টুকরো খবর |
ব্যারেটো এখনও দলকে জেতাচ্ছেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগান থেকে ‘বাতিল’ হয়ে ভবানীপুরে এসে তিনি যে ফুরিয়ে যাননি, সোমবারও বুঝিয়ে দিলেন হোসে ব্যারেটো। আই লিগের দ্বিতীয় ডিভিশনে তাঁর গোলেই সিমলা ইয়ংসকে ১-০ হারাল ভবানীপুর। ব্যারেটো বলছেন, “জয়টা সব সময় উপভোগ করি। গোলও। তবে মাত্র দু’টি ম্যাচ জিতেছি।” ব্যারেটোর মতোই বড় দলের বাতিল অসীম বিশ্বাসও গোল পেলেন। এ দিন জোসকোর বিরুদ্ধে ম্যাচের শুরুতে গোল করে মহমেডানকে এগিয়েও দেন অশোকনগরের স্ট্রাইকার। পাল্টা আক্রমণে গিয়ে সমতা ফেরায় কেরলের দলটি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে চার্লসের গোলে জেতে মহমেডান। ছেলেদের এ দিনের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মহমেডান কোচ সঞ্জয় সেনও। ফোনে বললেন, “দল খুব ভাল খেলেছে এমনটা বলতে পারব না।” কোচিংয়ে ফিরে সুব্রত ভট্টাচার্যর শুরুটা অবশ্য ভাল হল না। গোয়ার ভাস্কোর বিরুদ্ধে ১-১ ড্র করল তাঁর ক্লাব সাদার্ন সমিতি। বললেন, “ভাস্কো খুব ভাল টিম। ড্র-এ আমি খুশি।” জর্জ টেলিগ্রাফ এবং এরিয়ানও হেরে গেল।
|
ক্রিকেট দলে সমস্যা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দলের সকলে যাননি। তাই বহরমপুরে সিএবি পরিচালিত আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্টের (সিনিয়র) দ্বিতীয় রাউন্ডে পশ্চিম মেদিনীপুর খেলতে পারবে কি না, সংশয় দেখা দিয়েছে। আজ, মঙ্গলবার খেলা রয়েছে। জেলার দলে সদস্য সংখ্যা ২০। অথচ সোমবার মাত্র ৯ জন বহরমপুর রওনা দেয়। ৯ জনে ম্যাচ খেলা অসম্ভব। সম্প্রতি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, এই তিনটি জেলাকে নিয়ে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা হয় মেদিনীপুরে। সর্বাধিক পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে পশ্চিম মেদিনীপুর। তবে দ্বিতীয় রাউন্ডের খেলায় কী হবে, সেটাই এখন প্রশ্ন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য বিদ্যুৎ বসুর আশ্বাস, “সমস্যা সমাধানের সব রকম চেষ্টা চলছে। আমরা বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি।”
|
দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা চুঁচুড়ায়
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
|
বীর পালোয়ান। —নিজস্ব চিত্র। |
বীন্দ্রভবন মঞ্চে কনকশালি ব্যায়াম সমিতির ব্যবস্থাপনা ও পশ্চিমবঙ্গ রাজ্য দেহ গঠন ও ফিটনেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মহিলা ও পুরুষদের সারা বাংলা ফিটনেস প্রতিযোগিতা। সংস্থার সম্পাদক দুর্গাদাস চট্টোপাধ্যায় জানান, প্রখ্যাত ব্যায়ামবিদ তারকনাথ সাহার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে পুরুষ বিভাগে ভূপিন্দর সিংহ ও মহিলা বিভাগে কমলিকা মুখোপাধ্যায় শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেন। অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হয় শতবর্ষ অতিক্রান্ত বিশ্বশ্রী মনোতোষ আইচকে। উদ্যোক্তারা জানান, অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক বসু ও বিধায়ক অসিত মজুমদার।
|
বিজেন্দ্রকে জেরা পুলিশের
সংবাদসংস্থা • চন্ডীগড় |
নতুন মোড় নিল ভারতীয় বক্সিং তোলপাড় করা ড্রাগ বিতর্ক। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিংহের নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছিল আগেই। সোমবার বিজেন্দ্রকে পঞ্জাব পুলিশ জেরা করল। যদিও বিজেন্দ্র ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশকে রক্ত এবং চুলের নমুনা দিতে অস্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেন্দ্রকে দুই সদস্যের তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করে এ দিন। তবে তাঁকে ঠিক কোথায় জেরা করা হয়েছে সেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তবে একটি সূত্রের খবর, এক জন ডিএসপি এবং এক ইন্সপেক্টর পঞ্চকুলায় তারকা বক্সারকে তদন্তের জন্য ডেকে পাঠিয়েছিলেন। বিজেন্দ্রর পাশাপাশি এ দিন জেরা করা হয় এই মামলায় অন্যতম অভিযুক্ত রাম সিংহকেও। তিনিই এর আগে পুলিশকে জানিয়েছিলেন, বিজেন্দ্রর সঙ্গে তিনি বেশ কয়েক বার নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রাক্তন এক নম্বর বক্সার বিজেন্দ্র যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
|
