নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টে ১৩ উইকেট এবং ইংল্যান্ড সিরিজে চার টেস্টে ২০ উইকেট নিলেও চলতি সিরিজে ওঝার কথা ভাবা হয়নি। এ রকম যে হবে ঘুণাক্ষরেও বুঝতে পারেননি প্রজ্ঞান ওঝার ছোটবেলার কোচ বিজয় পল। বলছিলেন, “ইংল্যান্ড সিরিজের পর হায়দরাবাদে আমার কোচিং অ্যাকাডেমিতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য তৈরি হচ্ছিল প্রজ্ঞান। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের আক্রমণ করার সময় লাইন-লেংথে ধারাবাহিকতা রাখতে হবে। আক্রমণে আরও বৈচিত্র দরকার। এ সব নিয়ে দু’জন অ্যাকাডেমিতে প্রচুর আলোচনা করেছি। কেউই তখন ভাবিনি প্রথম দু’টেস্ট জায়গাই পাবে না প্রজ্ঞান। এই সিদ্ধান্তে নিশ্চয়ই ও খুব হতাশ হয়েছে। আমি নিজেও কম অবাক হইনি।” |
এখন পর্যন্ত সিরিজে স্পিনারদের পারফরম্যান্সের দিক থেকে রবিচন্দ্রন অশ্বিন এগিয়ে। দু’টেস্ট মিলিয়ে ১৮ উইকেট। রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার হিসেবে সুযোগ পেলেও তিনিও ১১ উইকেট তুলে নিয়ে অশ্বিনের পরেই। কিন্তু হরভজন পেয়েছেন মাত্র ৫ উইকেট। তাও উইকেট পিছু ৪০.৮০ রান দিয়ে। তবু হরভজনের পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ নেই ধোনির। বরং দ্বিতীয় টেস্টের পর ভাজ্জির এর আগের রেকর্ড এবং অজিদের বিরুদ্ধে অতীত সাফল্য উঠে এসেছিল ধোনির কথায়। ক্লার্কের দলে ছ’জন বাঁহাতি ব্যাটসম্যান থাকার কথাও উল্লেখ করেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু এই যুক্তি মানতে পারছেন না প্রজ্ঞানের কোচ। ‘‘বাঁ-হাতি স্পিনাররা কি বাঁ-হাতি ব্যাটসম্যানদের বল করে না? প্রজ্ঞান কি কখনও বাঁ-হাতি ব্যাটসম্যানের উইকেট পায়নি? নিজের উচ্চতাকে দারুণ ভাবে কাজে লাগায় ও। যে অ্যাঙ্গেলে প্রজ্ঞান বল করে বৈচিত্রের দিক থেকে সেটা ব্যাটসম্যানের ঘাতক হয়ে উঠতে পারে,’ বললেন বিজয়।
হরভজন তাঁর শততম টেস্টে মাত্র তিন উইকেট পেলেও দ্বিতীয় টেস্টে ঘরের মাঠে হায়দরাবাদি স্পিনার প্রজ্ঞানের কথা ভাবা হয়নি। এটাও মানতে পারছেন না বিজয়। বলছিলেন, ‘‘নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড দুটো সিরিজেই স্পিন অ্যাটাকে অশ্বিনের সঙ্গে প্রজ্ঞানের জুটি জমে গিয়েছিল। এ বছর ঘরোয়া মরসুমেও প্রজ্ঞানই সবথেকে সফল স্পিনার। তার পরেও ওকে টেস্ট দলের বাইরে রাখার যুক্তি কোথায়? তৃতীয় টেস্টে ভারতকে সিরিজ দখল করার জন্য সেরা ফর্মে থাকা স্পিনারদের নিয়ে নামা উচিত। তাই প্রজ্ঞানকে মোহালিতে বাইরে রাখার কোনও প্রশ্নই নেই আমার কাছে।’’
প্রজ্ঞানের কোচের পরামর্শ কি ধোনি শুনবেন? |