেবক সঙ্ঘ। রবিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অসীম পণ্ডা প্রমুখ। হাজার দশেক দর্শকের উপস্থিতিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ১০টি দলের মধ্যে খেলা হয়। ফাইনালে কাঁথির মাইতি ক্যাবিনেট ইন্দিরা হারিয়ে দেয় বসন্তিয়া মহামেডান স্পোর্টিং। চ্যাম্পিয়ন দলকে ট্রফি-সহ নগদ ৫১ হাজার ও রানার্স দলকে ট্রফি-সহ ৩১ হাজার টাকা পুরস্কার হিসাবে তুলে দেন জনসেবক সঙ্ঘের সম্পাদক অলক নন্দ ও সভাপতি তমালতরু দাসমহাপাত্র। প্রতিযোগিতার বিশেষ আকর্ষন ছিল ক্রিকেট ম্যাচের সঙ্গে সঙ্গীত শিল্পী শ্রাবণী বসুর সঙ্গীত পরিবেশন। আতসবাজি প্রদর্শনীরও আয়োজন ছিল।

গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। জখম হলেন আরও কয়েকজন। সোমবার ভোরে মারিশদা থানার লোকাল বোর্ড বাসস্ট্যান্ডের কাছে দিঘা-কলকাতা সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম বীরেন সাউ (৫৫)। বাড়ি ওই এলাকাতেই। প্রতি দিনের মতো রবিবার সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় রাস্তায় একটি গাড়ি ও ট্রেকারের সংঘর্ষ হয়। গাড়িটি ট্রেকারকে ধাক্কা মেরে তাঁর উপর এসে পড়ে। ঘটনাস্থলেই মারা যান বীরেনবাবু। ট্রেকারের ১৪ জন আরোহীও কম-বেশি জখম হন। তাদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অর্ধেন্দু জানা নামে এক আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। পুলিশ ট্রেকার ও গাড়িটি আটক করেছে। দু’টিরই চালক বেপাত্তা।

ছাত্রীকে উত্ত্যক্ত, ধৃত
এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে দাসপুর থানার সুলতাননগর থেকে অমিত রানা নামে ওই যুবকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

মদের ঠেকে ভাঙচুর
শুধু কয়েকজন মদ্যপকে মারধর করা নয়, এগরার দেশবন্ধু পঞ্চায়েতের রুক্মিনীপুর পাটনা ও দাউদপুর গ্রামের পাঁচটি মদ ও গাঁজা বিক্রির ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন স্থানীয় মহিলারা। রবিবার সন্ধ্যার ঘটনা। মারধর খেয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন উত্তর দাউদপুর গ্রামের সঞ্জয় মহাপাত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.