নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চুরি হয়ে গেল আস্ত একটা বাস!
রাতে সেতুর উপর বাসটি গ্যারাজ করে গিয়েছিলেন চালক। সকালে এসে দেখলেন তা উধাও। এমনকী যে যুবকের কাছে চাবিটা দেওয়া ছিল সে-ও বেপাত্তা। চারিদিকে খোঁজার পরে শেষে পুলিশের দ্বারস্থ হন বাসমালিক। যে যুবকের কাছে চাবি ছিল তাকে আটক করেছে পুলিশ। কিন্তু বাসের সন্ধান মেলেনি। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। কয়েক দিন আগে দক্ষিণেশ্বর থেকেও একটি বাস চুরির ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রের খবর, হাওড়া ময়দানে মেট্রো রেলের কাজ চলার জন্য বঙ্কিম সেতুর উপরেই সমস্ত রুটের বাসগুলিকে রাতে গ্যারাজ করা হয়। সেই মতো শনিবার রাতে ওই সেতুর উপরেই জেএনএনইউআরএম-এর হাওড়া-সল্টলেক রুটের একটি বাস গ্যারাজ করেন ওই বাসের কর্মীরা। যাওয়ার সময় তাঁরা ওই রুটের বাসের চাবিটি অন্য একটি বাসের কর্মী অষ্ট দাসের কাছে দিয়ে গিয়েছিলেন। চুরি যাওয়া ৭১ নম্বর রুটের বাসটির মালিক শিবশঙ্কর দে পুলিশকে জানান, প্রায় এক বছর আগে একবার ওই বাসটি চালিয়েছিলেন অষ্ট। |
সোমবার সকালে বাসের নির্দিষ্ট চালক না আসার কথা থাকায় অষ্টকে বাসটি চালাতে বলা হয়েছিল। সেই মতো শনিবার রাতে বঙ্কিম সেতুতে বাসটি গ্যারাজ করার পরেই ওই যুবক এসে চাবিটি নিয়ে নেয়। কিন্তু রবিবার সকালে কন্ডাক্টর ও সাফাই কর্মীরা এসে দেখেন বাসটি উধাও। এমনকী অষ্টরও কোনও খোঁজ নেই। সারা দিন বিভিন্ন জায়গায় বাসের খোঁজ করার পরেও সন্ধান না মেলায় শিবশঙ্কর সোমবার সকালে
হাওড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, রবিবার সারা দিন অষ্টর খোঁজ না মিললেও সোমবার দুপুরে বঙ্কিম সেতুতে ঘুরতে দেখা যায় ওই যুবককে। অন্যান্য বাসের কর্মীরা তাকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, “আস্ত একটা বাস চুরি হয়ে গেল কী ভাবে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
গত ৩ মার্চ শনিবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে দক্ষিণেশ্বর আইল্যান্ড এলাকায় দক্ষিণেশ্বর-বাবুঘাট রুটের একটি বাস গ্যারাজ করেছিলেন চালক রাজকিশোর শর্মা। রবিবার সকালে তিনি এসে দেখেন বাস উধাও। পরে বরাহনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়। যদিও এখনও সেই বাসের সন্ধান মেলেনি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক পুলিশ কর্তার কথায়, “বছর খানেক আগে ডানলপ মোড় থেকে চুরি হওয়া একটি বাস পরে বনগাঁয় পাওয়া গিয়েছিল। দেখা গিয়েছিল তেল চুরির জন্যই বাসটি চুরি করা হয়েছিল।” পুলিশ সূত্রের খবর, অনেক সময় দেখা যায় বাসের ট্যাঙ্কারে ভর্তি তেল কিংবা চাকা, যন্ত্রাংশ চুরির জন্যও বাস বহু দূরে কোথাও নিয়ে গিয়ে চুরির কাজ করা হয়। |