পশ্চিমবঙ্গ ও কলকাতায় যাঁদের এমটিএস মোবাইল রয়েছে, তাঁদের দশা শেষ পর্যন্ত ইউনিনর গ্রাহকদের মতো হল না। স্পেকট্রাম না-থাকায় অন্য কয়েকটি সার্কেল-সহ এই দু’টি থেকেও পাততাড়ি গুটোতে হয়েছে ইউনিনরকে। কিন্তু এমটিএস-এর মূল সংস্থা সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস (এসএসটিএল) সোমবার নিলামে ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রাম জিতে নিয়েছে দেশের আটটি সার্কেলে। যার মধ্যে পশ্চিমবঙ্গ ও কলকাতা তো আছেই। সেই সঙ্গে রয়েছে দিল্লি, গুজরাত, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিম-উত্তরপ্রদেশ, কেরল। স্পেকট্রাম কিনতে রাশিয়ার টেলিকম সংস্থা সিস্টেমার এই ভারতীয় শাখাটি এ দিন খরচ করেছে ৩,৬৩৯ কোটি টাকা। প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে যে ১২২টি টুজি লাইসেন্স বাতিল হয়, তার মধ্যে ছিল সিস্টেমার কিছু সার্কেলও। এ দিন সেগুলি ফিরে পেতেই নিলামে অংশ নেয় তারা। এসএসটিএল কর্তৃপক্ষের দাবি, দাম হাঁকার সময়ে স্পেকট্রামের দর, স্লটের সংখ্যা, প্রতিযোগিতার ধরন, ভবিষ্যতে উন্নতির সুযোগ ইত্যাদিই ছিল তাদের বিচার্য বিষয়। এ সবের ভিত্তিতে মুম্বই, মহারাষ্ট্র ও পূর্ব-উত্তরপ্রদেশ সার্কেলের জন্য নিলামে অংশই নেয়নি তারা। সে ক্ষেত্রে ওই তিন সার্কেলের গ্রাহকদের অবিলম্বে অন্য সংযোগ সংস্থায় সরে যাওয়ার কথা জানাতে শুরু করেছে এমটিএস ইন্ডিয়া। |