সংসদে দলনেত্রীর পাশেই সৌগত
তান্তরের জেরে শিল্প উপদেষ্টার পদ ছেড়েছেন তিনি। তার পর ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন...’ গানটির কথা উল্লেখ করে জল্পনাকে উস্কেও দিয়েছেন। কিন্তু আজ লোকসভায় সাংসদ সৌগত রায় কিন্তু মমতার পাশে দাঁড়িয়ে আক্রমণ করলেন কংগ্রেসের রেল বাজেটকে।
আজ বাজেট বিতর্কে দলের শেষ বক্তা হিসাবে বলতে গিয়ে পূর্বসূরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরদর্শী বলে উল্লেখ করেছেন তিনি। বর্তমান রেলমন্ত্রী পবন বনশলের মধ্যে প্রাজ্ঞতার অভাব রয়েছে বলে কটাক্ষও করেন দমদমের সাংসদ।
দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ পূর্ণাঙ্গ রেল বাজেটের সমালোচনায় প্রথম থেকেই সরব ছিলেন তৃণমূল নেতৃত্ব। দলের অভিযোগ, তৃণমূল ইউপিএ ছাড়ায় রেল বাজেটে পশ্চিমবঙ্গের প্রতি প্রতিহিংসামূলক মনোভাব দেখিয়েছেন পবন বনশল তথা কংগ্রেস নেতৃত্ব। উদাহরণ হিসাবে সৌগতবাবু আজ রাজ্যের মেট্রো প্রকল্প থেকে রেল কারখানা নির্মাণ-বিভিন্ন রেল প্রকল্পগুলির ক্ষেত্রে কী পরিমাণ আর্থিক ছাঁটাইয়ের শিকার হয়েছে রাজ্য তা বিস্তারিত ভাবে তুলে ধরেন। বলেন, “আসলে ওই রেল বাজেট বাংলাকে খতম করার বাজেট।”
শুধু আর্থিক বঞ্চনাই নয়। সৌগতবাবুর অভিযোগ, কলকাতা ও শহরতলির নিত্যযাত্রীদের যাতায়াত সুগম করতে যথেষ্ট লোকাল ট্রেন দেওয়ার সদিচ্ছা দেখাতে ব্যর্থ রেল মন্ত্রক। তাঁর কথায়, “মুম্বই যেখানে ৭২টি লোকাল ট্রেন পেয়েছে সেখানে পশ্চিমবঙ্গ পেয়েছে মাত্র ১৮টি।” ভাড়া ও পণ্য পরিবহণের মাসুল বৃদ্ধি নিয়েও আজ পবন বনশলের সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, “এটি একটি নিষ্ঠুর রেলমন্ত্রীর পেশ করা নিষ্ঠুর বাজেট।” রেলের যে আর্থিক অবস্থা তাতে চলতি বছরে রেল কর্মীদের নির্দিষ্ট সময়ে বোনাস দিতে পারবে কি না তা নিয়েও আজ সংশয় প্রকাশ করেন সৌগতবাবু।
দিন কয়েক আগেই রাজ্যসভায় গাঁধী পরিবারের প্রতি কংগ্রেসের পক্ষপাতিত্ব নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ পরোক্ষে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে আক্রমণ করতে ছাড়েননি সৌগতবাবুও। চলতি বাজেটে রায়বরেলী কেন্দ্রের জন্য রেল কারখানা থেকে শুরু করে একাধিক রেল প্রকল্পের ঘোষণা করা হয়েছে। আজ সেই সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেন, “কংগ্রেস দলের পোপ থাকেন রায়বরেলীতে। পবন বনশল একজন ধার্মিক ব্যক্তি। তাই রায়বরেলীর জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করে তিনি পোপের প্রতি নিজের শ্রদ্ধা জানিয়েছেন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.