টুকরো খবর
দুই পুলিশ গ্রেফতার, তীব্র নিন্দা আদালতের
তরন তারনের রাস্তায় এক তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় দুই পুলিশকর্মীকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পাশাপাশি আজ আরও এক বার পঞ্জাব সরকারকে এক হাত নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রবল সমালোচনার মুখে পড়ে আগেই অভিযুক্তদের সাসপেন্ড করেছিল পঞ্জাব সরকার। গোটা ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়। আজ অভিযুক্ত হেড কনস্টেবল দেবেন্দ্র কুমার ও কনস্টেবল সরোজ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ মার্চ রাতে বাবার সঙ্গে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় কিছু ট্রাকচালক অশালীন ব্যবহার করে হরবিন্দর কৌর নামে এক তরুণীর সঙ্গে। পুলিশে অভিযোগ জানাতে গেলে তাঁর মেয়েকেই মারধর করা হয় বলে অভিযোগ করেন হরবিন্দরের বাবা। বিভিন্ন চ্যানেলে সেই বেধড়ক মারের ছবি প্রকাশিত হওয়ার পরে কোর্ট তীব্র ভর্ৎসনা করে রাজ্য সরকারকে। সোমবার এ নিয়ে কেন্দ্র ও সব রাজ্য সরকারকে একটি নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে জানতে চাওয়া হয়েছে, পুলিশে সংস্কার নিয়ে আদালত যে নির্দেশ দিয়েছিল, তার প্রয়োগ কতটা হয়েছে। ঘটনার দিন, তাঁদের অভিযোগ না শুনে, উল্টে চালকদের থেকেই ওই দুই পুলিশ ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ তরুণীর বাবার। বিচারপতি জি এস সিঙ্ঘভির নেতৃত্বাধীন বেঞ্চ পঞ্জাব পুলিশের ডিজিপির কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। ক্ষুব্ধ কোর্ট এ দিন ফের পঞ্জাব পুলিশের নিন্দা করেছে। কোর্টের প্রশ্ন, “ওই মহিলা কি জঙ্গি ছিলেন যে রাস্তায় ওই ভাবে তাঁকে মারধর করা হল?”

মেঘালয়ে তিন জন মহিলা মন্ত্রী
এই প্রথম মেঘালয় মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন একই সঙ্গে তিন মহিলা। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, সনিয়া গাঁধী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মুকুল সাংমার তৈরি মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা অনুমোদিত করেছেন। গত বারের ছয় মন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভায় পাঁচটি নতুন মুখও থাকছে। মহিলা প্রধান হিসাবে পরিচিত মেঘালয়ে মহিলা ভোটারের সংখ্যাই বেশি ছিল। ২৫ জন মহিলা প্রার্থীর মধ্যে কংগ্রেসের মহিলা প্রার্থী ছিলেন ছ’জন। তার মধ্যে চার জন জেতেন। মেঘালয়ের বৃহত্তম মহিলা সংগঠন সিএসডব্লিউওর সভাপতি অ্যাগনেস খারসিং বলেন, “রাজ্যের মহিলা-প্রধান চরিত্রটা একটা ধাপ্পা। শুধু রান্না ঘরের চাবিটুকুই তাঁদের অধিকারে থাকে। দেখা যাক, চার মহিলা বিধায়ক মহিলাদের প্রতিনিধিত্বের পতাকা কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন।”

রাজ্যপাল নিয়োগে বিতর্ক
সিবিআইয়ের প্রাক্তন প্রধান অশ্বিনী কুমারকে নাগাল্যান্ডের রাজ্যপাল নিয়োগ করা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর শুরু হল। বিজেপির বক্তব্য, অবসরের পর প্রাক্তন আমলাদের পদ পাইয়ে দেওয়ার বহর দেখেই বোঝা যায়, পদে থাকার সময় তাঁরা কোন দিকে ঝুঁকে ছিলেন। সরকার এই যুক্তি উড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীর মতে, দু’বছর আগে অশ্বিনী কুমার অবসর নিয়েছেন। ফলে এখন তাঁকে রাজ্যপাল করাতে বাধা নেই। বিজেপিও তাদের আমলে কতজন আমলাকে অবসরের পর পদ দিয়েছে, তার হিসাব নিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের যুক্তি, অবসরের পরেও যদি কেউ দেশের সেবা করতে চান, তাতে আপত্তির কী আছে?