লক্ষ্মীই নেতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সর্বভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সইদ মুস্তাক আলি ট্রফির জন্য বাংলার অধিনায়ক করা হল লক্ষ্মীরতন শুক্লকে। ১৭ মার্চ আগরতলায় প্রথম ম্যাচে প্রতিপক্ষ অসম। পনেরো জনের স্কোয়াডে রয়েছেন শ্রীবৎস গোস্বামী, অভিষেক দাস, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার, দেবব্রত দাস, শুভময় দাস, সঞ্জীব সান্যাল, অলোক শর্মা, ইরেশ সাক্সেনা, মহম্মদ সামি, অলোকপ্রতাপ সিংহ, সায়নশেখর মণ্ডল, অর্ণব নন্দী এবং মনোজিৎ ঘোষ।
|
আজ শুরু প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আজ, মঙ্গলবার রাজ্য স্তরের সিনিয়র র্যাঙ্কিংয়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়িতে। রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘে ইন্ডোর কোর্টে। ১৪ মার্চ পর্যন্ত খেলা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে দার্জিলিং জেলা ব্যাডমিন্টন অ্যাসসিয়েশন এর আয়োজন করছে। আয়োজকরা জানান, পুরুষদের সিঙ্গল ও ডাবলস দুটি বিভাগে খেলা হবে। মহিলারা সিঙ্গলসে অংশ নেবেন। পুরুষ বিভাগে ৩৯ জন এবং মহিলা বিভাগে ৮ খেলোয়াড় অংশ নেবেন। এই প্রতিযোগিতায় শিলিগুড়ির বা উত্তরবঙ্গের কোনও খেলোয়াড় নেই।
|
হারল বাঁকুড়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগ ৯ উইকেটে হারাল বাঁকুড়ার সাঁতরা রামাইপণ্ডিত কলেজকে। সোমবার রামাইপণ্ডিত প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ২৬ রানে অল-আউট হয়ে যায়। পরে স্নাতকোত্তর বিভাগ তিন ওভারে ২৯ রান করে।
|
যুবরাজ ৭৭, দল ফাইনালে |
যুবরাজ সিংহ ও উন্মুক্ত চন্দের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে মধ্যাঞ্চলকে হারিয়ে দেওধর ট্রফির ফাইনালে পৌঁছল উত্তরাঞ্চল। সোমবার সকালে বৃষ্টি নামার কারণে ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৪৫। ৪১ ওভারের মধ্যেই ১৯০ রানে শেষ হয়ে যায় মধ্যাঞ্চলের ইনিংস। জবাবে যুবরাজ-উন্মুক্তের ১২৯ রানের পার্টনারশিপে ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় উত্তরাঞ্চল। ন টা চার ও তিনটে ছয়ের সাহায্যে ৭৭ রান করেন যুবরাজ। উন্মুক্ত ৫৬। দু’জনেই অপরাজিত থেকে যান।
|
রুনিকে চায় বায়ার্ন |
পরের মরসুমে রুনিকে সই করানোর ইচ্ছাপ্রকাশ করলেন বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট ফ্রাঞ্জ বেকেনবাউয়ার। “আমি খুব খুশি হব যদি পরের বার রুনি বায়ার্নে সই করতে চায়,” বলেছেন কাইজার। যদিও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি স্যর ববি চার্লটন জানাচ্ছেন, রুনির মতো মহাতারকাকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁদের ক্লাবের। ম্যান ইউ বস ফার্গুসন একই কথা আগেই বলেছিলেন। অন্য দিকে, টটেনহ্যাম তারকা গ্যারেথ বেল-কে পরের মরসুমে সই করানোর জন্য ঝাঁপিয়েছে বেকহ্যাম-ইব্রাহিমোভিচের প্যারিস সাঁ জাঁ।
|
রোনাল্ডোর আরও ২ |
|
মেসির বিশ্বরেকর্ডের চব্বিশ ঘণ্টার মধ্যে লা লিগায় জোড়া গোল করে জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের দাপটে রবিবার রিয়াল মাদ্রিদ ২-১ সেল্টা ভিগো-কে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল। পেনাল্টি-সহ রিয়ালের দু’টো গোলই রোনাল্ডোর। যাঁর এ মরসুমে মোট গোল সংখ্যা ৪২। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ ০-১ রিয়াল সোসিদাদের কাছে হেরে তিনে নেমে গিয়েছে।
|
অনির্বাণ দ্বিতীয় স্থানে |
ভাল ফর্মের পুরস্কার পেলেন অনির্বাণ লাহিড়ী। এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিট-এ দ্বিতীয় স্থানে উঠে এলেন বাঙালি গল্ফার। গত বছর এই তালিকায় দশম স্থানে ছিলেন অনির্বাণ। শনিবার দিল্লি গল্ফ ক্লাবে কেরিয়ারের তৃতীয় এশিয়ান ট্যুর খেতাব জেতার পরই অর্ডার অফ মেরিটে উঠে আসা নিশ্চিত হয়ে গিয়েছিল অনির্বাণের। প্রথম স্থানে তাইল্যান্ডের চাওয়ালিত প্লাফোল।
|
সুরভির ত্রিমুকুট |
সাদার্ন পার্ক বিদ্যুৎ সঙ্ঘের টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুট সুরভি পাটওয়ারের। দ্বিমুকুট জিতেছে স্পৃহা দেবনাথ ও অভিষেক আটলারি। বিভিন্ন ক্যাটেগরিতে সেরা ধ্রুবদিত্য চাকলাদার, অনুরাগ হালদার, অভিষেক ঘোষ।
|
নইমকে অনুরোধ |
বেনিফিট ম্যাচের অর্থ গ্রহণ করার জন্য সৈয়দ নইমুদ্দিনকে অনুরোধ জানাল ম্যাচের সংগঠকরা। সংস্থার প্রেসিডেন্ট সুজিত বসু দ্রোণাচার্য কোচকে চিঠি দিয়ে এই অনুরোধ জানান। প্রসঙ্গত, ২ মার্চ তাঁর বেনিফিট ম্যাচে ইস্টবঙ্গল মাঠে দর্শক না হওয়ায় ক্ষোভে প্রাপ্ত অর্থের চেক ফেরত পাঠিয়ে দিয়েছিলেন নইম। |
|