লিও মেসির বার্সেলোনার কাছে এই মুহূর্তে অনুপ্রেরণা স্প্যানিশ লিগের সবচেয়ে নীচে থাকা দল! চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক উঠে দাঁড়ানোর লড়াইয়ের আগের দিন মেসির মুখে উঠে আসছে দেপোর্তিভো লা করুনা-র নাম। যারা কিনা লা লিগায় এখন ‘লাস্ট বয়’। যাদের বিরুদ্ধেই আটচল্লিশ ঘণ্টা আগে গোল করে মেসির বিশ্ব ফুটবলের লিগ ইতিহাসে বিশ্বরেকর্ড। এমন বিপক্ষের থেকেও টানা গত চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মঙ্গলবার রাতের লড়াইয়ের রসদ খুঁজছেন। বার্সেলোনার কাছে এসি মিলান আপাতত এমনই তেতো বড়ি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই মেসির দলের বিদায় ঘটবে যদি ফিরতি ম্যাচ বার্সেলোনা দু’গোলের বেশি ব্যবধানে জিততে না পারে। ২-০ জিতলেও ন্যু কাম্পে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। আর মিলান যদি নব্বই মিনিটে এক গোলও করে, তখন বার্সাকে চার গোল করতে হবে। “শুনেছি, এসি মিলানকেই ফিরতি ম্যাচে দেপোর্তিভো লা করুনা একবার চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ হারিয়ে পরের রাউন্ডে উঠেছিল। প্রথম লেগে মিলানে গিয়ে ১-৪ হেরে আসার পরেও। ওরা যদি পারে, তা হলে আমরাও পারব না কেন?” বলে দিয়েছেন মেসি। হয়তো সতীর্থ জাভি-ইনিয়েস্তা-পিকে-পুওলদের তাতাতেও। |
মেসির গলায় আশা থাকলে বার্সায় তাঁর দেশোয়ালি সতীর্থ, আর্জেন্তিনীয় ডিফেন্ডার মাসচেরানোর গলায় আশঙ্কাও রয়েছে। হেড কোচ টিটো ভিলানোভা ক্যানসারের চিকিৎসা করাতে আমেরিকা যাওয়ার পর থেকে বড় ম্যাচ জিততে পারছে না বার্সা। পাঁচ দিনের মধ্যে দু’বার রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে। নতজানু হয়েছে এসি মিলানের সামনে। সহকারী কোচ ইওর্দি রৌরা সম্পর্কে নিন্দুকেরা বলছেন, তিনি নাকি ফিজিক্যাল ট্রেনারের বেশি কিছু নন। বড় যুদ্ধ জয়ের গেমপ্ল্যান করবেন কী ভাবে? মাসচেরানোও বলেছেন, “টিটোকে আমরা সত্যিই মিস করছি। বস-কে ছাড়া যে কোনও টিমের পরিস্থিতি কঠিন। অনেকটা চেয়ারম্যানকে ছাড়া বড় কোম্পানির মতোই।” মেসি অবশ্য বলছেন, “টিটোর না থাকা একটা অভাব তো বটেই। কিন্তু আমাদের একটা শক্তিশালী ড্রেসিংরুম আছে যাদের উচিত সেই অভাব বুঝতে না দেওয়া।”
সেই ‘শক্তিশালী ড্রেসিংরুম’ মরণবাঁচন লড়াইয়ের আগে সুস্থ জাভিকে পাওয়ায় আরও সমৃদ্ধশালী হওয়ার সম্ভাবনা। এ ছাড়া আলভেজ ঘরোয়া ম্যাচে চার ম্যাচ সাসপেন্ড হলেও চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রথম এগারোয় থাকছেন কাল। তা সত্ত্বেও ইতালির কিংবদন্তি তথা প্রাক্তন এসি মিলান কোচ আরিগো সাক্কি মনে করছেন, “বার্সার আর সেই আগের অসাধারণত্ব নেই। ওরা এখন টপ ফর্মে নেই। আর টপ ফর্মে না থাকলে নক আউট লেভেলের ইউরোপিয়ান টাই-য়ে দু’গোলের ব্যবধান ঘুচিয়ে জেতা প্রায় অসম্ভব। কারণ নক আউটে এলেবেলে প্রতিপক্ষ থাকে না।”
মাসিমিলিয়ানো আলেগ্রি-র মিলান অবশ্য এক নম্বর স্ট্রাইকার পাজিনির চোটে দুশ্চিন্তায়। পায়ের হাড়ে চিড় ধরায় তিনি মঙ্গলবারের ম্যাচের বাইরে। কেভিন প্রিন্স বোয়াতেংয়ের পাশে শুরু থেকে খেলবেন হয়তো এল শারওয়ে। পাজিনির পরিবর্ত এমবোয়ে নিয়াং, বোজান এমনকী রোবিনহো-র মধ্যে যে কাউকে বাছতে পারেন আলেগ্রি। দু’গোল হাতে নিয়ে অ্যাওয়ে ম্যাচ ড্র রাখা স্বভাবতই লক্ষ্য হবে মিলানের। যদিও কোচ বলছেন, “আমরা জেতার জন্য খেলব।” যে মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন স্বয়ং মেসি-ও। “মিলান ন্যু কাম্পে একটা গোল করে ফেললে কিন্তু তখন আমাদের পরের রাউন্ডে ওঠা সত্যিই খুব কঠিন হয়ে যাবে।”
তার পরেই ফুটবলের রাজপুত্র হয়তো আসল কথাটা বলে ফেলেছেন। “বার্সার হার দেখার জন্য অনেক লোক বসে থাকে। আসলে বার্সা এমনই দুর্ধর্ষ দল, যারা দু’টো ম্যাচ হারলেই লোকে বলে বিপর্যয়। কিন্তু দুটো বড় ম্যাচ জিতলে বলা হয়, এটাই স্বাভাবিক। মঙ্গলবার আশা করি সেই স্বাভাবিক ঘটনা ঘটাতে পারব।”
|
আশীর্বাদ-অভিশাপ |
• নিজেদের মাঠ ন্যু কাম্পে শেষ ১৯ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। যার মধ্যে জয় ১৫।
• এই টুর্নামেন্টে ঘরের মাঠে মেসিরা শেষ হেরেছেন সাড়ে তিন বছর আগে। ২০০৯ অক্টোবরে, রুবিন কাজানের কাছে।
• স্পেনের মাটিতে এসি মিলানের ২৩ ম্যাচে জয় ৪। হার ১৩। চলতি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ম্যাচেই মালাগার কাছে অ্যাওয়ে ম্যাচ হেরেছে ০-১।
• এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা উঠে দাঁড়ানো এসি মিলানের বিরুদ্ধে এক স্প্যানিশ দলেরইদেপোর্তিভো লা করুনা। ২০০৩-এ মিলানে ১-৪ হেরে ঘরের মাঠে জিতেছিল ৪-০। |
|