সুন্দরবনের ঝিলা-৫ জঙ্গলের ধার থেকে রবিবার সকালে উদ্ধার হয়েছিল একটি বাঘের মৃতদেহ। সোমবার সজনেখালি রেঞ্জ অফিসে ময়না-তদন্তের পরে বন দফতর দাবি করেছে, অঙ্গপ্রত্যঙ্গ বিকল (মাল্টি-অর্গান ফেলিওর) হয়ে যাওয়ার কারণেই বাঘটির মৃত্যু হয়। রবিবারই ভুটুভুটিতে তুলে বাঘটিকে ওই রেঞ্জ অফিসে আনা হয়। সোমবার কলকাতা চিড়িয়াখানার পশু চিকিত্সক অর্ণব মাঝির নেতৃত্বে তিন জনের একটি দল বাঘটির দেহের ময়না-তদন্ত করে। তার পরে নিয়মমাফিক বাঘটির ভিসেরা এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়। উপস্থিত ছিলেন ‘ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি’র একটি প্রতিনিধি দলও।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “মাল্টি-অর্গান ফেলিওরের জন্যই বছর দশেকের বাঘটি মারা গিয়েছে বলে ময়না-তদন্তে জানা গিয়েছে।”
|
বেশ কয়েক দিন ধরেই মন খারাপ ছিল ১১ বছরের মিস্টার স্টাবসের। ভাল করে সাঁতার কাটতে পারছিল না যে। তবে এত দিনে মুখে ‘হাসি’ ফুটেছে স্টাবসের। সৌজন্যে ৩ ফুট লম্বা কৃত্রিম লেজ। আর এই লেজে ভর করেই দিব্যি সাঁতার কেটে বেড়াচ্ছে ১১ বছরের কুমির ছানাটি। হ্যাঁ স্টাবস একটি কুমির। কয়েক দিন আগে একটা দুর্ঘটনায় লেজ হারায় সে। এর পর থেকেই ঠিকমতো হাঁটাচলা বা সাঁতার কাটতে পারছিল না স্টাবস। তার দুঃখে সমব্যথী হয়ে সরীসৃপদের দেখভাল করে ‘ফিনিক্স হারপেটোলজিক্যাল সোসাইটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কৃত্রিম ওই লেজ বানায়। তবে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ দেওয়ার পরে তবেই সিলিকন রবার দিয়ে তৈরি ওই লেজটি কুমিরটিকে পরানো হয়। পৃথিবীতে প্রথম। এখন নাকি মাঝেমধ্যেই লেজ নাড়িয়ে ধন্যবাদ জানাচ্ছে স্টাবস। তবে একটা ব্যাপারে বেশ চিন্তিত সংস্থার অন্যতম সদস্য আরিজোনার জাস্টিন জর্জি। কারণ স্টাবসের বয়স সবে ১১ বছর। সাধারণত ৬০-৭০ বছর বাঁচে কুমিররা। তাই তাঁদের আরও বেশ কয়েকটা লেজ বানাতে হবে বলেই মনে করছেন জর্জি।
|
বনকর্মীদের সব চেষ্টা ব্যর্থ করে সোনামুখী থেকে দলমার প্রায় দেড়শো হাতির একটি পাল ফের বড়জোড়ামুখী হল। তাড়ানোর উদ্দেশ্যে বড়জোড়া থেকে দলটিকে বহু চেষ্টায় সোনামুখীতে আনা হয়েছিল। হাতি তাড়াতে গিয়ে এক হুলাকর্মী জখম হয়েছিলেন। অভিযান ভাটা পড়ল বলে রেঞ্জ অফিসার স্বীকার করে নিয়েছেন। |