বন দফতরের অনুমতি না নিয়ে মাস ছয়েক ধরে হরিপালের মালিয়া গ্রামের একটি বাগান থেকে বেশ কিছু বড় গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। বন দফতর এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পিছনে পারিবারিক বিবাদ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালদারপাড়ার তিন বিঘা ওই বাগানের একাংশের মালিক স্থানীয় বাসিন্দা আবু হাসান হালদার এবং তাঁর তিন ভাই।
বাগানটির অপর শরিক আবু হাসানের আত্মীয় দিলওয়ার হোসেন হালদার ও তাঁর ভাই আসরফ হোসেন হালদার। আসরফরাই এই ক’মাসে ওই বাগানের বট, অশ্বত্থ, তেঁতুল-সহ অন্তত ৪০টি গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করেছিলেন আবু হাসান। এ জন্য তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।
বন দফতর জানিয়েছে, পারিবারিক বাগান হলেও বড় গাছার কাটার ক্ষেত্রে বন দফতরের অনুমতি নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। হুগলির রেঞ্জ অফিসার চিত্তরঞ্জন প্রামানিক বলেন, “অবৈধ ভাবে গাছ কাটার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।”
দিলওয়ার হোসেনের ছেলে তাহাজ্জাদা হোসেন হালদারের দাবি, “বাগানে দামি গাছ কিছু ছিল না। পরিবারের সকলের সম্মতি নিয়েই কিছু গাছ কাটা হয়েছে।” |