তাঁর দেশের সম্পদ ‘টোটাল ফুটবল’। কিন্তু ভারত এগোবে বিশ্ব ফুটবলের কোন ফর্মুলায়? তা ঠিক করতেই ট্রেভর জেমস মর্গ্যান, করিম বেঞ্চারিফাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন উইম কোভারম্যান্স।
আই এফ এ শিল্ডের ফাইনালের আগের দিন অর্থাৎ ১৯ মার্চ কলকাতার কোচেদের সঙ্গে ডাচ কোচের আলোচনায় আরও একটি বিষয় হলকী ভাবে রহিম নবি, মেহতাব হোসেনদের খেলার মান বাড়ানো যায়। তা ক্লাব কোচেদের বুঝিয়ে দেওয়া। কোন পথে ভারত আগামী দিনে খেলবে তা ঠিক করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন কোভারম্যান্স। টিডি রব বানকে নিয়ে। গোয়ায় আর্মান্দো কোলাসো, সুভাষ ভৌমিকদের সঙ্গে ১৭ মার্চ আলোচনায় বসছেন তাঁরা। সেখান থেকেই তাঁরা চলে আসবেন শহরে। ফেডারেশন সচিব কুশল দাস দিল্লি থেকে ফোনে বললেন, “এএফসি কাপে হারের পর কোচেদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাঁরা জানিয়েছেন, খেলোয়াড়দের মানোন্নয়ন খুব জরুরি। আর তা ক্লাব কোচেদের ছাড়া সম্ভব নয়। সে জন্যই আই লিগ কোচেদের সঙ্গে আলোচনা করতে চাইছেন কোভারম্যান্স।”
কোচেদের সঙ্গে আলোচনার পরদিনই অর্থাৎ ২০ মার্চ আইএফএ শিল্ডের ফাইনাল। কর্তারা চাইছেন, কোভারম্যান্স এবং রব বান সে দিন মাঠে থাকুন। ম্যাচ হবে যুবভারতীতে। এ দিন শিল্ডের দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের দিন ঘোষণা করে দিল আইএফএ। পুলিশের অনুমতি পেলে দুটি সেমিফাইনাল হবে ১৫ মার্চ ও ১৭ মার্চ। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে কি না তা জানা যাবে আজ মঙ্গলবার সাপ্রিসা এবং ইউনাইটেড সিকিম ম্যাচের পর। এই ম্যাচে সাপ্রিসা জিতলেই সেমিফাইনালেই মুখোমুখি হবেন চিডি-ওডাফারা। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় জানালেন, “ইস্টবেঙ্গল যেহেতু ১৫ মার্চ ভিয়েতনাম থেকে ফিরছে সে জন্য তাদের ম্যাচ হবে সতেরো তারিখ।” শেষ পর্যন্ত শিল্ড সেমিফাইনালে ডার্বি হলে তা হবে ১৭ মার্চ যুবভারতীতে। আইএফএ কর্তারা ঠিক করেছেন, ডার্বি হলে টিকিটের দাম সাধারণের আওতার মধ্যে রাখতে।
এ দিন প্রয়াগ ইউনাইটেড ২-১ গোলে হারিয়ে দিয়েছে ওএনজিসিকে। অসাধারণ একটি গোল করেন কোস্তারিকার কার্লোস হার্নান্ডেজ। ফলে এলকো সাতোরির দল চলে গেল শেষ চারে। প্রয়াগ সেমিফাইনাল ম্যাচ খেলবে ১৫ মার্চ। আইএফএ চেষ্টা চালাচ্ছে যুবভারতীর দুটি ম্যাচই নৈশালোকে করতে। আইএফএ শিল্ডের জন্য মোহনবাগান-পুণে এফসি আই লিগের ম্যাচ স্থগিত করে দিয়েছে ফেডারেশন।
মোহনবাগান আই লিগের ম্যাচ যুবভারতীতে খেলতে না চাইলেও শিল্ডের ম্যাচ তাদের যুবভারতীতে খেলতে কোনও আপত্তি নেই। তবে মোহন সচিব অঞ্জন মিত্র বলছেন, “যুবভারতীর টার্ফ এবং স্টেডিয়ামের পরিষেবার যে ব্যবস্থা তাতে ফুটবলার এবং সমর্থকদের স্বার্থে খেলা উচিত নয়। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের খেলতে হচ্ছে।” রবিবার কল্যাণীতে মোহনবাগানের মণীশ ভার্গবের সঙ্গে সংঘর্ষে আহত দেপোর্তিভো সাপ্রিসার গোলকিপার ডগলাস এসপিনোজা এ দিন ছাড়া পেলেন হাসপাতাল থেকে। হোটেলে ফিরে কোস্তারিকার ক্লাব দলের গোলকিপার বললেন, “যে ভাবে আমার বিপদে ঝাঁপিয়ে পড়ে সবাই সাহায্য করলেন তাতে আমি আপ্লুত।”
|