জয়টা প্রত্যাশিতই ছিল। আর সেই প্রত্যাশা মতো মায়ামিতে নিজের সতেরো নম্বর বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপ জিতলেন টাইগার উডস। ২০০৯-এ যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে সিংহাসনচ্যূত হওয়ার পর থেকে গত পাঁচ বছরে তাঁর সেরা জয়। তবে শুধু সাতাশটা বার্ডির রেকর্ড গড়ে এখানে জেতার জন্যই নয়, মরসুমটা উডস যে রকম দুরন্ত ফর্মে শুরু করেছেন, তাতে ‘বাঘ’ আবার পুরনো বিক্রমে, বলাবলি করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বীরা। চলতি মরসুমে টোরে পাইনস-এর পর এটা উডসের দ্বিতীয় খেতাব। পনেরো দিনের মাথায় বে হিল-এ টুর্নামেন্টেও যদি জেতেন, তবে ররি ম্যাকিলরয়ের কাছ থেকে পুনরুদ্ধার করে ফেলবেন এক নম্বরের তাজটা। আগামী মাসে বছরের প্রথম মাস্টার্স, আগাস্টা। বলা হচ্ছে, আগাস্টা জিততে পারলে গল্ফ দুনিয়ায় আবার একাধিপত্য কায়েম করে ফেলবেন কিংবদন্তি। |
রবিবার শেষ রাউন্ডে ৭১ স্কোর করে দুই শটে জয় নিশ্চিত করেন উডস। পিজিএ ট্যুরে তাঁর ৭৬তম খেতাব। গত বছর এখানেই ফাইনাল রাউন্ডের মাঝপথে গোড়ালির চোট নিয়ে সরে দাঁড়িয়েছিলেন উডস। তাঁর গল্ফ-ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠে গিয়েছিল। এক বছর পর সেখানেই জিতে ঘুরে দাঁড়ালেন। গত ক’মাস কোচ শন ফোলের সঙ্গে নিজের সুইংটা বদলানো নিয়ে খেটেছেন। উডস জানিয়েছেন, তারই সুফল পাচ্ছেন। বলেছেন, “খেলায় যে পরিবর্তনগুলো চাইছিলাম সেগুলো ঠিকঠাক হচ্ছে।” সঙ্গে যোগ করেছেন, “আমি শুধু আগের মতো ভাল খেলতে চাই না। আগের থেকেও ভাল হতে চাই।” এই মন্তব্যটাই সম্ভবত সবথেকে বেশি চিন্তায় ফেলবে তাঁর প্রতিদ্বন্দ্বীদের। |