বেহাল বেলদা-জাহালদা রাস্তা পরীক্ষার মুখে বাস বন্ধের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখে বাস বন্ধের হুমকি দিলেন বাস ব্যবসায়ীরা। সোমবার একাধিক বাস সংগঠন এ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করে। আলোচনা চলে। তারপরই এই হুমকি। বাস ব্যবসায়ীদের অভিযোগ, বেলদা থেকে জাহালদা পর্যন্ত রাস্তা দীর্ঘদিনবেহাল। পিচ উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে চাকা ঢুকে গিয়ে হামেশাই দুর্ঘটনা ঘটে। তবু রাস্তা সংস্কারের উদ্যোগ নেই।
বাস ব্যবসায়ীদের বক্তব্য, আগেও প্রশাসনের কাছে সমস্যা জানানো হয়েছে। ফের জানানো হচ্ছে। এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে এবং ওই রাস্তার হাম্পগুলো তুলে না দিলে বাস চালানো হবে না। জেলা প্রশাসন অবশ্য সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। কাল, বুধবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এই সময় বাস বন্ধ থাকলে তাদের চরম সমস্যায় পড়তে হবে। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি অবশ্য বলেন, “রাস্তাটি বাস চলাচলের অযোগ্য। সংগঠনের পক্ষ থেকে খড়্গপুরের মহকুমাশাসককে চিঠি দেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানে পদক্ষেপ না- করা হলে ওই রাস্তায় বাস চালানো বন্ধ করা ছাড়া উপায় নেই।” বাস ব্যবসায়ী সমিতির জেলা সহ-সভাপতি শিবু সরখেলেরও বক্তব্য, “এমনিতেই রাস্তা খারাপ। তার উপর আবার বেশ কয়েকটি হাম্প রয়েছে। ওই রাস্তায় বাস চালানো সম্ভব নয়।” |
|
খানখন্দে ভরা এই রাস্তা দিয়েই চলে যাতায়াত। —নিজস্ব চিত্র। |
পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বেলদা-জাহালদা। এই পথের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দিঘা-মেদিনীপুর রুটের বাসগুলো এই রাস্তা দিয়েই চলাচল করে। মাঝেমধ্যে সংস্কার হয় বটে। তবে একটা বর্ষা পেরোলেই ফের খানাখন্দ তৈরি হয়। বাস ব্যবসায়ীদের বক্তব্য, ক’মাস হল রাস্তাটি বাস চালানোর অযোগ্য হয়ে পড়েছে। তবু রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। জেলা প্রশাসনের আশ্বাস, সমস্যা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। তবে এই সময় বাস বন্ধ রাখলে পরীক্ষার্থী ও অভিভাবকরা ভয়ানক সমস্যায় পড়বেন। এই বিষয়টি বাস ব্যবসায়ীদের ভেবে দেখা উচিত। |
|