মোদীকে নোটিস
নরেন্দ্র মোদীকে আইনি নোটিস ধরালেন স্থানীয় কংগ্রেস নেতা এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সদস্য কে কে বেনসন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উদ্দেশে করা বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই নোটিস। চলতি মাসের তিন তারিখে একটি বক্তৃতায় মনমোহন সিংহের নাম না করেই মোদী বলেন, “আসন রক্ষা করার জন্য এক জন নৈশ প্রহরী নিয়োগ করেছে কংগ্রেস।” বেনসন জানান, নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে মোদী প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা না চাইলে মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ব্যক্তিগত অভিযোগ করবেন তিনি।

অখিলেশের উপহার
ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিনামূল্যে ১৫ লক্ষ ল্যাপটপ ও ট্যাবলেট দেবেন। সেই মতো সোমবার প্রায় দশ হাজার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার মধ্যে ল্যাপটপ বিতরণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ল্যাপটপে লাগানো ছিল অখিলেশ ও মুলায়ম সিংহের ছবি। এ ভাবে তিনি তরুণ প্রজন্মের মন জয়ের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

বাসে উদ্ধার বোমা
বাস থেকে মিলল পাঁচ কিলোগ্রাম ওজনের বোমা। বঁগাইগাঁওয়ের ঘটনা। পুলিশ জানায়, যাত্রিবাহী বাসটি তামারহাট থেকে ভায়া গোসাইগাঁও বঁগাইগাঁও আসছিল। পথে, একটি বেওয়ারিশ ব্যাগ দেখে কন্ডাক্টরের সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞরা বোমাটি ফাটান। ব্যাগের ভিতরে রাখা একটি লেটারহেড দেখে পুলিশের সন্দেহ, ‘ন্যাশনাল লিবারেশন ফোর্স অফ বেঙ্গলি’ নামে একটি সংগঠন বোমাটি রেখেছিল।

নিহত মাওবাদী নেতা
পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা প্রদীপ মাঝি ওরফে গোবিন্দ(২৫)। গত বছর মার্চে দু’জন ইতালীয় পর্যটককে অপহরণ করার ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি। সোমবার ওড়িশার গজপতি জেলায় পুলিশি সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ওড়িশা মাওবাদী পার্টির প্রতিষ্ঠাতা সব্যসাচী পণ্ডার ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ৪৬টি অপরাধের মামলা ঝুলছিল।

ছুরি দেখিয়ে ধর্ষণ
মুখের সামনে ছুরি ধরে ষোলো বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম হুইডরম খাবা ওরফে সঞ্জয় (২৬)। রবিবার ওই কিশোরীর বাবা-মা ছিলেন না। তখন ঘরে ঢুকে ধর্ষণ করে সঞ্জয়। পর দিন অপমানে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী। গ্রামবাসীদের চেষ্টায় ধরা পড়েছে অভিযুক্ত।

সংঘর্ষে নিহত মাওবাদী নেতা
পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন মাওবাদী নেতা প্রদীপ মাঝি ওরফে গোবিন্দ(২৫)। সোমবার ওড়িশার গজপতি জেলায়। গত মার্চে দু’জন ইতালীয় পর্যটককে অপহরণে অভিযুক্ত ছিলেন তিনি। ওড়িশা মাওবাদী পার্টির প্রতিষ্ঠাতা সব্যসাচী পণ্ডার ঘনিষ্ঠ ছিলেন এই নেতা।

পড়ে গিয়ে মৃত্যু
মহাকাল পাহাড় থেকে গিয়ে পাহাড় থেকে পা হড়কে নিচে পড়ে মৃতু হল যুবকের। রবিবার রাতে ঘটনাটি ঘটে জয়ন্তী সংলগ্ন ভুটানের মহাকাল পাহাড়ে। সোমবার দুপুরে পাহাড়ের খাঁজে আটকে থাকা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের নাম রণজিৎ দাস (২৩)। তাঁর বাড়ি তৃফানগঞ্জে। তিনি সোনার দোকানের কর্মচারী ছিলেন। রবিবার দশজন বন্ধুর সঙ্গে শিবপূজো উপলক্ষে মহাকাল পাহাড়ে যান। রাত একটা নাগাদ তিনি পাহাড় থেকে ৫০০ ফুট নিচে পড়েন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.